ভয়ংকর ঝড়

পাঠ্য বই ছাড়া শুধু নুপুরদা আর জিতু আপুর লেখা কিছু কবিতা – ব্যাস……এই আমার কবিতা পাঠের ইতিবৃত্ত । তাই কিছু লিখতে গেলে খুব ভয় হয়……ছন্দ, অন্তমিল, মাত্রা……কত কী সব আছে যেগুলো কোনদিন ভেবেও দেখিনি । আবার ভাবি……এটা তো আমার ব্লগ । আমাদের ব্লগ । এখানেই যদি মনের কথা না বলি…তাহলে আর জায়গা কোথায় ??????? তাই কিছু মনে হতেই আবার কী-বোর্ডে হাত রাখলাম

ধ্বক….ধ্বক……..ধ্বক….উহ !
ভয় হচ্ছে যেন চেঁচিয়ে উঠব আমি ব্যথায়
কী বেগেই না ছুটছে হৃৎপিন্ড আজ
আমি কুঁকড়ে আছি আশংকায়………

ঠিক আছোতো তুমি? আবার কোথায় হারালে ?
কি আছে ? ওধারে, ওপাশে ? দেয়ালের আড়ালে ?
ত্রস্ত পায়ে ছুটি আমি……ভয়ানক ক্ষিপ্রতায়
এইতো তুমি । হাসছ, জিতেছ লুকোচুরি খেলায় ।
কী শান্তি ! আহ ! অক্ষত তুমি দাঁড়িয়ে এইতো সামনে
দুলে ওঠে সারা পৃথিবী আমার তোমায় দেখার আনন্দে ।
“কী নির্লজ্জ আমি ” -হয়তোবা ভাবছ আমায় দেখে
চেয়ে আছি তবু তোমারই দিকে পিপাসার্ত চোখে ।

উহ ! “ইয়া খোদা ! ইয়া রাহমানির রাহিম!
দয়া কর । আমি যে আজ অসহায়…… দীন।
তাকালে ও চোখে প্রশান্ত মন কুঁকড়ায় লজ্জাতে
না তাকালে ক্ষত-বিক্ষত হই নিজেরই অজান্তে ।”
বোঝনা তুমি ? সব দেখেও হাসছ ! কী নির্ভার !!
এদিকে অজানা ঝড়ে এলোমেলো জীবন আমার ।

১,৩৫৬ বার দেখা হয়েছে

১৫ টি মন্তব্য : “ভয়ংকর ঝড়”

  1. ইফতেখার (৯৯-০৫)

    কবি আবু রইস এইটা পাইলে রোস্টার্ন-এর উপর তার অবর্ণণীয় ভারি দেহখানার পুরা ওজনটা রাইখা কবিতাটা ক্যাম্নে আবৃতি কইরা শুনাইতো সেইটাই চিন্তা করতেসি। 😛
    :dreamy: :dreamy: :dreamy: :dreamy:

    জবাব দিন
  2. শাহরিয়ার (২০০৪-২০১০)

    কবি আবু রইস কেডা? :-/ :-/
    কবিতা চ্রম হইসে...আবৃত্তির 😡 জন্য পারফেক্ট!
    হৃতপিন্ড =হৃৎপিন্ড
    লুকোচুড়ি=লুকোচুরি
    :party: :party:


    People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.

    জবাব দিন
  3. ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১)

    আমিও এখন আর তেমন কবিতা পড়ি না যদিও এক সময় পড়তাম। তোমার কবিতায় কেমন জানি একটা বাংলা ছবি বাংলা ছবি গন্ধ পেলাম। আমার ভুলও হতে পারে।


    “Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
    ― Mahatma Gandhi

    জবাব দিন
  4. সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)

    কবিতাটা পড়ে মনে হল ইংরেজী তে লেখা হলে রিসাইটেশন করা যেত খুব সুন্দর করে। আমার মত সাধারণ পাঠকের জন্য মনে হয় কবিতার ভাবটা একটু ভারি হয়ে গেছে, নাকি আমার ভাবই হালকা? কি জানি!


    You cannot hangout with negative people and expect a positive life.

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।