আমাকে ভালবাসবার জন্যে তোমাকে পুরুষ হতে হবে।
আমার নেই প্রয়োজন নীল পদ্ম
কিম্বা
দুরন্ত ষাঁড়ের চোখে লাল কাপড় বেধে দেবার।
পুরুষ হবার জন্য
তোমাকে অসীম সাহসিকতার পরিচয় দিয়ে
রাক্ষসের প্রানভ্রমর কবজ করতে হবে না;
দিগ্বিজয়ী বীরও হতে হবে না তোমাকে।
সাহস তো জোয়ান অব আর্ক, তারামন বিবি বা
দেবী চৌধুরানীরাও দেখিয়েছিল।
দুর্গার শক্তির কাছে নাকি হার মেনেছিল
মহিষাসুরও!
তোমাকে পুরুষ হতে হলে ধরতে হবে না
রুক্ষতার ছদ্মবেশ
কিম্বা থাকতে হবে না তোমার
পাহাড়প্রমান অহংবোধ।
বলতে হবে না,
“ভাঙ্গবো কিন্তু মচকাব না”।
কারণ মচকালে তবু তো আমি যষ্ঠী হয়ে তোমার,
ঠিকই দাড় করিয়ে দেব, কিন্তু
ভাঙ্গলে নাকি ডাক্তাররাও পুরোপুরি
জোড়া লাগাতে পারে না?
কেবলমাত্র দন্ডায়মান লিঙ্গের দাপট
আর উর্বর বীর্যের বলেই তুমি পুরুষ হবে না।
তোমার দৃঢ় পুরুষালী মাংসপেশী
বা লোমশ প্রশস্ত বুক আর
ঠোটের উপর সিগারেটের আধিপত্য
তোমাকে আমার কাছে পুরুষ বানায় না।
পুরুষ হতে হলে তোমার কাছে
কেবলমাত্র থাকতে হবে পুরুষের বিশালতা ভরা এক মন।
যদি আমাকে ভালবাসতে চাও,
সে মনের রাজ্যে একমাত্র রানী করে রাখবে তুমি আমাকে।
সবরকমের ঝর-ঝাপটা-ঝঞ্ঝা থেকে
আমাকে আশ্রয় দেবার জন্য
পাকাপোক্ত সুবিশাল এক ছাদ করে দিও
আমার মাথার উপর।
বহিঃশক্তি থেকে আমাকে রক্ষা করতে
তোমার সেই রাজ্যের রক্ষী-সামন্তরা
আমাকে নিরাপত্তা দিবে চব্বিশটা ঘন্টা।
কোন ভয়, জড়তা, অধিনতা ছাড়াই
তোমার মনের রাজ্যে
আমার বিচরণ থাকবে অবাধ, সসম্মানে।
আমি রাজ্যময় ঘুরে বেড়াব, দৌড়াব, হাসব, খেলব,
ডানা মেলে উড়ে বেড়াব।
তুমি আমাকে দেবে ভালবাসার
অসীম এক আকাশ।
আর বিনিময়ে আমি তোমাকে দেব
ইউটোপিয়ার মত
অভাবহীন, ফাঙ্গা-ফাসাদ-কোন্দলমুক্ত
সুশীল, সুষ্ঠ, সমৃদ্ধ, সুখী এক রাজ্য।
যদি তুমি হও আমার ভালবাসার “পুরুষ”।
:clap: :clap: ....ভালো লাগলো।
ধন্যবাদ, আশিক ভাই।
You cannot hangout with negative people and expect a positive life.
এত্ত সুন্দর ....................এম জি সিসি রক্কস্রে! :awesome:
🙂
You cannot hangout with negative people and expect a positive life.
খুব ভাল।
পঞ্চতারা!
:clap: ভালো লাগলো।
:thumbup:
অফটপিকঃ ঈদ মোবারক আপি 🙂
:awesome: :awesome: ঈদ মোবারাক, দিহান :hug:
You cannot hangout with negative people and expect a positive life.
