সূর্যপুত্র (পর্ব এক) (পর্ব দুই) (পর্ব তিন)
****আমি স্পষ্ট করেই বলতে চাই…আমার এই লেখাটি সম্পূর্ণই বানানো। জীবিত…মৃত…কাল্পনিক কারও সাথে আমার এই লেখা মিলে গেলে সেটার দায়ভার আমার একেবারেই নেই…আছে সিসিবির প্রিন্সিপ্যাল ভাইস্যার… ভাইস প্রিন্সিপ্যাল ভাপু… অ্যাডজুট্যান্ট ভাইস্যার…ইত্যাদিসহ আমার সকল সিনিয়র/জুনিয়র ভাই/বোনদের…কারণ, বৃক্ষের আবার দায়ভার কিসের???????!!!!!]
২৮ এপ্রিল, ২০০৯।
১৬। বাংলাদেশ নেভাল একাডেমীতে ট্রেনিংরত ক্যাডেটদের মাঝে থার্ড টার্মের সাজ্জাদকে ওর ব্যাচের সবাই গাছ বলেই জানে। কারণ, ও…ঝিনাইদহ ক্যাডেট কলেজ-এর। তবে ওর আরেকটি নামও এখানে চালু হয়ে গিয়েছে… “দি রানার”। যে কোন দৌড়ে…লং হোক কিংবা শর্ট…সেরাদের সেরা ও। আজকেও আরেকটা মাইল টেষ্ট আছে… দ্বিতীয় কে হবে সেটা জানার জন্যেই সবাই উদগ্রীব। কারণ, সবাই নিশ্চিত…প্রথম স্থানটি সাজ্জাদ ব্যতীত অন্য কারও পক্ষে অর্জন করাটা প্রায় অসম্ভব এক ঘটনা।
১৭। খুলনার ন্যাভাল বেস “………”-এ স্পেশাল একটা ট্রেনিং করছে সাব লেফটেন্যান্ট সাদ বিন আব্দুল্লাহ। ওর অনেক গুণের একটি হচ্ছে…কখনও হাল ছেড়ে না দেয়া। এ কারণে প্রশিক্ষক এবং কোর্সমেটদের প্রায় সবাই ওকে সমীহ করে চলে। কারণ, সূপ্ত এই বারুদ যে কোন মুহূর্তেই সবার আশা অতিক্রম করে জ্বলে উঠতে পারে!!!
১৮। চিটাগাং ন্যাভাল বেস “……”-এ স্পেশাল ওয়ারফেয়ার এর উপরে একটি কোর্স করছেন বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার কুদরত উল্লাহ। আপাতঃদৃষ্টে যেমনই দেখা যাক… তাঁর মতন সিরিয়াস স্টুডেন্ট সম্পূর্ণ কোর্সে বিরল। সবাই তাঁকে নিয়ে আশাবাদী…যে কোন বাস্তব সমস্যার সুশৃংখল একটা সমাধান তিনি করতে পারবেনই।
১৯। ভারতের ……এ অবস্থিত ন্যাভাল বেস “……”-এ নেভিগেশন এর উপরে একটি স্পেশাল অ্যাডভান্স কোর্স করছেন বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ মুহাম্মদ এজাজুল হাসান। শুধু বিদেশী নয়… সকল ষ্টুডেন্টদের মাঝেই (ভারতীয়রা সহ) তাঁর ফলাফল ঈর্ষণীয়। তিনি শুধু পড়ালেখাতেই সিরিয়াস নন…তাঁর সকল মুভমেন্টই বাংলাদেশকে সার্থকভাবে উপস্থাপন/প্রদর্শন করে সকলের মাঝে।
২০। বাংলাদেশ নৌবাহিনীর একজন অর্ডিনারি রেটের নাবিক সুলায়মান শেখ। কাজে কর্মে চটপট, প্রাণবন্ত এই নাবিক সকল সময়েই হাসিখুশী থাকতে পছন্দ করে। ওর প্রেমিকা… সাবরিনার সাথে মাত্র মাস ছয়েক পরেই বিয়ে হতে যাচ্ছে… এই খুশীতে ও সবসময়েই যেন উদ্বেল হয়ে থাকে। আর, ওর একটি বিশেষ গুণ হলো… কোয়ার্টার মাষ্টার হিসাবে ও খুব ভাল জাহাজ চালাতে পারে। এই মুহূর্তে ওর কোর্স পজিশন-ও ভাল। আশা করা যায়…কোর্সটা শেষ হলেই ও বড় জাহাজে বদলী পাবে…!!
