আমি কখনোই কিছু বলিতে পারি না -২

[প্রথম লেখার যথেস্ট ভালো রেসপন্স না পেয়ে হতাশার মুখে লাথি মেরে পর্যায়ক্রমে লিখে যাব ভাবছি]
কেসঃ ৬
আমারে nobody ever counted (কেউই কখনো গুনতো না),
সেই ছেলেবেলায় যখন ছেলেমেয়েরা একসাথে বর বউ খেলতো………, আমারে রাখতো পাহারাদার!!!!!!!!!!
একদিন প্রতিবাদ করে বললাম, “আমি আর পাহারাদার থাকতে পারবো না”
তখন আমাকে সবাই বললো, “ঠিক আছে, তুই আজকে কাজী!”
……………………………………………………
আমি কিছুই বুঝিতে পারিলামনা……,কিছুই বলিতে পারিলাম না…………

কেসঃ ৭
আমরা তখন ক্লাস ফোর এ…
একদিন হঠাৎ আমাদের ক্লাসে নতুন পরী …..ইজু আসলো।
ক্লাসের প্রথম ছাত্র হবার পরেও সে দেখি ক্লাসের পিছনের সারির র…… এর পাশে গিয়ে বসলো!!!!!!!!!
……………………………………………………
আমি কিছুই বুঝিতে পারিলামনা……,কিছুই বলিতে পারিলাম না…………

কেসঃ ৮
ক্লাস টেনএ ছুটিতে বাড়িতে আসছিলাম…
আমার সহপাঠী মহিব দেখি সুন্দর এক মেয়েকে কি যেন কবিতা শুনিয়ে পটিয়ে ফেললো।
আমিও পরের সুযোগেই তাকে একটা কবিতা শুনিয়ে দিলাম।
পরের দিন একই সাথে আমি আর মহিব কেমিস্ট্রির প্রাইভেট টিচারের কাছে পড়তে যেতেই টিচার আমাকে সবার সামনে বললেন……
“জুলহাস, তুমি এত খারাপ কেন? মহিবকে দেখেও শিখতে পার না? দেখনা, ও কত ভাল! আর তুমি কি না আমার মেয়েকে ইশারা করে কবিতা বলো”!!!!!
……………………………………………………
আমি কিছুই বুঝিতে পারিলামনা……,কিছুই বলিতে পারিলাম না…………

কেসঃ ৯
আমরা তখন ক্লাস টুয়েলভে।
আমার সহপাঠী জুবায়েদরা তিন ভাই-ই আমাদের কলেজ-এর
আমিও খুশী খুশী ভাবে বললাম, “দেখিস, আমার ছোটভাইটাও আসবে। তখন আমরা দুই ভাই-ই একই কলেজ-এর হবো”
নতুন ক্লাস সেভেন আসলে শুনলাম…………, আমাদের কলেজেরই এক বড়ভাই-এর ছেলে আমাদের নতুন ভাই হয়ে এসেছে!!!!!!!!
………………………………………………….
আমি আবারও কিছুই বলিতে পারিলামনা……,কিছুই বলিতে পারিলাম না…………

কেসঃ ১০
বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিয়ে বিএনএতে প্রথম গিয়ে দেখলাম, অন্যান্য কলেজের ফ্রেন্ডগুলি সুন্দর করে বড় ভাইদের সাহায্যে পাঙ্গা থেকে secure হয়ে গেলো।
সিভিলিয়ান এক সিনিয়র আমাকে যেন ব্যঙ্গ করেই বললেন, “তেরা নাম্বার কাব আয়েগা রে কালিয়া?”
আমার কপাল, আমার কলেজের কেউই ছিলেননা!!!
…………………………………………………..
আমি কিছুই বলিতে পারিলামনা……,কিছুই বলিতে পারিলাম না…………

কেসঃ ১১
বাংলাদেশ মিলিটারী একাডেমীতে গিয়ে আমার অবস্থার ব্যাপক উন্নতি হবে বলে আশা করলাম।
সেখানে প্রচুর গাছপালা থাকায় আমার পিসটাইম শুরু হলো ভাবতেই শুনি…… আমার বড় ভাইরা আমার উপরে ভীযণ খাপ্পা
“who has told to be a naval cow?????”
………………………………………………….
নিজের ইচ্ছায় নৌবাহিনীতে যোগ দিয়াছি বিধায় আমি কিছুই বলিতে পারিলামনা……,কিছুই বলিতে পারিলাম না…………

