কেসঃ ১
পাশের বাড়ীর লুনা (অবশ্যই কাল্পনিক নাম!!) আন্টি আমাকে খুবই পছন্দ করতেন, প্রায়ই চকলেট খেতে দিতেন…
ক্লাস থ্রিতে পড়ার সময়ে একদিন বিকেলে হঠাৎ আমি তার রুমে হাজির হয়েছি। অন্য দিন অনেক কথা বললেও ওই সময়ে তিনি কেন জানিনা আমাকে তাড়াতাড়ি তাঁর রুম থেকে বের হওয়ার জন্য তাগিদ দিচ্ছিলেন। রুম থেকে বের হওয়ার ফাঁকে খাটের উপরে একটা ছোট খাপওয়ালা মিনিশ্যাম্পুর মতন জিনিস দেখতে পেলাম। খুব অবাক হয়ে বললাম, এইটা কি?
সাথে সাথে বাথরুমের দরজার আড়াল থেকে পাশের (অন্য বাসার) মফিজ আঙ্কেল ( অবশ্যই এটাও কাল্পনিক নাম!!) বের হয়ে আমার হাত থেকে ওই আইটেমটা কেড়ে নিয়ে এবং আমাকে এক থাপ্পড় দিয়ে বললেন, দুস্ট ছেলে…, আজেবাজে জিনিস ধরো!!!!!!!!!!!!!!
……………………………………………………
আমি কিছুই বুঝিতে পারিলামনা……,কিছুই বলিতে পারিলাম না…………
কেসঃ ২
আমরা তখন ক্লাস সেভেনএ…
একদিন হঠাৎ গেমস টাইমে ফুটবল খেলতে খেলতে দেখি, আমরা যে মাঠে ফুটবল খেলছিলাম তার পাশেই রৌ** স্যার,(হা** ম্যাডামের বর) সদ্য বিবাহিত রে*** খান স্যারকে ( অবশ্যই এইগুলি কাল্পনিক নাম নয়!!!!) খুতবা দিচ্ছেন……
-‘নতুন বিয়ে করেছেন, এই জিনিসটাতো লাগবেই…খুব এলার্ট না থাকলে কিন্তু আমাদের মত ঝামেলায় পড়বেন।’
এই কথা বলে একটা ছোট খাপওয়ালা মিনিশ্যাম্পু তাঁর হাতে দিতে গিয়ে মাটিতে ফেলে দিলেন। আমি কাছে গিয়ে জিনিসটা রে*** খান স্যারের হাতে তুলে দিতে যেতেই দুজন একত্রে বকা শুরু করলেন,
-‘দুস্ট ছেলে…আজেবাজে জিনিস ধরো!!’
……………………………………………………
আমি কিছুই বুঝিতে পারিলামনা……কিছুই বলিতে পারিলাম না…………
কেসঃ ৩
তখন আমি সদ্য বিবাহিত। একদিন এক ঔষধের দোকানে গিয়ে ছোট খাপওয়ালা মিনিশ্যাম্পুর মতন জিনিসগুলি চাইলাম। দোকানদার আমাকে ওগুলির একটি প্যাকেট দেয়ার পরে আমি সেটা এক হাতে ধরে পকেট থেকে টাকা বের করছি, এমন সময় এক মহিলা পাশ থেকে আমার হাত থেকে জিনিসটা কেড়ে নিয়ে আমাকে বকতে লাগলেন,
-‘দুস্ট ছেলে…, আজেবাজে জিনিস ধরো!!!!!!!!!!!!!!’
……………………………………………………
আমি কিছুই বুঝিতে পারিলামনা……কিছুই বলিতে পারিলাম না…………
কেসঃ ৪
আমার ছেলের বয়স তখন সাড়ে তিন। এক ছুটির দিন সকালে ঘুম ভেঙ্গে উঠে দেখি, ঘাপলা করে আমি বিছানায় (বালিশের নীচে) একটা ছোট খাপওয়ালা মিনিশ্যাম্পুর মতন জিনিস রেখেছি। মনটা আরো খারাপ হল যখন ছেলে ওই জিনিসটা হাতে নিয়ে আমাকে প্রশ্ন করলো,
-‘বলো তো বাবা এইটা কি?’