:hug:
:hug: এইটা মারজুকাহ মামনী'র জন্য। ( বানান হয়েছেতো? 😕 )
দিহান...তুমি আমার মেয়ের নাম জানলে কত্থেকে বলত! খুবই অবাক হলাম 😮 বানান এক্কেবারে সঠিক আছে :hug:
You cannot hangout with negative people and expect a positive life.
😀 অপেক্ষা করুন ;))
দিহান, আমি না বলেই পারছি না, তোমার সামাজিকতা বোধ যতই দেখছি, ততই অবাক হচ্ছি। :hug:
You cannot hangout with negative people and expect a positive life.
:shy: :shy:
দারুন আপু :clap: :clap: :clap:
ধন্যবাদ, তাসনিম 🙂
You cannot hangout with negative people and expect a positive life.
কি নির্মোহ সত্য, তাই না? ঐ নিরাপত্তা আর নিশ্চয়তাটুকুই যে পরম আরাধনা!!! তথাপি কেন এত ভনিতা? :clap:
সত্যি শিশির, এই সামান্য চাওয়াটা পূরণ করতে পারলেই "সেই মানুষটি" অনেক বেশিই শ্রদ্ধাভাজন হয়ে যায় মেয়েদের কাছে।
You cannot hangout with negative people and expect a positive life.
😮 😮
টান্টু, এতোখন হা করে ক্তহাইকো না, মাছু ঢুকে যাবে মুখে :khekz:
You cannot hangout with negative people and expect a positive life.
সুন্দর কবিতা। কিন্তু ডিমান্ড একটু বেশী হয়ে গেল না? হাজার হলেও 'পুরুষ'ও তো মানুষ - ভুল ত্রুটি নিয়েই সে মানুষ। একটু ক্ষমা সুন্দর চোখে দেখলে ক্ষতি কি? আর মাঝে মাঝে কিছু 'ডিসকাউন্টের' ব্যবস্থা থাকলে কেমন হয়?
:thumbup: :thumbup: :thumbup:
শহীদ ভাই, সত্য বলেছেন।
কবিতা সুন্দর হইছে আপু।
অফটপিকঃ ঈদ মোবারক আর সালামির কথা কি মুখ খুলে বলতে হবে??
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
কিবরিয়া, বেশি বাড়সোছ তুই 😡 😡 😡
সেলামি ক্যানসেল :gulli:
You cannot hangout with negative people and expect a positive life.
শহীদ ভাই, পুরাটাই তো ডিসকাউন্টে ছেড়ে দিলাম, আরো???
You cannot hangout with negative people and expect a positive life.
এত সুন্দর করে চিন্তা করেন পারেন কিভাবে ? হিংসা হয়......ভীষণ :boss: :boss: :boss:
শিবলী, আমার তো মনে হয় সব মেয়েরাই এভাবে চিন্তা করে, এতোটুকুই চাওয়া। তাও দেখ না শহীদ ভাই কেমন বলল এর উপরও ডিসকাউন্ট চান 🙁
You cannot hangout with negative people and expect a positive life.
অর্ডার দিয়া বানাইতে হবে। এমনিতে পাবেন না। 😀
ঈদের সালামি কই? বেশি লাগবে না, এক কোটি টাকা দিলেই হবে। :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কাম্রুইল্ল্যা, কবিতা কেমন হইসে সেইডা না কইয়া এতো ফাইল পারতে কে কইসে তোরে? 😡 😡 😡
অনটপিকঃ ঠিকই বলসস, একটা "ভালবাসার মন" দরকার ছিল, সেটা তো আর এতো সহজেই ছেলেদের মধ্যে পাওয়া যায় না... অর্ডারই প্লেস করতে হবে। আমার জন্য তো আর দরকার নাই মেয়ের জন্য আগাম বুকিং দিয়ে রাখি। ন্যাড়া বেল তোলায় ক'বার যায়???
You cannot hangout with negative people and expect a positive life.