২১। বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন ফয়সাল কিছুদিন হলো ডিজিএফআই-এ বদলী হয়েছেন…এখন তাঁর অবস্থান কক্সবাজারে। বিদেশ থেকে ফিরেই এই এলাকায় বদলী হয়ে তিনি খুশী হয়েছেন… না কি অখুশী …..এখনো ঠিক বুঝে উঠতে পারেন নি। তবে, তাঁর প্ল্যান…শিগ্গীরই সকল বন্ধুদেরকে এখানে বেড়াতে আসতে বলবেন…আর স্ত্রী-পুত্রকে তো বটেই!!!
২২। বাংলাদেশ নৌবাহিনীর “……” জাহাজের কোয়ার্টার ডেক এবং রেগুলেটিং অফিসার লেফটেন্যান্ট মুফতি মাহমুদ খান এই মুহূর্তে অত্যন্ত খুশী মনে সময় পার করছেন। পাকিস্তান থেকে কিনে আনা জানালার পর্দাগুলি দেখে তাঁর স্ত্রী খুবই খুশী হয়েছেন। তদুপরি, শুভেচ্ছা সফর থেকে কিনে আনা অন্যান্য সকল গিফ্ট আইটেমগুলিও সবাই খুবই পছন্দ করেছে। জাহাজের কঠিন শিডিউলের মাঝে থেকেও তিনি ফ্যামিলির সামান্য বিষয়ও আজ পর্যন্ত কখনও ভুলে যাননি।
২৩। বাংলাদেশ নৌবাহিনীর “লিডিং মেডিক্যাল অ্যাসিসট্যান্ট (এলএমএ)” সালাহউদ্দিন-এর মনটা একটু খারাপ। ছুটিতে যাওয়ার বিশেষ প্রয়োজন ছিলো তার…বাড়িতে হঠাৎ করেই বৌ-শ্বাশুড়ীর দ্বন্দ্ব দেখা দিয়েছে। এরকম মাঝে মাঝেই ঘটে… তবে, বরাবরই নিজেদের মধ্যেই তারা মিটিয়ে ফেলতো। এবারই প্রথম…বিষয়টা বেশী সিরিয়াস হয়ে গিয়েছে। এই মুহূর্তে বৌ-শ্বাশুড়ীর মধ্যে মুখ দেখাদেখি বন্ধ। আবার ঝগড়ার বিষয়টাও কম সিরিয়াস নয়…অন্ততঃ বাড়িতে যাওয়ার জন্যে!!! চৌদ্দ বছরের সংসার জীবনে এবারই প্রথম বাবা হতে যাচ্ছে সে…। আর, বৌ-শ্বাশুড়ীর ঝগড়া শুরু হয়েছে “ তোমাকে আমার নাতির জন্যে হলেও আরও বেশী খেতে হবে…,” “আর যদি নাতনী হয় মা!! ” “অসম্ভব, এই বংশে প্রথম সন্তান অবশ্যি ছেলে হতে হবে…”-এই জাতীয় কথোপকথন দিয়ে…আর শেষ হয়েছে অত্যন্ত খারাপভাবে। নতুন জাহাজে বদলী এসেই ছুটি চাওয়ার মতন নাবিক সে নয়…তা ছাড়া ছুটি চাওয়ার কারণ হিসাবে কি লিখবে…সেটাও একটা লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছে তার কাছে।
[ক্রমশঃ]
1st :awesome: :awesome: :awesome:
কংগ্র্যাট্স...ভাইডি!!! 😛 😛
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
জুলহাস ভাই কি প্রথমেই চরিত্র পরিচিতি দিচ্ছেন ?????
তবে ছোট ছোট বিচ্ছিন্ন কাহিনী হিসেবেও ভালো লাগছে ......
ভাই রে..., শুরু কইরা তো দেহি ফাইস্যা গেছি!!! 😕 😕
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
বিশাল মাল্টিটাস্কিং 😉
হ্যাঁ রে ভাই!!! শেষ হয় না...কেবল বাড়তেই আছে... 🙁 🙁
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
চলুক... কাহিনী ডেভলপ হইতেছে। 🙂
দোয়া করিও ভাই...যেন শেষ পর্যন্ত প্রিন্ট করতে পারি... যেন শুধু ডেভেলপ হয়েই না থাকে!!