আমি অবাক হবার ভান করে বললাম, ‘কি বাবা?’
ছেলে বললো, ‘তুমি এত বোকা, এইটা জানো না? এইটা হলো মিনিশ্যাম্পু!!!!!!!!!!!!!!!!!!!!!’
…………………………………………………..
আমি কিছুই বলিতে পারিলামনা……কিছুই বলিতে পারিলাম না…………
কেসঃ ৫
আমি নিশ্চিত, আমার নাতি অথবা ভাতিজা (জুনায়েদ কবীর, ঝকক,৯৫-২০০১ এর ছেলে) এইরকম একদিন একটা ছোট খাপওয়ালা মিনিশ্যাম্পুর মতন জিনিস এনে আমাকে প্রশ্ন করবে,
-‘বলো তো দাদু (অথবা চাচা) এইটা কি?’
আমি অবাক হয়ে বলবো, ‘কি দাদু (অথবা চাচা), মিনিশ্যাম্পু?’
সে আরও অবাক হয়ে বলবে, ‘শীট, তুমি এত ব্যাকডেটেড? তুমি এইটা কি তাও জানো না? এইটা হলো কনডম!!’
…………………………………………………..
আমি নিশ্চিত, আমি তখনও কিছুই বলিতে পারিব না……কিছুই বলিতে পারিব না…………
তাহলে কি আমার গাছ নামটা সার্থক!!
১ম
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:((
আমি কি দোষ কল্লাম :((
কেন বাপ, তুমি আবার কি করছো 😛 ?
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
১ম হইতে দিল না ক্যান :((
আমি খেলুম না :((
ওহ... ভাই হেব্বি হইসে লেখা... :clap:
আরো চাই আরোওওওওওওও... :awesome:
২ নম্বর টা দেন তাড়াতাড়ি 😀
ভাইজান, আন্নেরে স্বাগতম... :clap:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
বস লেখা সেইরম হইছে
আসলে কোনটা? নাকি দুটাই??
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আজকে দিনটা ভালো যাবে। সকালবেলা উঠেই একটা দম ফাটানো হাসির ব্লগ পড়লাম।
স্বাগতম জুলহাস ভাই। ভালো থাকবেন।
অফ টপিকঃ ঝিনাইদহকে পিছনে ফেলছিলাম ওবায়দুল্লাহ ভাইয়ের ব্যাপক ব্লগানিতে। আর বোধহয় লিড ধইরা রাখা গেল না।
প্রথম লেখাতেই অবিবাহিতদের (অবশ্য যারা যারা অবিবাহিত হয়েও শ্যাম্পু ব্যবহার করেছেন তাদের কথা আলাদা... :-B ) দীর্ঘশ্বাস বাড়ানোর জন্য তোর ব্যান চাই... x-(
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
😮 😮 😮
মানে কি ????????????
😕 😕
ঐ ব্যাটা, তোর আইজ কি হইছে??? x-(
কোন কথাই দেখি বুঝস না... :thumbdown:
আমি ব্যান চাইছি জুলহাস ভাইএর...ঠিকাছে??? :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
না মানে আমি কইতে চাইসিলাম যে
এইডা কি দিলেন 😕 😕
🙁 🙁
আমারে নিয়া খ্রাপ ইঙ্গিত দেওয়ার জন্য জুনা ভাইয়ের ভ্যাঞ্চাই x-(
মাসরুফ?????? 😮
এইটা কি বললা??? 😮
তুমি কি বিবাহিত না হইয়াও শ্যাম্পু ব্যবহারকারীদের দলে??? 🙁
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:just: :pira: ভাই এইটা কি দিলেন :khekz:
আবার জিগায়!
চোর নিজেই 'পুলিশ' 'পুলিশ' করতেসে... 😀
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
ওরে!!
