খোলাছাদে এই যে বৃষ্টির কণাগুলো
অবিরল শরীর ছুঁয়ে
মুখ ঠোঁট বুক চুঁয়ে
নেমে যায়
কবেকার কোন্ পাহাড়ি মেয়ের
উদ্গত অশ্রুগাঁথা নিয়ে,
কে জানে।
আমি শুধু লম্বমান।
ভিজে চলি
বালিকার তীব্র অভিমানে।
এদিকে কান্নাগুলো
কখন চুপিচুপি
ছাদের থেকে নেমে
নালা-নদী হয়ে
চলে গেছে সমুদ্রের কোলে।
মেয়েটি?
ততক্ষণে চোখ মুছে নিয়ে
আকাশের নীল খাম ছিঁড়ে
মেঘের ফেরত-চিঠি খোলে……..
১৯ টি মন্তব্য : “বৃষ্টি-৭”
মন্তব্য করুন
😀
dada,pc theke chuti niechi kichudiner jonno,tai banglate likhte parchina.
Keno jeno ei lekhati pore monta faka hoe gelo....sei shunnosthan puron kore nilo ekrash bishad.
Ekhanei hoyto kobir sharthokota.
You cannot hangout with negative people and expect a positive life.
পিসির কি শরীর খারাপ?
বলো কি, লেখাটা পড়ে বিষাদ এলো মনে?
আমি তো ভাবলাম চোখ মুছে নিয়েছে বলে মন-টন ভালো হয়ে যাবে চারদিক....
সুন্দর :clap:
যেটা বুঝলাম সেটা হলো বাংলা শব্দের ভালো ভান্ডার রয়েছে আপনার মস্তিষ্কের নিউরণে নিউরণে। এতো শব্দ জমালেন কী করে?
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
বুকের ভেতর কোথায় যেন 'ফজর-ওয়াক্তের' শুন্যতা অনুভব করছি !!!
হুম্ম্.....
ফজর ওয়াক্তে ছাদে বৃষ্টি,অভিমান.... এরকম কোন কাহিনী আছে মনে হচ্ছে রিফাত!
না ভাই ফজর-ওয়াক্তের কোনো সুখকর কাহিনী নাই...কিছুদিন আগে ওই সময়ে ১ টা মোবাইল চুরি গেছে....আসলে ওই সময় চারপাশ বড় বেশি শূন্য থাকে...!!
আ হা রে!
যাক, ছিনতাইকারীর পাল্লায় পড়োনাই, বাঁইচা গেসো...।
হ্যালো ওয়াহিদা,
তোমার মন্তব্যে প্রাণিত আর সম্মানিত বোধ করছি...
তোমার মতো গদ্য লিখতে পারিনা, তাই ফাঁকিবাজি
দিয়ে চালাচ্ছি আর কি।
এখানে তোমার পোস্টে মন্তব্য পড়ে আর সুদীপার কাছ থেকে জানতে পারলাম ( "আপনি শান্তাকে চিনলেন কেমনে?' এই ছিলো ওর প্রশ্ন... হা হা হা) তোমার নাম শান্তা, তাই পরের বার থেকে শান্তাই বলবো তোমাকে। ওকে?
নুপুর দা,
আপনার লেখা পড়ে একেবারে কাকভেজা হয়ে গেলাম।
নীল খামের চিঠিতে সোনালী সূর্যের আহবান নিয়ে গেলাম।
:clap:
সৈয়দ সাফী
:guitar: :guitar: :guitar:
বৃষ্টির এই দিনগুলোতে এসব কবিতা ভাল লাগে।
এরপরের কবিতায় fall এর চোখ জুড়ানো রঙিন সৌন্দর্যের মাঝে একটি কমলা রঙের শাড়ি পরিহিতার বর্ণনা দিয়ে লিখা যাবে কি? অনেক অনেক আইডিয়া মাথায় কিলবিল করে.... ছেলে হয়ে জন্মালে হয়ত লিখার অবাধ স্বাধীনতা পেতাম।
fall এর সৌন্দর্য এখনো দেখা হয়নি আমার।
একবার দেখে চোখ জুড়িয়ে নি।
অনেক যে আইডিয়াগুলো কিলবিল করছে
তাদের কিল না করে লিখে ফেলো...
মেয়ে হয়েছো বলে সৌন্দর্য অনুভব করবার
একটা অনন্য হৃদয় পেয়েছো, এটা মনে হয়না তোমার?
যেটা ছেলে হয়ে জন্মালে ঠিক সেভাবে পেতেনা?
নূপুর ভাই, পরের বৃষ্টি পর্বে আনন্দের জলধারা চাই। যদিও আপনার মোহময় শব্দানুভূতির প্রকাশে বিষাদাক্রান্ত সপ্তম বারিধারাও চমকে দিচ্ছে পঠনে, তবুও লম্বমান হতে চাই অষ্টমানন্দে।
সংসারে প্রবল বৈরাগ্য!
খুব ভাল্লাগে এমন করে বললে।
বেপরোয়া লিখতে ইচ্ছে করে।
পরিশ্রমী লিখিয়ে হতে উৎসাহ পাই....
বস, বাংলায় লেটার ছিল নিশ্চয়ই?
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
আমিও একই কথা ভাবতেসিলাম জানো!
আর লেটার! 🙁 টাইনা টুইনা 'এপ্লিকেশন' নিয়াই খুশি থাকতে হইসে,'লেটার' পর্যন্ত যাইতে হয়নাই 😛
সংসারে প্রবল বৈরাগ্য!