স্ব-রচিত প্রথম

কলেজ এর সাহিত্য সাময়িকী তে একবার টুক্লিফাইং করে এক কবিতা দিছিলাম। সেইটা ছাপা হওয়াতে খুব মজা পাইছিলাম। তবে এবার নিজেই একটা লিখছি। তবে এটা কবিতে হইছে কি না এখনও সন্দেহ আছে আমার। এই জন্য শিরোনাম এ কবিতা কথাটা উল্লখ করি নাই। যাউকগা ছাইড়া দিলাম সবার সামনে।

দ্বন্দ্ব

না,
নাটোরের বনলতা সেনের কথা বলছি না।
যার বর্ণনা দিয়ে স্মরণীয় হয়ে গেছেন কবি।
মমতাজের কথাও নয়।
যার জন্য তৈরী হয়েছে সপ্তমাশ্চর্যের একটি।
যার কথা বলছি সে এখনও খুব সাধারণ একজন।
কারণ তার জীবনে জীবনানন্দ বা সম্রাট শাহজাহান এর মত কেউ আসে নি।
তাই হয়ত তাকে নিয়ে লিখা হয় নি কোন কবিতা
তৈরী হয় নি কোন আশ্চর্য কীর্তি।
তুমি কি সাধারণ একজন?
জানি না আমি-
এটুকু জানি যে,
তোমার ঠোঁটের কোণের এক চিলতে মিষ্টি হাসি
থামিয়ে দিতে পারে মহাযুদ্ধ।
তোমার হাতের স্পর্শ, নির্জীব মনের বাগানে
রাশি রাশি ফুল ফোটায়।
তোমার রূপ, ঘোর অমাবশ্যার নিশিতে
রবির কিরণ ছড়ায়।
তুমি কি সাধারণ একজন?
বুঝতে পারি না আমি-
তোমার সঙ্গ, পরাজিত সৈনিককে
নতুন করে যুদ্ধ জয়ের সাহস যোগায়।
তোমার চোখের এক পলক চাহনি
মনের মাঝে কামনার প্রলয়ঙ্করী ঝড় তোলে।
তোমার ভরসায় পথ হারানো পথিক
নতুন পথের জন্ম দিয়ে গন্তব্যে পৌছায়।
এর পরও কি তুমি সাধারণ?
বলব না আমি।
হে হৃদয় নন্দিনী-
আফসোস, তোমার মূল্যায়ন পেলে না তুমি।

১,২৫০ বার দেখা হয়েছে

২০ টি মন্তব্য : “স্ব-রচিত প্রথম”

  1. সাকেব (মকক) (৯৩-৯৯)
    হে হৃদয় নন্দিনী-
    আফসোস, তোমার মূল্যায়ন পেলে না তুমি।

    তাড়াতাড়ি মূল্যায়ন করো, ভাইডি...সময় গেলে সাধন হবেনা!


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  2. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    ভালো লাগলো মুহিব,
    অ্যাপ্রোচের কারণে।
    তবে কথা আরো কম বলেও একই বোধ, প্রকাশভঙ্গি থাকছে কি না ভাবতে পারো।
    অমাবস্যা বানানটা শুধরে নিও...

    ভালো থেকো,
    ভালো লিখো...

    জবাব দিন
  3. শিবলী (১৯৯৮-২০০৪)

    মুহিব ভাই, ভাবছিলাম আপনের লেখা পইড়া হাসতে হাসতে গড়াইয়া পরুম, মাগার আপনে এমন সুন্দর রোমান্টিক কবিতা লিখছেন দেইখা 😮 😮 আসলে পৃথিবীর অনেক কিছুই দেখা বাকী রয়ে গেছে
    আপনার ১ম কবিতার জন্য :salute: :salute:
    :awesome: :awesome: সিসিআর

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।