কলেজ এর সাহিত্য সাময়িকী তে একবার টুক্লিফাইং করে এক কবিতা দিছিলাম। সেইটা ছাপা হওয়াতে খুব মজা পাইছিলাম। তবে এবার নিজেই একটা লিখছি। তবে এটা কবিতে হইছে কি না এখনও সন্দেহ আছে আমার। এই জন্য শিরোনাম এ কবিতা কথাটা উল্লখ করি নাই। যাউকগা ছাইড়া দিলাম সবার সামনে।
দ্বন্দ্ব
না,
নাটোরের বনলতা সেনের কথা বলছি না।
যার বর্ণনা দিয়ে স্মরণীয় হয়ে গেছেন কবি।
মমতাজের কথাও নয়।
যার জন্য তৈরী হয়েছে সপ্তমাশ্চর্যের একটি।
যার কথা বলছি সে এখনও খুব সাধারণ একজন।
কারণ তার জীবনে জীবনানন্দ বা সম্রাট শাহজাহান এর মত কেউ আসে নি।
তাই হয়ত তাকে নিয়ে লিখা হয় নি কোন কবিতা
তৈরী হয় নি কোন আশ্চর্য কীর্তি।
তুমি কি সাধারণ একজন?
জানি না আমি-
এটুকু জানি যে,
তোমার ঠোঁটের কোণের এক চিলতে মিষ্টি হাসি
থামিয়ে দিতে পারে মহাযুদ্ধ।
তোমার হাতের স্পর্শ, নির্জীব মনের বাগানে
রাশি রাশি ফুল ফোটায়।
তোমার রূপ, ঘোর অমাবশ্যার নিশিতে
রবির কিরণ ছড়ায়।
তুমি কি সাধারণ একজন?
বুঝতে পারি না আমি-
তোমার সঙ্গ, পরাজিত সৈনিককে
নতুন করে যুদ্ধ জয়ের সাহস যোগায়।
তোমার চোখের এক পলক চাহনি
মনের মাঝে কামনার প্রলয়ঙ্করী ঝড় তোলে।
তোমার ভরসায় পথ হারানো পথিক
নতুন পথের জন্ম দিয়ে গন্তব্যে পৌছায়।
এর পরও কি তুমি সাধারণ?
বলব না আমি।
হে হৃদয় নন্দিনী-
আফসোস, তোমার মূল্যায়ন পেলে না তুমি।
গো---ওওও--ল!
অনেকদিন পরে মনে হয় প্রথম হইলাম!
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
:teacup: খান ভাই।
তাড়াতাড়ি মূল্যায়ন করো, ভাইডি...সময় গেলে সাধন হবেনা!
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
:clap: :clap:
মুহিব... এইটা আসলেই তুই 😮
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আহসান মিশন ৩ মাস এক্সটেনশন হয়েছে রে মামা। এর বহিঃপ্রকাশ এই কবিতা।
ভালো লাগলো মুহিব,
অ্যাপ্রোচের কারণে।
তবে কথা আরো কম বলেও একই বোধ, প্রকাশভঙ্গি থাকছে কি না ভাবতে পারো।
অমাবস্যা বানানটা শুধরে নিও...
ভালো থেকো,
ভালো লিখো...
ধন্যবাদ ভাইয়া। পোষ্ট করার সময় আমি আপনার কথা ভাবেছিলাম। আমি মনে মনে আপনার একটা কমেন্ট আশা করেছিলাম। আপনার কমেন্ট পেয়ে ভালো লাগছে খুব।
থ্যাংকস মুহিব।
পরের লেখাটাও ঝটপট লিখে ফেলো।
ahha...amare o keu mullayon korlo na. (kannar emo)
You cannot hangout with negative people and expect a positive life.
muhibbul,amar kache odvut sundor legeche.sohoj soja sapta kothay hoyto kobitar vab khunno hote pare, kintu amar ei sorolota o khub valo lage jodi moner vab ta sohoj kotha-malay prokash kora jay.
You cannot hangout with negative people and expect a positive life.
ধন্যবাদ জিতু আপু। তবে ২য় কবিতা আমি কবে লিখতে পারব জানি না। ১ম টা লিখতে তো ২৫ বছর এর বেশি সময় লাগিয়ে দিলাম।
muhibbul,amar kache odvut sundor legeche tomar prokashvongir sorolota.
You cannot hangout with negative people and expect a positive life.
ঐ
Odvut shundor legeche apnar prokash vongir sorolota 🙂
Amake keu mullaeon korlona 🙁
......এইটা তো দেখি সিরামমম হইছে॥ :clap: :clap: :clap:
......পরথম তো মনেই হইতাছে না।
মুহিব ভাই, ভাবছিলাম আপনের লেখা পইড়া হাসতে হাসতে গড়াইয়া পরুম, মাগার আপনে এমন সুন্দর রোমান্টিক কবিতা লিখছেন দেইখা 😮 😮 আসলে পৃথিবীর অনেক কিছুই দেখা বাকী রয়ে গেছে
আপনার ১ম কবিতার জন্য :salute: :salute:
:awesome: :awesome: সিসিআর
বুঝছ না কেন...... বিয়ের বয়স হইছে তো। এগুলা হইল তার লক্ষণ। :goragori:
দোস্ত, ভাল্লাগছে..।
তবে তোর জন্য শুভকাজ করাটা তো জরুরী মনে হয়...।
শুভস্য শীঘ্রম....।
দোস্ত ধন্যবাদ। ইনশাল্লাহ দেশে এসে নেই। শুভ কাজে না কি দেরী করতে নাই।