মানুষ হওয়া

হাজার মানুষ- সেই মানুষের হাজার রকম  শখ
কেউ হতে চায় প্রকৌশলী কেউ বা চিকিৎসক।
আমার কেবল একটা চাওয়া- মানুষ হতে চাই
মানুষ হওয়ার জন্যে আমি মানুষ খুঁজে যাই।

মানুষ হয়ে জন্ম নিলেই যায় না মানুষ হওয়া
মানুষ হয়েও তাই এ আমার নিঃস্ব হয়ে রওয়া।
মানুষ হয়ে জন্ম তো হয়  মানুষ হওয়ার তরে
মানুষ হওয়ার  স্বপ্ন কবে জাগবে ঘরে ঘরে?

একটি মানুষ যায় না পাওয়া লক্ষ মানুষ মাঝে
একটি করে মানুষ তবু সব মানুষের মাঝে
আমি যদি সেই মানুষের ঘুম ভাঙাতে পারি
মানুষ হতে পারব আমি অনেক তাড়াতাড়ি।

অনেক অনেক পড়া দিয়ে বই খাতা মোর ভরা
কেউ কখন পড়ায়নিতো মানুষ হওয়ার পড়া।
হরেক রকম জ্ঞানের কথায় পূর্ণ বইয়ের পাতা
জায়গা কোথায়- থাকবে সেথায়- মানুষ হওয়ার কথা?

ভার্সিটিতে পড়েই যদি মানুষ হওয়া যেত
বাংলাদেশের দুর্ণীতিটা অনেক কমে যেত।
অফিসে আর আদালতে ঘুষ নিত ভাই কে?
সোনার ছেলে হওয়ার পড়া সবাই পড়েছে।

মানুষ হওয়া মানুষ হওয়ার প্রধান পুরস্কার
মানুষ হতে পারলে আবার অন্য কি দরকার?
মানুষ হতে পারলে তো নাই অন্য কোন চাওয়া
মানুষ হওয়াই মানুষ হওয়ার সবচেয়ে বড় পাওয়া।

তোমরা সবাই দোয়া কর আল্লাহতালার কাছে
মানুষ হয়ে যেন আমি পৌঁছি তাহার কাছে।
মানুষ করে দাও আমাকে হে করুণাময়-
অমানুষের কাছে যেন হয় না পরাজয়।

কথাঃ সিকদার মাহবুবুল হক
৮ ডিসেম্বর ২০০৯

১,১৮৭ বার দেখা হয়েছে

৭ টি মন্তব্য : “মানুষ হওয়া”

    • মাহবুব (১৯৯৪-২০০০)

      আসলেই মানুষ হওয়ার জন্য সাধনা প্রয়োজন।
      একটা আলোচনায় শুনেছিলাম -(মোটামুটি এই রকম) 'মানুষের মেহনত যে জিনিসে লাগে সেই জিনিস দামী হয়ে যায়।যেমন লোহার উপর মেহনত করলে তা উড়োজাহাজে পরিনত হয়। সেই লোহার দামও বেড়ে যায়। আজকে দুনিয়ায় চলছে শুধু বস্তুর উপর মেহনত। তাই বস্তুর দাম বাড়ছে।কিন্তু মানুষের দিলের উপর মেহনত হচ্ছে না । তাই মানুষের দাম কমে যাচ্ছে।'

      জবাব দিন
  1. ‘মানুষের মেহনত যে জিনিসে লাগে সেই জিনিস দামী হয়ে যায়।যেমন লোহার উপর মেহনত করলে তা উড়োজাহাজে পরিনত হয়। সেই লোহার দামও বেড়ে যায়। আজকে দুনিয়ায় চলছে শুধু বস্তুর উপর মেহনত। তাই বস্তুর দাম বাড়ছে।কিন্তু মানুষের দিলের উপর মেহনত হচ্ছে না । তাই মানুষের দাম কমে যাচ্ছে।’ :thumbup:

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।