আজ বার বার তোমাকে মনে পড়ে –
যেমন করে বাসতে ভালো
বুকে জড়িয়ে ধরে।
অথবা হরিনী চোখের ইশারায়
ডাকতে আমায় আপন করে।
যেমন করে রাখতে বেঁধে
অদ্ভুত এক মায়ার ডোরে।
কিংবা আমার উপর অভিমানে
দুচোখ আসত জলে ভরে।
ক্ষনে ক্ষনে মনে পড়ে –
যেমন করে করতে শাসন
অজানা কোন অধিকারে।