ঠিক বলেছেন আপি সহজেই পাওয়া যায়না। তবে অর্ডার করেও পাবেন কিনা আমার সন্দেহ আছে। 😛
আর পেয়ে গেলেতো কোন কথা'ই নাই। 🙂
এই দিহান আমি কানপো :((
You cannot hangout with negative people and expect a positive life.
হায় হায় আপি পোলাপাইন আইস্যা শেষে আমারে মাইর দিবো 😕
:hug:
দিহান, কার এতো বড় সাহস??? :gulli2: :gulli2: :gulli2: :gulli2: :gulli2: :gulli2: :gulli2:
You cannot hangout with negative people and expect a positive life.
:hug: :tuski:
x-( কে সেই পোলাপান? ঈদুল ফিতরেই ঈদুল আজহার মত জবো কৈরা ফেলুম x-(
বোল্ড এবং সুন্দর।
আরো সুন্দর একারণে যে পুরুষের কথা এলো বলে, পুরুষালি বিশেষণগুলো 'চাইনা' বলেও বারবার উল্লিখিত হলো বলে একধরণের টানটান শক্তপোক্ত পুরুষালি ভাব পুরো লেখাটায় ছড়িয়ে গেছে। অমন সৌন্দর্য দেখতে চাইনা তবুও চোখে পড়ছে আর চোখ ফেরাতে পারছিনা যেনো.... এমন বৈপরীত্য বেশ মজা লাগলো....
তবে অনেক বানান ভুল... চোখে কচকচ করে লাগে..।
একটু মনোযোগী হলে খুব সুন্দর লাগে দেখতে।
দুর্গা... 'দূ' নয়।
মচকানোতে চন্দ্রবিন্দু নেই
মহিষাসুর
ঝড়
ছাদ, ছাঁদ নয়।
ভাঙবো, ভাংবো নয়।
ইত্যাদি...
অফটপিক: আশা করছি এমনভাবে বানান ভুল নিয়ে পড়েছি দেখে কিছু মনে করছোনা। আমি আসলে অনেকের লেখাতেই এমন মন্তব্য করছি। আমার মনে হয় আমাদের একটা প্রুফরিডিং সিস্টেম চালু হওয়া উচিত বা একটি বানান অভিধানের লিংক হাতের কাছে থাকা উচিত।
নুপুরদা, কালকেও আমি আপুরে কইলাম যে বাংলার উপর বেসিক কোর্সটা করে ফেলতে, না শুনে সে আমারে উলটা ঝাড়ি মারলো।
এক্কন...... :)) :)) :))
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
সহমত। আমি খুব প্রয়োজন অনুভব করি।
আমার বন্ধুয়া বিহনে
নুপুরদা,
ফর "বোল্ড এবং সুন্দর": 🙂
ফর "অমন সৌন্দর্য দেখতে চাইনা তবুও চোখে পড়ছে আর চোখ ফেরাতে পারছিনা যেনো": ভালো বলেছেন 😛
ফর "তবে অনেক বানান ভুল": :((
মচকানো, মহিষাসুর, ঝড় ঠিক করে নিচ্ছি, কিন্তু ছাঁদ, ভাংবো এগুলো পারছি না তো কোনভাবেই... 😕
You cannot hangout with negative people and expect a positive life.
ছাঁদ ক ছাদ বানাইতে পারসি নুপুরদা, কিন্তু অভ্র দিয়ে chad লিখেলেই আপনাথেকেই চন্দ্রবিন্দু ভুতের মতন এসে পরে, দ এর আগে ব্যাকস্পেস দিয়ে তবেই ঠিক করতে হচ্ছে বারবার 🙁
You cannot hangout with negative people and expect a positive life.
আপি ছাদঁ বানান হবে chad^ 🙂
এইবার টেরাই করে দেখতে পারেন ;))
আমি তো ফোনেটিক এ লিখি।অন্য ফন্ট নিয়ে কিচ্ছু জানিনা!
