কেবল তোমার পাঁপড়ি খুলে

কেবল তোমার পাপড়ি খুলে
চেয়েছিলাম জড়িয়ে দিতে
একান্ত রোদ

সেই প্রদোষে প্রেমকে ভুলে
পুড়িয়ে নিলে রাত নিশীথে
সমস্ত ক্রোধ

তোমার ছবি আঁকবো বলে
হাতে নিলাম রঙের বাটি
সাতশত রঙ

তাতেও তুমি রুষ্ট হলে
সোনার হাতে রূপোর কাঠি
বললে,”কী ঢং!”

অথচ যখন আয়নাখানি
নিখুঁত ছায়ায় তোমায় আঁকে
স্বচ্ছ কাঁচে-

নীরব থাকো;কেবল রাণী
দোষ যা কিছু আমার ডাকে
আমার কাছে!

১,৫৬৮ বার দেখা হয়েছে

১০ টি মন্তব্য : “কেবল তোমার পাঁপড়ি খুলে”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।