জুলহাস ভাই তো পুরা ফ্লাইং স্টার্ট করসেন। 😀
ব্লগে স্বাগতম বস। এইখানে কোন কিছু বলায় কোন দোষ হবেনা এইটুকু শিওর ;;;
সাতেও নাই, পাঁচেও নাই
গুরু ফাটাফাটি :awesome: :awesome: :awesome: :awesome: ।
Life is Mad.
আমারে দিয়া ইউজুইয়ালি লেখা হয় না :chup:
কিন্তু এইখানে সবাইরে লেখালেখি করতে দেইখা ইট্টু সাহস হইছে :ahem:
লেখা খারাপ লাগলে সানাউল্লাহ ভাই (এলাইভ সিনিয়র মোস্ট অফ দি ব্লগ) বলার আগেই আমি :frontroll: শুরু করতে রাজী আছি
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
জুলহাস ভাই,
েফাউদ্দৌলা খান স্যার,ৌশন স্যার আর ালিমা ম্যাডাম তিনজনই আমাকে খুব স্নেহ করতেন।উনাদের কথা মুনে করায়া আমারে নস্টালজিক করার অফ্রাধে আপনার ভ্যাঞ্চাই 😀
শুণ্যস্থান পূরণ করঃ-(৩*৫=১৫)
উঃর,র,হা
১৫/১৫ :clap:
জুলহাস ভাইয়ের লেখাতে (কেস-২ দ্রষ্টব্য) স্যার ম্যাডামদের নামের বাকি উহ্য অংশটুকু ফাঁস করে দেয়ার জন্য মাস্ফুর ব্যান চাই 😡
🙁 মামা হইয়া ভাইগ্নার ভ্যাঞ্চাওয়ারফ্রাধে-আপ্নার্ভ্যাঞ্চাই
লেখা তো ফাটাফাটি। ব্লগে স্বাগতম। অহন ১০টা কি জানি দিতে হয়? তুমি তো জানোই!!
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আহ ব্লগ তো গাছে গাছে বনান্বিত হয়া যাইতাছে,দেখলেই সুখ সুখ ঠ্যাকে :shy:
দেশে শুনি 'দিন বদলের দিন' শুরু হইছে। আশা করি দেশ "গাছে গাছে বনান্বিত" হতেই থাকুক......
জটিল মজা পাইলাম জুলহাস ভাই :guitar:
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
:shy: :shy: :shy: ইয়ে মানে আমিও পাশের ফ্ল্যাটের সংবাদ পাঠিকা বীথি আন্টিকে(দেখলে আন্টি না মনে হইয়া আপু আপু লাগে) খুব পছন্দ করি :shy: :shy: :shy:
🙁 আম্মু বলছে এইসব কথা না শুনতে 🙁
ইয়েস বস!salute: !!!!!!!!!!!! ওকে বস!:salute:!!!!!!!!!!
:frontroll:
:frontroll:
:frontroll:
:frontroll:
:frontroll:
:frontroll:
একসাথে আরও দিলে বোধহয় এডু আর মডু ভাইয়ারা মাইন্ড খাইবে।
পরে আবারও দিমু বস, কিরা!!!!!!!!!! :
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
না না আমি খুব মানবিক সিনিয়র। ১০টার বেশি আপাততঃ লাগবে না। 😀
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
বেয়াদ্দপ জুলহাস! আমার অফিসে স্কেল-এ নিয়া ফলিন! :chup: :chup: 😡
কেমন লাগে??? 😛
বস, পাঙ্গানী দেন...সব নেভাল পানি বাইর কইরা দেন... :grr:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ধুর, মনেই ছিলো না, বাসায় শ্যাম্পু শেষ হইয়া গেছে। যাই কয়েক প্যাকেট নিয়া আসি। 😉 জুলহাস ভাই মনে করাইয়া দেবার জন্যে থ্যাঙ্কস। 😉
ইয়ে মানে এইটা খুশকি দূর করার শ্যাম্পু। ক্লিনিক অল ক্লিয়ার। 😀 😀
ও হ্যাঁ। স্বাগতম জুলহাস ভাই।
ওই রকিব, ভালো কইরা দুধ চিনি দিয়া একটা চা দে জুলহাস ভাইরে। 😉
পত্থম দিনই উনার কাছে আমার ইজ্জতের ফালুদা বানাইলেন, যাউকগা। জুলহাস ভাই, আপনার চা, জুনায়েদ ভাই চিনি দিতে মানা করছে, আপনার নাকি ডাইবেটিক্স আছে!! 😀 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
প্যাকেট এর কি দরকার ;;;
ডাইরেক্ট একটা বোওতল কিনলেও তো হয় নাকি ???