নুপুরদা, আসলে ইন্টারমিডিয়েটের পর সেভাবে বলতে গেলে তো বাংলা লেখা ছেড়েই দেয়া হয়েছিল। আর এখন, ইদানীং কী-বোর্ডে একবার ইংরেজী, একবার বাংলা লিখতে লিখতে সব কিছু গোলায় ফেলি 😕 😕 😕 😕 এমএস ওয়ার্ড বা এফ বি তে ভুলটা লিখে রাইট ক্লিক করে সঠিক বানানটা চলে আসে বলে আরো সেভাবে বানানের প্রতি মনযোগী হওয়া হয়ে উঠা হয় না... 😛
You cannot hangout with negative people and expect a positive life.
তাইলে তো বডিগার্ড হওয়া লাগে............. 😉
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
পাগলা শাহরিয়ার, কি দেখে তোর এ কথা মনে হইল??? :-/
You cannot hangout with negative people and expect a positive life.
খাইছে আমারে..।......।। কি কয় এইগুলা?
জামাই বাবাজি জানে তো নাকি? আল্লাহই জানে কেমন বাইচা আছে এই লোকটা 🙁
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই, বুঝছি, ভাবীরে কইতে হইব আপ্নারে দৌড়ের উপর রাখতে।
"নীল পদ্ম", "রাক্ষসের প্রানভ্রমর", "সুরন্ত ষাঁড়ের চোখে লাল কাপর বাধা" এগুলাতেই আসলে ছেলেরা খুশী হয়। দেওয়ার মত একতা মনের বড়ই অভাব!!! (হতাশ হওয়ার ইমো দরকার)
You cannot hangout with negative people and expect a positive life.
জিতুপ্পু ড়ক্করে !!
আপু একদম উরাধুরা হয়ছে!
উরাধুরা 😕
You cannot hangout with negative people and expect a positive life.
দুর্দান্ত এবং অকপট!
- ঐ
আমার বন্ধুয়া বিহনে
রাব্বী ভাই, একটা “ভালবাসার মন” এর কথা বলেছি কেবল, সেটা তো আর এতো সহজেই ছেলেদের মধ্যে পাওয়া যায় না... অর্ডার প্লেস তো করতেই হবে...
You cannot hangout with negative people and expect a positive life.
হুহ,কইছে আপনেরে... "ভালবাসার মন" নিয়া বইসা থাইকাই তো তিন তিনটা ছ্যাঁকা খাইলাম 🙁 দেখি নাম্বার ফোরে সাকসেস আসে কিনা 😕
ম্যাশ, তিন তিনটা ছ্যাঁকা খাইসস দেইখা এখন তোর এক্সপেরিয়েন্স হইসে, ইনশাল্লাহ এইবার এক্সপেরিয়েন্স কাজে লাগাইতে পারবি 😉
You cannot hangout with negative people and expect a positive life.
সেই এক্সপেরিএন্স কাজে লাগায়াই তো চতুর্থ ইনিংসে এখনো পর্যন্ত সাফল্যের সাথে ব্যাটিং করতেছি...মাঝে মাঝে অবশ্য বাউন্সার(ওর ঝাড়ি) আর স্পিন এটাক(মায়ের চিল্লাচিল্লি) আসতেছে কিন্তু আমি খুব ধীরে সুস্থে বলের মেধা বিচার করে মাটি কামড়ে ক্রীজে পইড়া আছি...আপু দোয়া করবেন যেন শেষমেষ নট-আউট থাইকা ম্যাচ বাঁচাইতে পারি... 🙁
বাপ্রে! কি বর্নাঢ্য ক্যারিয়ার!
আমার বন্ধুয়া বিহনে
আঁজ্ঞেঁ রাঁব্বিঁদাঁ কিঁ আঁমাঁয় নিঁয়ে টিঁপ্পঁনিঁ কাঁটঁলেঁন নাঁকিঁ,দাঁদাঁ?
ওঁরে নাঁরে! বুঁখে আঁয়। :hug:
আমার বন্ধুয়া বিহনে
:thumbup: :thumbup: :thumbup:
You cannot hangout with negative people and expect a positive life.
