কেবল তোমার পাপড়ি খুলে
চেয়েছিলাম জড়িয়ে দিতে
একান্ত রোদ
সেই প্রদোষে প্রেমকে ভুলে
পুড়িয়ে নিলে রাত নিশীথে
সমস্ত ক্রোধ
তোমার ছবি আঁকবো বলে
হাতে নিলাম রঙের বাটি
সাতশত রঙ
তাতেও তুমি রুষ্ট হলে
সোনার হাতে রূপোর কাঠি
বললে,”কী ঢং!”
অথচ যখন আয়নাখানি
নিখুঁত ছায়ায় তোমায় আঁকে
স্বচ্ছ কাঁচে-
নীরব থাকো;কেবল রাণী
দোষ যা কিছু আমার ডাকে
আমার কাছে!
অনেকদিন পরে পেরথম হইলাম। 😀 😀
R@fee
আমিও আছি তোর সাথে... :thumbup:
পাঁচ তারা
You cannot hangout with negative people and expect a positive life.
চমত্কার সাবলীল একটা কবিতা... :thumbup:
অসাধারণ! সিম্পলি অসাধারণ!
পাঁপড়ি: পাপড়ি
সুন্দর । পাঁচ তারা ।
:thumbup:
অনেক দিন পর একটা ভালো কবিতা পড়লাম । B-)
:thumbup: :thumbup:
চমৎকার... :clap: :clap:
এমন লেখা পড়ে কেনো জানি বার বার কবি হয়ে জন্মাতে ইচ্ছা করে ।
এইটাও একটা কবিতার মতো লাইন হইসে । :grr: