তুমি প্রেম দিলে
মাতাল হবো;অট্টহাসিতে বিদীর্ণ করে
মেঘলা আকাশ সিঁড়ি গড়ে দেব বুকের পাঁজড়ে!
তুমি প্রেম দিলে
আগুন হবো;ঘোর অমানিশা জ্বালিয়ে দেবো
লেলিহান শিখা দাবানলে ছুড়ে অতীত পোড়াবো!
তুমি প্রেম দিলে
জোৎস্নার রাতে একা পাড়ি দেবো আটলান্টিক
নীল চাঁদ ভেঙে ছড়িয়ে দেবো রূপোলী সাগরে!
তুমি প্রেম দিলে
কাশবনে একা রাজহাস হবো;তোমার পায়ের
নিকটে থাকবো চিরকাল প্রেমী ভৃত্যের মতো!
তুমি প্রেম দিলে
এক আদেশেই পৃথিবীর যত যুদ্ধ-বিভেদ
রক্তক্ষরণ,মানুষ হত্যা থামিয়ে দেবো!
তুমি প্রেম দিলে
সুপুরুষ হবো;আর তুমি হবে পাটরাণী মোর
ডান বাহুতে জড়িয়ে রাখবো রাজপ্রাসাদে!
তুমি প্রেম দিলে
মেঝেতে বিছিয়ে শীতলপাটি আমি ঘুমোবো
তুমি পাশে বসে বাতাস করবে এক অবেলায়!
তুমি প্রেম দিলে
গভীর রাত্রে একা জেগে উঠে যে বেদনায় আর
ঘুম আসে না-তাই মুছে দেবো ভালোবেসেবেসে!
তুমি প্রেম দিলে
সুস্থির হবো,শান্ত হবো;অনেক ঝড়ের
যাত্রা শেষে নোঙর করবো তোমার বন্দরে!
অনেকটা "যদি ভালবাসা পাই" এর মতন লাগলো ......
অফ টপিক ---------- ১৩৪৮ কার ক্যাডেট নম্বর ????
ক্লাস ইলেভেনের মেঘনা হাউসের ক্যাডেট বারী...কেন ভাইয়া...কী করসে?
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
চান্সে একটু পামপট্টি দিয়া কাজ করায়া নেওয়ার বুদ্ধি 😀
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"