ম্যাশ, স্লো এ্যান্ড স্টিডি উইন্স দ্যা রেস। সবুরে মেওয়া ফলে।
You cannot hangout with negative people and expect a positive life.
"লাল পাহাড়ীর দেশে যা, রাঙামাটির দেশে যা ... ইক্কিবারে মানাইছিনাইরে"
আমার বন্ধুয়া বিহনে
রাব্বী ভাই... তাই যামু ভাবতাসি =((
You cannot hangout with negative people and expect a positive life.
বাহ জিতুয়াপ্পি দেখি আমারে নিয়া কবিতা লিখছেন B-) B-) কবিতা পইড়াই বুঝছি,আরে,এইডা তো আমিই!!!! খাড়ান, আপনের হইলেও-হইতে-পারে ছুডোভাইয়ের বউরে এইডা দেখামু :))
অফ টপিক- আপু আমার মাথায় কবিতা(বিশেষ কইরা উত্তরাধুনিক টাইপ জিনিসপত্র) কুনোকালেই ঢুকেনা,কিন্তু আপনের কবিতাগুলা পইড়া বুঝতে পারি।আগেও বলছি,একদম সুন্দর,সহজ সরল এবং পরিচিত শব্দ ব্যবহার করেও যে মনের মধ্যে আঁচড় কাটতে পারে এরকম কবিতা লেখা যায় সেইটা আপনেকে দেইখা অনেক মানুষেরই শিখার আছে।
অফ টপিক ২- আপু দেখি এইটাতেও কমেন্টে ছেঞ্চুরি মারার ধান্ধায় আছেন,আপনের আগে তো কবিতায় কমেন্টের ডাবল ডিজিট পার হইতোনা :((
অফ টপিক ৩- আপু ঈদে চীজ কেক খাইতে মঞ্চায়,ওই যে ছবিতে দিছিলেন ওইরকম 😛
ম্যাশ, তুইই এই পুরা সিসিবি তে মনে হয় একমাত্র "পুরুষ" :thumbup: । তুইই আমার একমাত্র ভাই :hug: ঈদের সেলামি বাড়ায় দিমু তোরে ইস্পেসালী।
You cannot hangout with negative people and expect a positive life.
:shy: :shy: :shy: :shy: :shy: ইয়ে মানে শরম্পাইতেছি তো :shy: :shy: :shy: :shy:
আমি কিন্তু সত্যি সত্যি সালামি নিতে হাজির হমু জিতুপ্পি...খুব খিয়াল কৈরা B-)
ম্যাশ আমার ভাই :hug: :hug: :hug:
You cannot hangout with negative people and expect a positive life.
ভাবতেছি, 'নারী' কবিতা লেইখা আপনের এইটার কাউন্টার দিমু কিনা 😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
অলরেডি লিখ্যা রাখসি :guitar: :guitar: :gulti: :gulti:
You cannot hangout with negative people and expect a positive life.
লিখেই যদি রাখছেন......কই সেইটা??????????? এখনো দ্যান নাই ক্যান???? :grr: x-(
দিয়া'ইতো রাখসে 😕
কামরুল ভাই,
একটা কবিতা লেখেন তো...এইখানে সিগারেটের অপমান করা হইছে.... 😀
ধন্যবাদান্তে,
মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১
["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]
সিগারেট নামে আমার একটা কবিতা আছে। পোষ্ট করমু নাকি????? এখানে দিয়া যাই একটু...
প্রিয়ার ঠোটের মিষ্টি হাসি না সিগারেট
কোনটার মূল্য বেশী?????
যখন সূর্বনার পাশে থাকি
মাতাল হয়ে যাই ভেজা চুলের গন্ধে
পরিচিত পারফিউমের ঘ্রাণ উম্মাদ করে আমাকে।
আবার যখন বিনিদ্র রজনী কাটে
ফেলে আসা সোনালী স্মৃতি মনে উঁকি ঝুকি মারে,
হতাশার কাছে পরাজিত হয়ে- নিঃসঙ্গ হয়ে পড়ি
এক প্যাকেট বেনসন নিয়ে বসে পড়ি কড়িডোরে
পরপর টানতে থাকি কয়েকটা
সে কি সুখটান!!!
যেন প্রিয়ার সাথে আলিঙ্গনের তৃপ্তি।
সূবর্না হারাতে পারে স্বপ্ন লোকের সন্ধানে
কিন্তু সিগারেট!!
সঙ্গী হয়ে রবে বিনিদ্র রাতে
প্রতিটানে আমাকে নিকোটিন দিবে
আর কেড়ে নেবে আমার জমাট কষ্টগুলো
ধোঁয়ার আবরনে থেকে ভূলে যাব নিজেকে
একাকী আমি ও বন্ধু সিগারেট
সম্পর্কের অনুপম বাণিজ্য।
-আলীম হায়দার.1312.
কবিতা খারাপ ছিল না, তয়,
কইষ্যা মাইনাছ :thumbdown:
You cannot hangout with negative people and expect a positive life.
আরে ধুরও, আমি কি আর সেই কথা বুঝাইসি, এদানীং তো খুললাম খুল্লা মেয়েরাও সিগারেট ফুঁকে দেখি 😕 তাই বলসিলাম, বোকা!!!
You cannot hangout with negative people and expect a positive life.
তোমার অন্য কবিতাগুলোর মতন ভালো হয়নি ............
🙁 মইনুল ভাই, আসলে আমার হাত দিয়ে কখনই খুব বেশি কাব্যিক উপস্থাপনে কবিতা বেরিয়ে আসে না। কবি কবি ভাব, ভালো কবিতা লেখার অভাব... এই হচ্ছে আমার অবস্থা।
You cannot hangout with negative people and expect a positive life.
তবে ভুল ধরায় দিলেন বলে অসংখ্য ধইন্যাপাতা!!
You cannot hangout with negative people and expect a positive life.
:shy: ইয়ে,আমারে নিয়া লিখা কবিতা তো,আমার বড়ই ভালো লাগছে :shy:
;)) ;)) ;))
You cannot hangout with negative people and expect a positive life.
কবিতা ভালো হইছে আপু। এমনিতে আমি বেকুব কিসিমের, কবিতা কম বুঝি, তাই কবিতার পোস্টে ঢুকি না। আপনার নাম দেইখা ঢুকছি এবং এইটা বুঝছি, অনেক ভালোও লাগছে 🙂
অ টঃ বডিগার্ড রকস্ 😉
ম্যাশ হইতাসে আমার সিসিবির একমাত্র ভাই। আর ওরেই বডিগার্ড বানামু, তারপর দেখি কে কে আমার লগে লাগতে আসস তোরা। মুহাহাহাহাহা...... :grr: :grr: :grr:
You cannot hangout with negative people and expect a positive life.
খালি খবর দিবেন আপু,কিডা আপনেরে ডিস্টার্ব দেয়।এক্কেবারে কাঁচা খায়া ফালামু হাড্ডি সুদ্দা x-(
:hug: :hug: :awesome: :awesome:
You cannot hangout with negative people and expect a positive life.
মাস্ফি, তাইলেই হইছে......তুই তো শুনছি পড়ে পড়ে ঘুমাস... 😀
@জিতু আপু,
এ আপনি কার উপর ভরসা করলেন...
ধন্যবাদান্তে,
মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১
["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]
ইয়ে শাওন ভাই,নাহয় আমি একটু খাইতে আর ঘুমাইতে পছন্দ করি তা বইলা আপনি আমারে ইরাম অপবাদ দিবেন? 🙁 :((
আহা! দুর্দান্ত হইছে। অকপটতা ভালো লাগল। এইবার সেলামি দেন ;;)
তৌফিক, মানিঅর্ডার করছি, পাইয়া যাবা!!!
You cannot hangout with negative people and expect a positive life.
