স্নানপর্ব-৬

তেরচা এসে
বৃষ্টির বেশে
ঝাঁপিয়ে’
(তার)
শরীরভরা
বিষণ্ণতা
কাঁপিয়ে

এঁকেবেঁকে
নামছিলো;

ঠিক তখন।
ফোঁটাগুলো শুনতে
পেলো
সাবানটির
ফেনিল
কথোপকথন:
মেয়ে তুমি
এবারো,
গোপনে
অবিরাম
কান্না
ঝরাতে পারো……

৪,৫৭৯ বার দেখা হয়েছে

৩৪ টি মন্তব্য : “স্নানপর্ব-৬”

    • তন্ময় (২০০৬-২০১২)

      নূপুরদা,আপনার লেখায় কমেন্ট করার সাহস নেই।শুধু এইটুকুই বলব আমার অসংখ্য রাত্রিজাগরনের মাঝে আপনার এই কবিতাটা একটা বিরাট ব্যাতিক্রম এনেছে।হয়তবা,না ভুল বললাম হয়তবা নয় বাস্তবিকই আগামি অনেক দিনের জন্য এই প্রথম হওয়ার দৌড়টাকে অনেক বেশি মিস করব।অনেক কান্না অনেক হাহাকার যদিও দুনিয়ার কতটাইবা দেখেছি তবুও অনেকটা শুন্যতা ঢেকে দিয়েছে ccb.আপনার ব্লগ এ সেই সকল শ্রদ্ধেয় বড় ভাই এবং আপুদের ধন্যবাদ জানাচ্ছি।ক্লাস সেভেন এইটে সিনিয়র দেখলে রাগ লাগত....সত্তি বলছি সেই রাগ কবে জল হয়ে গেছে.এখন আছে শুধুও শ্রদ্ধা. :boss: ।আপনার লিখায় ব্যাক্তিগত কমেন্টস করার জন্য দুঃখিত কিন্তু সত্তিই আর কোনো উপায় ছিলনা কথাগুল বলার।কারন আমাদের লিখা বন্ধ।প্রথম প্রথম আমার খুব অভিমান হয়েছিল।কিন্তু আজ এই মুহূর্তে আমি বুঝতে পারছি আপনারা যা করেছেন,আমাদের ভালর জন্যই করেছেন।অনেক বড় কমেন্ট হয়ে গেল।আগেই দিয়া লই :frontroll: :frontroll: :frontroll:


      চলো বহুদুর.........

      জবাব দিন
  1. সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)

    cell theke login korechi,tai bangla font use korte parchina,dada.kintu apnar lekha pore comment korar lov ta o samlate parlam na.ofa directory gheteo apnar email ta jogar korte parlam na.janina dhrishtota hocche naki beyadopi...tobu sahos kore cheyei feli.dada apnar email address ta ki dewa jay?


    You cannot hangout with negative people and expect a positive life.

    জবাব দিন
  2. কামরুল হাসান (৯৪-০০)

    নূপুর দা'র কবিতা পড়ে তো আর মুগ্ধতা না জানিয়ে থাকা যায় না।

    বেশ নিয়মিত লিখছেন দেখে কিন্তু ভয় হচ্ছে, আবার লম্বা সময়ের জন্য ডুব দিবেন... 😛


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  3. ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)

    নুপুর দা,
    আপনি যাদুকর মশাই।
    টুকরো টুকরো করে ডেলিভারি দিয়ে এক সুতোয় অভিন্ন অনুভূতিটুকু ফুটিয়ে তুলেন।
    কবিতা পড়ার পরও অনেক ক্ষন মাথায় ঘুরপাক খেতে থাকে ভাবনাটুকু।
    :clap:


    সৈয়দ সাফী

    জবাব দিন
  4. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    স্নানপর্বের জন্য ধন্যবাদ নূপুর। আমার আবদারও ছিল। তোমার কবিতা পড়ে আবার প্রেমে পড়তে ইচ্ছে হয়!! অথবা বলতে পারো ভালোবাসার জন্যই আরেকবার জন্ম নিতে বড় স্বাদ জাগে।
    (ভাগ্যিস, তোমার ভাবী এই ব্লগে ঢুকে না! ;;; )


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  5. সাকেব (মকক) (৯৩-৯৯)

    :boss: :boss: :boss:
    আমি যদি কখনো পাবলিশার হই, স্নানপর্বের জন্য আগেভাগে বুকিং দিয়ে রাখলাম কিন্তু।


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  6. নূপুর দা, আপনার ছিপছিপে কবিতা গুলো মেদহীন। অনাহুত বাড়তি কোন শব্দের অবস্থান নেই। প্রতিটি শব্দই এক একটি লাইন যেন নিরেট একটি অর্থ প্রকাশ করে। অদ্ভুত সব মায়াজাল বিছিয়ে পাঠক মনকে আচ্ছন্ন করে।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।