হাজার মানুষ- সেই মানুষের হাজার রকম শখ
কেউ হতে চায় প্রকৌশলী কেউ বা চিকিৎসক।
আমার কেবল একটা চাওয়া- মানুষ হতে চাই
মানুষ হওয়ার জন্যে আমি মানুষ খুঁজে যাই।
মানুষ হয়ে জন্ম নিলেই যায় না মানুষ হওয়া
মানুষ হয়েও তাই এ আমার নিঃস্ব হয়ে রওয়া।
মানুষ হয়ে জন্ম তো হয় মানুষ হওয়ার তরে
মানুষ হওয়ার স্বপ্ন কবে জাগবে ঘরে ঘরে?

![MPj03875520000[1]](http://www.cadetcollegeblog.com/wp-content/uploads/2010/09/MPj038755200001-214x300.jpg)