আপনার মানি-অর্ডার কেউ জিন্দিগীতেও পাইবো না... :((
জিতু আপ্পিইইইইইইই.................অসাধারণ এক কথায়......মানে আমি কবিতার কথা বলছি। 😀
ধন্যবাদান্তে,
মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১
["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]
শাওন, কবিতা অসাধারন লাগসে তোমার কাছে, তাতেই দিল খুশ হো গায়া :hug:
You cannot hangout with negative people and expect a positive life.
হয়নাই,বলতে হবে খুশিতে দিল গার্ডেন গার্ডেন হো গিয়া 😀
"খুশিতে দিল গার্ডেন গার্ডেন হো গিয়া"
You cannot hangout with negative people and expect a positive life.
আমিও সালামি পাইতে চাই...তাড়াতাড়ি ঠিকানা বলেন 😀 😀
আমি মানি অর্ডেরে পাঠায় দিমু, ক্যান তুমি হুদাই কষ্ট করবা ক্যান???বরং তোমার এ্যাড্রেস টা আমারে দিয়া দাও!!!
You cannot hangout with negative people and expect a positive life.
আর মাত্র ২৭ টা......তারপর সেঞ্চুরি!
আর মাত্র ১৮ টআ ... :gulti:
আর মাত্র ১৩টা :goragori:
তোরা দেখি রিতিমত কাউন্ট ডাউন শুরু করে দিলি রে।
You cannot hangout with negative people and expect a positive life.
মন্তব্যই নাকি লেখার প্রান... :-/ 😀
You cannot hangout with negative people and expect a positive life.
শিহীদ ভাই, রাব্বী ভাই, কাম্রুইল্ল্যা, শাহরিয়ার, ফয়েজ ভাই সহ সিসিবির আর যেসকল "পুরুষেরা" মনে করেন যে এই কবিতায় খুব বেশী ডিম্যান্ড করা হয়ে গিয়েছে, তাদের জন্য এই লেখাটি পড়ার অনুরোধ জানাচ্ছি। অন্যরাও পড়বেন প্লীজ, না পড়লে নিজেকে বঞ্ছিত করা হবে।
You cannot hangout with negative people and expect a positive life.
আপি আমার ফুনের অবস্থা ১৪টা :((
তোমারে ফুন দেওয়া হলোনা :((
আর মাত্র ৫ রান...ব্যাটসম্যান মাস্ফ্যু রিচার্ডস ক্রিজে...ওভারের শেষ বল...লেগ গ্লান্স করে একটি রান এবং পরের ওভারে স্ট্রাইক পেলেন...
ওভারের প্রথম বল...দেখে শুনে ছেড়ে দিলেন...
পরের বলটি স্লোয়ার ছিলো...আলতো করে কাট করে দুটি রান...আর মাত্র দুই রান বাকি সেঞ্চুরি পূর্ণ হতে...
পরের বল...ইয়র্কার লেংথে ছিলো...ডেড ব্লক করলেন...বোলার বল কুড়িয়ে রান আপ নিতে চলে গেল...
পরের বল......এবারে কিন্তু ডাউন দা উইকেট এগিয়ে এসে তুলে মেরেছেন...বল অনেক উঁচুতে উঠেছে...লং অন থেকে ফিল্ডার হাসান ছুটে যাচ্ছেন...এ-ব-ওং...ছক্কা!!!!!!!সেঞ্চুরি!!!!! :awesome: :awesome:
এটি মাস্ফ্যু রিচার্ডসের ২২ তম সেঞ্চুরি...তিনি ব্যাট তুলে তাঁর বড় আপা জিতুপ্পিকে অভিনন্দন জানালেন...
সেঞ্চুরির শুভেচ্ছা!!!!!!!
(অফ টপিক-কমেন্টখোর জিতুয়াপ্পির ব্যান চাই)
তোর ব্যান চাই :gulli2: :chup:
তোরে কে কইসে ১০০ করতে? আমি বইসা ছিলাম প্রথম সেঞ্চুরী করার জন্য।
সব জায়গায় ইটা ফেলায় রাখসিস :gulli: 😡
আঁজ্ঞেঁ বৌঁদিঁ,ঈঁদ মোঁবাঁরঁকঁ!