:grr:
জুলহাস ভাই অনেক্ষন ধইরা হাসতেছি। ভাই মিরা গেলাম, আমারে বাচান।
অফ টপিকঃ স্বাগতম
😛 কী লিখছেন 😛
🙁 আমি তো বুঝলামনা একদম ছোট ছেলে আমি 🙁
তবে সাগতম
ভাই,
ইটা কিদলিন কিদলিন!!! :khekz:
:just: মিরা গিলাম...
আপনি বস, জুনায়েদের চেয়েও বড় একটা 'বস্তু' :hatsoff:
(ইয়ে...মানে...সিনিয়রকে তো আর সরাসরি 'বস্তু'র প্রচলিত বাংলাটা বলতে পারিনা...তাই সম্মানসূচক অর্থে... 😀 )
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
মিয়া, আরও তো মাছ ধরতে গেছিলাম বইলা কয়দিন "নাই"না!!!!!! :shy: B-)
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
ব্লগে hatsস্বাগতম জুলহাস ভাই :boss:
লেখা পড়ে মিজাক পিলুম 😀
বাপ্রে বাপ...এত্ত গুলা কমেন্ট আর সাড়া পাইয়াও আপনি বলেন প্রথম লেখায় উল্লেখযোগ্য সাড়া পান্নাই...???
😕 😕
তাইলে আমার কি হবে গো :(( :((
ব্লগে নতুন কমেন্ট খেকোর আমদানি হইছে... 😛
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আমি আসলে এইটাই কইতে চাইছিলাম 😛 😛
কি আর হবে রে ভাই, প্রেম, বিরহ, লদকা লদকি প্রেম, আবার বিরহ, বিবাহ, বউ...বাচ্চা..., পরকীয়া...সবশেষে....রামধধধধধধধধরররররররররররাআআ!!!!!!!!!!! :grr: :grr: :grr: 😉 😉 😉 =)) =)) =)) :grr:
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
স্বাগতম বড় ভাই ।
কঠিন পোস্ট দিসেন । :just: :pira:
জুলহাস ভাই পুরাই ঝিকিঝিকি পমপম B-)
অফ টপিক-ঝিকিঝিকি পমপম কি তা জানতে টুশকি পড়ুন 😛
সব কিইছু সরাসরি বলতে হয় না।
হ মিয়া, তোমারে কইসে!!!!!!!!!!!!!!!!!!!১১ :grr: :grr: :grr:
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
ওফফফ!! :khekz: :khekz: :khekz: :pira:
জুলহাস ভাই আপনি না একটা ইয়ে.. 😛
কিয়ে??
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
কটঠিন দিছ।
মনে হইতেছে জুনায়েদ আর তুমি একই হাড়ির ভাত খাও মাঝেমাঝে।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ভাইজান, এইডা কি কন, আমি না ওর বড়?? 😛 😛
বরং কইতে পারেন......আমার আইস্টা হাঁড়িতে দাদা (জুনায়েদ কবীর) হয়তো মাঝে মাঝে......!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! :grr: :grr: :grr:
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
জুলহাস ভাই, এই জটিল লেখা দিয়া সিসিবিতে ওপেনিং করায় :salute: সহ স্বাগতম :hatsoff: :hatsoff: চা খাইছেন বস্ ? :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!