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
প্রতি পর্বে এসে দেখে যাই শেষ হলো কিনা! এখনো কোন পর্ব পড়িনি, শেষ হলে একসাথে পড়বো। তারপর মতামত। এখন শুধু জানাতে এলাম, অনুসরন করছি।
চলুক।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আমি যদি তোমার মতন করতে পারতাম ভাই!! দীর্ঘশ্বাসঃ দীর্ঘশ্বাসঃ
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
লেখা তো পুরা ফোন ডিরেক্টরি হয়ে যাচ্ছে রে...
এত জনরে তুই মিলাবি কেমনে...টেনশনে পইড়া গেলাম তো...
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জুনা বেপার টা বুজতাসিনা, তুই বেটা শুরু থাইকাই বড়ভাইডারে তুই তুই চালাইতাসস...
কেম্নে কি? 🙁 x-( 😡 :chup: :duel:
বস, গোস্যা কইরেন না...
এইডা বেসড অন এ ট্রু ইস্টোরি...মানে রিয়াল লাইফেও আমরা একে অন্যকে এভাবেই সম্ভোধন করি...:P
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
😮 😮 :bash: :bash:
সুন্দর কইরা বলবার পারস্ না...ইয়েলো পেইজ!!!!!!!!!!!!!! 😀 😀 😀
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
সাম্প্রদায়িক মন্তব্য: জেসিসি র তো হ্যাট্রিক হয়ে গেল... :goragori: :goragori:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ইয়ো ম্যান...ইয়ো...বিরিক্ষ রক্স... :awesome: :awesome: :awesome:
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
অপেক্ষায় আছি : আইজউদ্দিন B-)
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
লেখতে-ই আছি...জুলহাসউদ্দিন ;;; ;;; ;;; ;;;
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
দোস্ত পড়তেছি।
তোএ লেখা তো ভাল্লাগে - তয় শেষ পর্যন্ত সবটি মনে হয় আবার এক্কারে পড়া লাগবো।
ফরম্যাটিং এর নতুনত্ব চোখাএ লাগার মত।
সাবাশ - চলুক বন্ধু।
:clap:
সৈয়দ সাফী
থ্যাঙ্কু... 😀 😀 দোস্ত
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
অপেক্ষায় আছি : আইজউদ্দিন B-)
লেখতে-ই আছি…জুলহাসউদ্দিন ;;; ;;; ;;; ;;;
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
সবার পরিচয়পর্ব হচ্ছে কি??? 😕
আইচ্ছা ভাপু...তুমি কি কও??? মিষ্টি ছাড়া পরিচয় পর্ব শেষ হইবো ...এইডা কি হইতে পারে???
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
নাহ কোনমোতেই না, আমি মিষ্টি'র ব্যবস্থা করতাসি, 😀 আর তুমি সবাইরে পরিচয় করাইতে থাকো। তবে কি দাদাভাই লিষ্টি লম্বা কইরোনা 😛
ভাপু......, তুমিও কিন্তু মিষ্টি কম দিও না!!! 😛 😛 😀 😀
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
আমারে কি জুনা'র মত কিপ্টু মনে হয়? :-B
জুনা তো তোমার-ই ভাই... 😛 😛 😛 ।
অরে দেইখ্খা-ই তো তোমার কিপ্টামি (কিপটা + তুমি) নিয়া সন্দ...হইলো :grr: :grr: :grr: :grr: :grr:
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
বিচ্ছিন্ন কাহিনীগুলি পড়ে ভাল লাগলো। :clap:
কাহিনীগুলো এইবার একটার সাথে অন্যটা জোড়া দেওন যায় না?? 🙂
কোন একটা ভারতীয় বইয়ে দেখেছিলাম ৬-৭ টা আলাদা কাহিনী ... শেষে এসে এক হয়, এই রকম হবে মনে হয়।
ইস্ বইডা যদি পড়া থাকতো...সবাই রে খালি চরিত্রের নাম দিয়া বইডার চ্যাপ্টার গুলি পইড়া নিতে কইতে পারতাম!!! 😉 😉 😉
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
সুপার গু...লু......ট্যাপ...সব ডি তো মনে হয় হারাইছে!!!!!!!
বান্ধন দিমু কি দিয়া :)) :)) :))
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
পরের পর্ব কই জুলহাস ভাই। B-)
শীঘ্রই নিকটস্থ প্রেক্ষাগৃহে আসিতেছে!!!!!!!! B-) B-) B-)
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
জুলহাস স্যার,
আপনার লিখা দেখে খুব ভালো লাগছে। ভাবতেছি, গল্পটা কত বড় হবে, যাই হোক চালাইয়া যান। good luck.