এই বিশালতার কোন সীমা পরিসীমা নিশ্চয়ই নাই।
এক রানী নিয়াইতো জান ছুটে না, আবার আর একটা কে আনে? খাল কাইট্টা ANACONDA আনা আর ২য় রানীর প্রবেশ করানো একই। =)) =)) =))
মুহিব্বুল ভাইয়ের কমেন্টে শত শত "লাইক" দিলাম...পেম তুমি বেদোনা...
আপু, কবিতাটা সুন্দর লাগছে। ফেইসবুকে শেয়ার কইরা দিলাম আমার অন্য বন্ধুদের সাথে।
পরে খুব ভাল লাগসে। ফুল মার্ক্স দিসি। :clap:
শুধু প্রশ্ন করি, শক্ত হাথে হাত ধরে রাস্তা পার করা কি নিরাপত্তার উধাহরন হতে পারে?
আয় বিহিন সময়ে ৬০০ টাকা জোগার করা, জেনো মনের রানির সাথে টাইটানিক দেখা জায় তা কি মনের বিশালতা উধারণ হতে পারে? উত্তর জানা খুব প্রয়জনীয় নয়। শুধুই প্রশ্ন করার ইছছা ছিল।
live and let live
"শিহীদ ভাই, রাব্বী ভাই, কাম্রুইল্ল্যা, শাহরিয়ার, ফয়েজ ভাই সহ সিসিবির আর যেসকল "পুরুষেরা" মনে করেন যে এই কবিতায় খুব বেশী ডিম্যান্ড করা হয়ে গিয়েছে, তাদের জন্য এই লেখাটি পড়ার অনুরোধ জানাচ্ছি।"
লিখাটির মুল লিংক খুজে পেলাম।
খোঁজ খবর নিয়ে জানলাম স্টেফিনি হ্যামিলটন ব্রাউন এমন একজন ধর্মিয় ব্যক্তিত্ব যিনি প্রার্থনার মাধ্যমে ম্যারেজ টিকিয়ে রাখা ও সুখি হওয়া নিয়ে কাজ করেন।
ব্যাপারটা আমার কাছে হাস্যকর বলে মনে হলো।
তাই কিছু না লিখে পারলাম না।
আমার ধারনা, উনি নিজেও জানেন তাঁর এই প্রচেষ্টা কতটা হাস্যকর। তারপরেও তাঁর চাকুরি ঐটা বলেই নানান গল্প ফেদে ব্যাপারটা জাস্টিফাই করার চেষ্টা করেন।
ওনার নোটেও উদ্ভট আরও অনেক গল্প আছে। আর তাঁর ওয়েব সাইটটাও কম হাস্যকর না।
যাহোক, আবেগঘন কিন্তু অবাস্তব ও সস্তা এইরকম একটা গল্প ফেদে তিনি যে মানুষকে বোকা বানাচ্ছেন, ব্যাপারটা বোঝা কি খুব কঠিন?
আর বিয়ে টেকানোর জন্য প্রার্থনা ছাড়া আর কোন উপায় কি তাহলে নাই?
চলেন ভালবাসা, কেয়ার, পারস্পরিক শ্রোদ্ধা এসব ভুলে আমরা সবাই কেবলই প্রার্থনা করি আর তাতেই সব কিছু টিকে যাক।
কেমন হয়, ব্যাপারটা?
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
"কোন ভয়, জড়তা, অধিনতা (অধীনতা) ছাড়াই
তোমার মনের রাজ্যে
আমার বিচরণ থাকবে অবাধ" - তোমার কবিতার এ পংক্তিগুলো পড়ে মনে পড়ছেঃ
"যে আমারে দেখিবারে পায়
অসীম ক্ষমায়
ভালো মন্দ মিলায়ে সকলি....."