বৃষ্টি পড়ে টাপুর টুপুর,
কোথায় গেল দগ্ধ দুপুর;
ভীষণ রোদে পোড়া ?
তোমার মনের হাজার নূপুর
কোন আবেশে আজকে পাগলপারা?
কোন সে বোধের কালবোশেখী;
করবে ছন্নছাড়া ?
কেবল বালুচরে;
চলবে ভাঙ্গা-গড়া ?
জীবন নদী যাবে বুঝি এমনি বয়ে;
কূলহারা, ঢেউহারা!