কেসঃ ১২
৯২ থেকে আপ্রাণ চেস্টা করে ৯৮ এর মাঝামাঝি এসে প্রেমিকার মন পেলাম বলে মনে হলো।
বন্ধুদের দেখি, প্রেম শুরু করার দিন থেকেই ডেটিং, ঘোরাঘুরি…ইত্যাদি করে বেড়ায়
আমি আমার প্রেমিকার সাথে এক রিকশায় উঠতে যেতেই তার ডাইরেক্ট ডায়লগ,
“আপনি আলাদা রিকশায় করে আসেন”
…………………………………………………..
আমি কিছুই বুঝিতে পারিলামনা……,কিছুই বলিতে পারিলাম না…………

কেসঃ ১৩

বাংলাদেশ নৌবাহিনী আমাকে বুয়েটে পড়তে পাঠিয়েছিলো। বুয়েটে পড়ার সময়ে আমার ছোটভাই (জুনায়েদ কবীর, ঝকক,১৭৭৪,১৯৯৫-২০০১) আমার কাছে বেশ কিছুদিন ছিলো। বৃহস্পতিবার…শুক্রবার…সুযোগ পেলেই ও আর আমার পাশের রুমের জুয়েইল্যা (যারে নিয়া কবীর “ক্যাডেট না হইয়াও” লেখাটা লিখেছে…) নিউমার্কেটে যায়…,আর ফিরে এসে দুইজন মিলে আমাকে খ্যাপায় “তুমি তো বস প্রেম কইরা ফাইস্যা গেছ, তুমি আর কি মা* দেখবা!!!!!!!”
তবুও আমি অবিচল।
একদিন আমার প্রেমিকাকে একটা ড্রেস গিফট হিসাবে কিনে দেব ভেবে একা একাই গাউসিয়াতে গেলাম।
কপাল খারাপ, ঈদের মরশুম………,ঝামেলা হওয়ার ভয়ে আমার হাত দুইটা মাথার উপরে উঠিয়ে হাঁটতে লাগলাম।
হঠাৎ উপলব্ধি করলাম, আমার ইজ্জতের উপরে জনৈক সুন্দরী হামলা চালিয়ে দিয়ে আমাকে ক্রস করলো!!
রাগে, হতাশায়, দুঃখে ফিরে তাকাতেই দেখি সেই সুন্দরী আমাকে eye-kill করে গেলো!!!!!!!!!!!!!!!!!!!!
……………………………………………………………………………………………………………………………..
আমি আবারও কিছুই বলিতে পারিলামনা……,কিছুই বলিতে পারিলাম না…………
এই জীবনে আর কাহাকেও কিছু বলিতে পারিব বলিয়া মনে হয় না!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

৩,৩৯৬ বার দেখা হয়েছে

৩০ টি মন্তব্য : “আমি কখনোই কিছু বলিতে পারি না -২”

  1. মাহমুদ (১৯৯০-৯৬)

    জুলহাস ভাইয়ের "ইজ্জতের উপরে হামলা চালিয়ে...... eye-kill" করার জন্য সেই "সুন্দরী"র আজীবন ব্যান চাই :grr: :grr: :grr:


    There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx

    জবাব দিন
  2. নাজমুল (০২-০৮)
    “জুলহাস, তুমি এত খারাপ কেন? মহিবকে দেখেও শিখতে পার না? দেখনা, ও কত ভাল! আর তুমি কি না আমার মেয়েকে ইশারা করে কবিতা বলো”!!!!!

    উফফ ভাই মইরা গেলাম হাসতে হাসতে =)) =))
    কী অসাধারণ লেখা :clap:

    সিভিলিয়ান এক সিনিয়র

    বেচারা নেভীতে গিয়াও সিভিল ই আছে 😕
    কোচিং সেন্টার গুলা জিগাইতো তুমি কী সিভিল আমি কইতাম না ক্যাডেট B-)
    আজীবন আমরা আলাদা :grr:

    জবাব দিন
  3. রেজওয়ান (৯৯-০৫)

    ভাইস্যার আপনি এইডা কি কইলেন ????
    কমেন্ট পরে না আপনার লেখায়...??
    আরে আমরা আছি কির লইগ্যা...??
    অই রকিব কড়া কইরা এক কাপ চা দে তো...
    আইজ আছি সারা রাইত :grr:

    জবাব দিন
  4. রাশেদ (৯৯-০৫)
    হঠাৎ উপলব্ধি করলাম, আমার ইজ্জতের উপরে জনৈক সুন্দরী হামলা চালিয়ে দিয়ে আমাকে ক্রস করলো!!
    রাগে, হতাশায়, দুঃখে ফিরে তাকাতেই দেখি সেই সুন্দরী আমাকে eye-kill করে গেলো!!!!!!!!!!!!!!!!!!!!

    😀
    ছোট মানুষ বলে উপরোক্ত লাইন খানা আমি বুঝিতে পারিলাম না । বুঝাইয়া দিলে বড়ই উপকার হয়


    মানুষ তার স্বপ্নের সমান বড়

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।