রাহুল দ্রাবিড়ের ব্যান চাই…..আমি আমার ব্যান চাই……

১) অনেকদিন ধরেই নিজেরে ফাটাফাটি ক্রিকেটার ভাবে ইন্ডিয়ার রাহুল দ্রাবিড়। আর, ওরই বা কি দোষ…বেচারা তো আসলেই অতীব ভালো ক্রিকেট খেলে।
টেকনিকে প্রবলেম নেই…টাইমিংটাও ঠিক আছে…ভালো রানও আসতাছে ব্যাটে…সবই ঠিক!!!!!!!!!!!
তাহলে তারপরেও আমি কেন ওর ব্যান চাই?????????????????//
আমি ওর ব্যান চাই…এই কারণে…যে,
যেদিন রাহুল দ্রাবিড় ভালো খেলে…, সেদিন ওর দলের আরেকজন খুবই ভালো খেলে।
যেদিন বেচারা বেশী ভালো খেলে…, সেদিন ওর দলের আরেকজন অসাধারণ খেলে!!!
আর, যেদিন শুধুমাত্র ও-ই অসাধারণ খেলে…সেদিন আর ওর দল জিততে পারে না!!!!

২) আমার লেখার স্ট্যান্ডার্ড খুব একটা খারাপ না বলেই আমার বিশ্বাস…
সিসিবিতে এত ভালো ভালো লেখা দেখেও আমার কিন্তু মোরাল নস্ট হয়নি…কারণ “সোহেল”-এর বক্তব্য অনুযায়ী (আমার বুলশীট-এর কমেন্টকারী)…পুরা বাংলাদেশ-এর মাঝে মাত্র হাজার পনের মানুষ আমার মত ক্যাডেট আছে…কাজেই নো প্রবলেম!!!
কিন্তু, ভ্যাজালটা দেখি খালি আমার বেলাতেই লাগে!!
আমি সুন্দর (আমার মতে) লেখা দিলাম… “আমি কিছু-ই বলিতে পারিলাম না”…
আমার চেয়ে বেশী ভালো/জ্বালাময়ী লেখা দিলো আলম…রায়হান আবীর…মুহম্মদ…আরও কয়েকজন…
আমি আমার মতে সেরা গঠনমূলক লেখা দিলাম…(বুলশীট)……
আমার চেয়েও ফাটাফাটি লেখা দিলো …সাইদ… রকিব…
আমি আমার লেভেল-এর ফাটাফাটি লেখা দিলাম…(দেশপ্রেমিকের গল্প এবং আমার কিছু প্রশ্ন ছিলো)…
দিগ্বিজয়ী লেখা দিয়ে আমাকে ম্লান করে দিলো…সাইফ…সাইদ…সানাভাই…ইউসুফভাইসহ…অসংখ্যজন…অসাধারণ সব লেখা দিয়ে।

৩) আমার সবচেয়ে ভালো এবং অসাধারণ লেখাটা দিলাম আমি শেষ কবিতাটায়…(চামে কবিতাটা আবার তুলে দিলাম)
“দৃপ্ত অঙ্গীকার”
” যতই আমায় আগুনে পোড়াও, বেয়নেট হানো গায়ে…
এই বাংলার স্বাধীনতা জেনো, এনেছে আমারই ভাইয়ে।
আমারই বাবার, মায়ের রক্তে রঞ্জিত এই দেশ…
আমার বোনের আর্তনাদের রয়েছে যে আজও রেশ।

অধিকার নিয়ে ফেনা তুলেছিলো বুদ্ধিজীবিরা শত…
পিছনে হাজার কীটেরা ছিলো ধংসযজ্ঞে রত।
দেশের শ্রেষ্ঠ ছেলেরা পারেনি যুদ্ধ করতে হায়…
একটু সুযোগও পেলে কি তাঁদের এভাবে মরতে হয়?

দেশকে ভাঙ্গার হাজার সুযোগ, শত্রুরা নিতে ব্যস্ত……
দেশ রক্ষার দায়টা কিন্তু আমাদেরই হাতে ন্যস্ত।
বারবার শত চেষ্টা চলবে, ভাংতে মোদেরই বুক…
আমার মাথাটা নত হলে পরে…শত্রুরই হবে সুখ।

তাইতো আজ আমি শপথ করছি, নোয়াবো না এই মাথা…
বাংলাদেশকে রক্ষা করবো, এই মোর শেষ কথা।
লাল সবুজের পতাকা ছুঁয়েছি দৃপ্ত অঙ্গীকারে…
জন্মেছি মা গো তোমার জঠরে, মরবো তোমারই তরে।।”

বিঃ দ্রঃ Only for my juniors………

“আমার লাশকে স্যাল্যুট করার সুযোগটা যদি না-ই পাও……
দুঃখ করো না, তোমার সকল কষ্টগুলিকে মুক্তি দাও।”

