আমি কখনোই কিছু বলিতে পারি না -৪

[আমি আসলে ব্লগে প্রথমবারের মত সার্ফিং করতে এসেছিলাম…, আমার ছোটভাই কবীর, সায়েদ এবং অন্যান্যদের (স্পেশালি ইউসুফ ভাই) লেখাগুলি পড়েই আমার এই লেখালেখির শুরু।
আমি আমার এই করুণ পরিণতির জন্যে তাই এই তিনজনেরে ব্যাঞ্ছাই!!!! ]
কেসঃ ১৭
আমার দীর্ঘ এক যুগের চেস্টা/অপচেস্টা/প্রয়াস…ইত্যাদির সফল/অসফল পরিসমাপ্তি হলো আমার প্রেমিকার সাথে বিবাহ।
এই বার বছরে আমি যেমন তাকে বুঝতে চেস্টা করেছি…, তেমনি সে-ও আমাকে…
আমার সব ফ্রেন্ডদেরকে না দেখলেও সে বোধহয় তার মত করে বুঝে নিয়েছে…আমি খুব আড্ডাবাজ লোক।
কিন্তু, আমার বাসায় আমার ছোটভাই (ও-ও আমার কলেজেরই, অনেকবার ওর নাম বলেছি…, এই শেষবার বলছিঃ জুনায়েদ কবীর, ঝকক,১৭৭৪,১৯৯৫-২০০১)-এর সাথে যখন বিভিন্ন কলেজের এক্স-ক্যাডেটরা আসে (আমার কলেজের, ওর সাথেরগুলি…ওরা তো আমাদের বাসার-ই মেম্বার!), তখনও আমার চোখে খুশীর আভা দেখে আমার ওয়াইফের নির্দোষ…নির্মল প্রশ্ন…”তুমি ওদের দেখেও এতো খুশী হয়ে ওঠো কেন?ওরা না তোমার অনেক জুনিয়র?”
…………………………………………………………………………………………………………………………………………………..
যে কোন এক্স-ক্যাডেটকে দেখেই খুশী হয়ে ওঠার পিছনের কোন কারণ দেখানোর বিষয়ে বিশেষ কোন ব্যাখ্যা দাঁড় করিয়ে আমি আমার ওয়াইফকে কিছুই বলিতে পারিলামনা……,কিছুই বলিতে পারিলাম না…………

কেসঃ ১৮
আমার ছেলের বয়স তখন আড়াই।
একদিন না খেয়ে রাত আটটার আগেই ঘুমিয়ে পড়েছে সে। তাকে খাওয়ানোর জন্যে রাত সাড়ে বারটার দিকে সবাই মিলে ঘুম থেকে টেনে তোলার চেস্টা করা হল।
অনেক বকাবকি,ডাকাডাকির পরে সে একটুখানি চোখ মেললো।উঠে ঘুমজড়ানো কন্ঠে কাঁদোকাঁদো ভাবে বললো,”শীট্”, আবার ভাত খেতে হবে!!!”
…………………………………………………………………………………………………………………………….
আমি তথা আমরা সবাই কিছুই বলিতে পারিলামনা……,কিছুই বলিতে পারিলাম না…………

কেসঃ ১৯
ইলেকশন ডিউটি পালন করতে ** জেলার ***খান থানায় গিয়েছি।
ছয়জন অফিসারের মধ্যে আমরা তিনজন এক্স-ক্যাডেট [ভালকথা, এডু এবং মডু ভাইয়েরা, এমন কোন অটোকারেকশন রাখতে পারো নাকি যাতে জাস্ট kadet লিখলেই ক্যাডেট হবে!!! আমারে বিষয়টা খুব কস্ট দিচ্ছে]
মনে হয় আমরা যেন একটা গ্রুপ। এর মাঝে একদিন র‌্যাব থেকে দুইজন অফিসার আসলো, ওরাও এক্স-ক্যাডেট। শুধু কলেজটা আর ইনটেকটা শোনার পরেই শুরু হলো ধুমায়া আড্ডা।
আমার একজন (সিভিলিয়ান) জুনিয়র ছিল।এর আগে অনেকবার আমাদের কাছে ফ্লোর চেয়েও বেচারা ফ্লোর পায়নি। শফিক আর আফজাল (নামগুলি যখন বলে দিলাম… লংকোর্সটাও বলি…শফিক ৪৯ আর আফজাল ৫০ লংকোর্স-এর)
চলে যেতেই সে বেশ অভিমানী সুরে বললো, “স্যার, আমি এতোদিন ধরে আপনার সাথে চাকরী করি…আপনাদের মাঝে ফ্লোর পাইনা…, অথচ জীবনে প্রথম দেখাতেই কি ভাবে ওই স্যারদের সাথে আপনাদের এত অন্তরংগতা হয়ে গেল???”
…………………………………………………………………………………………………………………………….
আমি তথা আমরা সবাই কিছুই বলিতে পারিলামনা……,কিছুই ব্যাখ্যা করিতে পারিলাম না………… শুধু বোকার মতন মাথা নাড়াইতে লাগিলাম…আর হাসিতে লাগিলাম।প্রথম কথাতেই এই রকম যে কোন এক্স-ক্যাডেটকে আর একজন এক্স-ক্যাডেট-ই শুধু এত আন্তরিকভাবে নিতে পারে…আর বিশ্বাস করতে পারে। এই ঘটনার কি কোন সাধারণ ব্যাখ্যা হইতে পারে?

