দুটো লাইন লিখব,
একটা তোমাকে নিয়ে, আর একটা-
আমাকে নিয়ে ।
তিন নম্বর লাইন টা হবে ভালোবাসা।
‘জোয়ার-ভাটা, পূর্ণিমা- অমাবশ্যা
আর কখনো মরুভূমির শঠতা !’
কুয়াশা ভেজা ঝিরঝির বাতাসে
কোমল চাঁদের আলো
আর উঠোনের পূব কোণে লেবু তলার অন্ধকারে
মিটমিট জোনাক পোঁকার মৌণ ভালোবাসা..
মাঝে মাঝে নিঃসঙ্গ বাতাসে ঝড় তুলে
দুঃস্বপ্নে আসে মৃত্যুর পরোয়ানা-
আমাকে মরতে দিও না প্রিয়তমা।
বিস্তারিত»