৪) আমার এবারের এই অসাধারণ Performance-টা মাইর গেলো ফয়েজ ভাই…মুহম্মদ…জিহাদ…কামরুল…আন্দালিব…এবং আরো এইরকম কয়েক জনের জন্যে…
৫) আমি তো আর ইন্ডিয়া দলের সবার…কিংবা সিসিবি-র সব ভালো লেখকদের ব্যান চাইতে পারি না…!!!!!
তাই আমি রাহুল দ্রাবিড়ের ব্যান চাই…আমি আমার ব্যান চাই!!!!!!!!!!!!!!
৬) সিসিবি-র মাধ্যমেই আমি ব্লগিং শিখেছি…এবং এখনো আর কোথায়-ও যাইনি। মনে হয়, এইবার অন্য জায়গা দেখার সময় হয়ে গিয়েছে…এইখানে মনে হয় আমি ভাত পাবো না!!!! )
৭) আপনেরা কেউ খুশী হয়ে থাকলে, স্যরি। আমি আমার ঘর ছেড়ে কোথায়ও যাচ্ছি না।
৮) সিসিবির সকল লেখকদের :hatsoff: !!! সকল পাঠককে সশস্ত্র সালাম :salute: । সিসিবিকেও।।

৩,৬৮৪ বার দেখা হয়েছে

৪০ টি মন্তব্য : “রাহুল দ্রাবিড়ের ব্যান চাই…..আমি আমার ব্যান চাই……”

  1. রকিব (০১-০৭)

    বহুত কিছু কইবার চাইছিলাম, কিন্তু কইলাম না,(আসলে মনে লাই কি কমু। 😕 😕 )
    আপনি গেলেও খুইজা আনতাম। 😀 😀


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  2. কামরুলতপু (৯৬-০২)

    ভাইয়া, আপনি দেখি আমার মত। আমি কত্ত লেখা দিলাম কিন্তু কখনো বেইল পাইলাম না। আমার লেখার হিট আর কমেন্ট দেখলেই বুঝতে পারবেন। আজকেও ভাবছিলাম কেউ নাই এই চান্সে সবাই আইসা আমার লেখা পড়ব কিন্তু ফয়েজ ভাই হিট লেখা দিয়ে দিছে। তবে আমার দুঃখ নাই লেখতেই আছি লেখতেই আছি।

    জবাব দিন
  3. ফয়েজ (৮৭-৯৩)

    ওই জুলহাস, তুমি চিটাগাং আইবা কবে?

    তোমার লেখার তলের গুলা ব্যাকা কইরা রাখছ ক্যান? সোজা কর।

    আরে ব্যাপার না, লিখতে থাক, দেখবা ঠিকই একদিন লারা হই যাইবা, যেদিন খেলব সেইদিন টিম জিতবো, আর করলে ৪০০ না করলে ০ 😀


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  4. ইউসুফ (১৯৮৩-৮৯)
    আমি তো আর ইন্ডিয়া দলের সবার…কিংবা সিসিবি-র সব ভালো লেখকদের ব্যান চাইতে পারি না…!!!!! তাই আমি রাহুল দ্রাবিড়ের ব্যান চাই…আমি আমার ব্যান চাই!!!!!!!!!!!!!!

    জুলহাস, তোমার ধারনা ভুল! মহাভুল! তুমি এডজুটেন্টের মাধ্যমে "নিম্নোক্ত ব্যক্তিবর্গসহ সারা বিশ্বের ব্যান চাহিবার আবেদন" শীর্ষক একটা অ্যাপ্লিকেশন অবশ্যই করতে পার। সিসিবির প্রিন্সিপ্যাল সানা ভাই [কপিরাইট: মোস্তফা (১৯৮৮-১৯৯৪)] আর ভাইস প্রিন্সিপ্যাল শওকত ভাই [কপিরাইট: ইউসুফ (১৩৮৩-৮৯)] তো আর গাছ না, তাঁরা মানুষ। তাঁরা অবশ্যই তোমার এই যৌক্তিক দাবী মেনে নেবেন।

    অ:ট: এই জুনিয়রগুলো এত ভাল লেখে, আমারও নিজেরও এঁদের ব্যান চাইতে ইচ্ছা করে, কিন্তু হায় এডজুটেন্ট হিসাবে আমার এই চাওয়া যে অসাংবিধানিক!

    জবাব দিন
  5. আহসান আকাশ (৯৬-০২)
    তাইতো আজ আমি শপথ করছি, নোয়াবো না এই মাথা…
    বাংলাদেশকে রক্ষা করবো, এই মোর শেষ কথা।
    লাল সবুজের পতাকা ছুঁয়েছি দৃপ্ত অঙ্গীকারে…
    জন্মেছি মা গো তোমার জঠরে, মরবো তোমারই তরে।।”

    :salute: :salute: :salute: :salute: :salute:


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  6. জুনায়েদ কবীর (৯৫-০১)

    নিজেই নিজের গুনগান গাইতেছে... :thumbdown: :thumbdown:
    তয় কবিতাটা সেইরকম হইছে... :thumbup:
    (ভাইজান ছোট ভাইরে দিয়া লেখান নাই তো??? =)) =)) )


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।