২,৭৮৯ বার দেখা হয়েছে

৩৯ টি মন্তব্য : “আমি কখনোই কিছু বলিতে পারি না -৪”

  1. মঞ্জুর (১৯৯৯-২০০৫)
    “স্যার, আমি এতোদিন ধরে আপনার সাথে চাকরী করি…আপনাদের মাঝে ফ্লোর পাইনা…, অথচ জীবনে প্রথম দেখাতেই কি ভাবে ওই স্যারদের সাথে আপনাদের এত অন্তরংগতা হয়ে গেল???”

    ভাইয়া বেচারার জন্য মায়া লাগতেসে...।আহারে.........।

    জবাব দিন
  2. মাহমুদ (১৯৯০-৯৬)

    জুলহাস ভাই ঠিকই কইছেন
    "প্রথম কথাতেই এই রকম যে কোন এক্স-ক্যাডেটকে আর একজন এক্স-ক্যাডেট-ই শুধু এত আন্তরিকভাবে নিতে পারে…আর বিশ্বাস করতে পারে।"-

    আমার লাইফএও 'ইরাম' অনেক ঘটনা আছে 😀 ।


    There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx

    জবাব দিন
  3. মাহমুদ (১৯৯০-৯৬)

    "ঘুমজড়ানো কন্ঠে কাঁদোকাঁদো ভাবে বললো,”শীট্”, আবার ভাত খেতে হবে!!!”-

    বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমাগো ভাইস্তা আড়াই বছরেই জানান দিছে যে সে জুলহাস ভাইএর যোগ্য ছেলে :))

    ভাইস্তারে :hatsoff:


    There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx

    জবাব দিন
  4. জুনায়েদ কবীর (৯৫-০১)

    ভুল তথ্য প্রদানের জন্য লেখকের ব্যান চাই...!!!! 😉

    শীট্”, আবার ভাত খেতে হবে!!!”

    এখানে 'ছিট' হবে... B-)
    কারণ ভাতিজা তখনো সঠিক উচ্চারণ করতে পারত না... :-B


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  5. জুনায়েদ কবীর (৯৫-০১)
    শফিক ৪৯ আর আফজাল ৫০ লংকোর্স-এর

    এরা তো দেখি আমাদের কোর্সমেট... :-B
    নেক্সট টাইম এদের কিছুটা হলেও ফ্লোর দিবি... O:-)
    (কোর্স ফিলিংস দেখাইলাম B-) )


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  6. আমি আমার এই করুণ পরিণতির জন্যে তাই এই তিনজনেরে ব্যাঞ্ছাইইইইইইইইইইই!!!!

    এসেই একের পর এক :gulli2: মার্কা লেখা দিয়ে আমাদের সময়ের ১২টা বাজানোর এবং সেইসাথে নবাগত হিসাবে প্রথমেই আমাদের ভ্যান্চাওয়ার জন্য আমি তোমার ফ্রিগেট চাই।

    জবাব দিন
  7. প্রথম কথাতেই এই রকম যে কোন এক্স-ক্যাডেটকে আর একজন এক্স-ক্যাডেট-ই শুধু এত আন্তরিকভাবে নিতে পারে…আর বিশ্বাস করতে পারে। এই ঘটনার কি কোন সাধারণ ব্যাখ্যা হইতে পারে?

    :thumbup:

    জবাব দিন
  8. রকিব (০১-০৭)
    পরিসমাপ্তি হলো আমার প্রেমিকার সাথে বিবাহ।

    ভাবীকে রেখে শেষ পর্যন্ত প্রেকিকাকে বিয়ে???? কাজটা কী ঠিক হলো জুলহাস ভাই!!! :bash: :bash:


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।