নাঈম ( লে আশিক)
লে আশিক ? :khekz:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
লে আশিক ? :khekz: লে আশিক ? :khekz: :khekz: :khekz: :khekz:
রা আশিক ? :khekz: রা আশিক ? :khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
তোমার লেখাগুলো শুরু করলেই শেষ করা যায়। লিখেছো কাল্পনিক ঘটনা কিন্তু মনে হচ্ছে একদম বাস্তব। লিখেছে উপন্যাস কিন্তু মনে হচ্ছে স্টাইলটা রিপোটিং ধরনের। পরে অন্যদের কমেন্ট পরে বুঝলাম একটা এক্সপেরিমেন্ট ধরনের কিছু করতে যাচ্ছ। তা অবশ্য আমার বোঝার সাধ্য নেই। আমি এখনও বংকিম যুগেই পরে আছি ‘ নাবিক তুমি কি পথ হারাইয়াছো?’
অফটপিকঃ গতপর্বে লিখেছো আমি নাকি তোমাকে সিসিবিতে কম বয়সী বানিয়ে দিয়েছি। আর আমি তো মনে করি আমার এখনও জীবনই শুরু হয় নাই - চল্লিশ হওয়ার অপেক্ষায় আছি।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
অনেক কথা-ই কহিলেন...আফা!!! 🙁 🙁 🙁
নিবিক কি পিথ হিরিইতি পিরি????
সি পিরি সিগির কিংবি নিদী হিরিইতি 😛 😛 😛
ইমি মিনি হিই দিটিই হিরিইছি :(( :(( :((
অঃটঃ আমাকে কম বয়সী বানানোর জন্যে আপনার বাসার ফ্রীজ থেকে... 😉 😉 যাই... মিষ্টি খেয়ে আসি :grr: :grr: :grr:
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
বস্ আম্নের বোলে ডায়বেটিস আছে জুনায় কইলো :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
হ............ 🙁 🙁 🙁 তরে কইছে!!!!!!!!!!!!!! :grr: :grr: :grr: :grr: :grr:
আমি তো সে-ই বিশাল মিষ্টি খাওয়া প্রতিযোগিতায় ছিলাম............!!!!!! :(( :(( :((
তুই...তরা তো আমারে জানাই-লি না পর্যন্ত!!!!!!!!! :(( :(( :((
অঃ টঃ মিষ্টি খাওনের সুযোগ হাতছাড়া করায়...বড় ভাই হইয়াও...আমি তরে ভ্যাঞ্চাই!!! :grr: :grr: :grr:
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
ব্যাপার না দাদা, চলো আইজকা আমরা খাওয়া শুরু করি ;))
লও ভাপু......, প্রিন্সিপ্যাল ভাইস্যার-এর বাসা থাইক্যা শুরু কইরা...তোমার বাসা হইয়া...অ্যাড্জুট্যান্ট ভাইস্যারের বাসায় ঢুঁ মাইরা...শান্তা'পুর বাসার ফ্রীজ থাইক্যা...মিষ্টি খাইয়া আসি... 😀 😀 😀 😀 😀
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
:awesome: :awesome: 😀 😀
:tuski: :tuski: :tuski: :goragori: :goragori: :goragori: :awesome: :awesome: :awesome: :)) :)) :)) :frontroll: :frontroll: :goragori: :goragori: :awesome: :awesome:
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
দাদাভাই ফ্রন্ট্রোল দেওয়ার অর্থ কি? 😕
বুঝ্লা না ভাপু!!!!!!!!!!
এইডা থাকলে সবতে ভাববো...মিষ্টি খাইলে... :frontroll: :frontroll: :frontroll: দেয়া লাগবো!!!!!!
তাতে কত্ত......ভাগীদার কমবো......খেয়াল আছে!!! :awesome: :awesome: :awesome: :goragori: :goragori: :goragori:
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
হিহিহি চলো, সবটারে :frontroll: এর উপ্রে রাইখা আমরা মিষ্টি খাইয়া আসি 😀
আমি ঝধিও...ঘুঢ ভয়... 😉 😉 😉
তয়...ভাইস প্রিন্সিপ্যাল আপু-র আদেশ অমান্য করার মতন সাহস কি আমার আছে????? 😛 😛 😛 😛 😛
আমি কিন্তু মিষ্টি বেশী-ই খাইতে পারি...!!!
কই রে ম্যাশ পঠেঠো...খাই বি না?????? :grr: :grr: :grr: :grr: :grr:
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
😛 😛
৫০ B-)
😀 😀 😀 😀
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet