আমরা মানুষ মানুষের তরে বিলিয়ে যাব যে প্রাণ
হৃদয়ে হৃদয়ে শত প্রাণে আজ উঠুক বেজে এ গান।
আমরা মানুষ মানুষের ব্যথা ঘোচাতে যদি না পারি
শুনেও না শুনি শত মানুষের বিপন্ন আহাজারি
বৃথা হবে এই মানব জীবণ- অপূর্ণ রবে প্রাণ
হৃদয়ে হৃদয়ে শত প্রাণে আজ উঠুক বেজে এ গান।
শত হৃদয়ের দুঃখ বেদনা নিজের হৃদয়ে ধরে
চলে যাব এই পৃথিবীটা ছেড়ে সকলের অগোচরে
মানুষের কাছে নেক আমলের চাই নাকো প্রতিদান
হৃদয়ে হৃদয়ে শত প্রাণে আজ উঠুক বেজে এ গান।
কথাঃ সিকদার মাহবুবুল হক
৩০ নভেম্বর,২০০৯
😀
🙂
প্যারা দিতে পারতেছি না। প্যারা দিলেও প্যারা ছাড়া হচ্ছে। কেউ কি সাহায্য করতে পারেন?
ভাইয়া, প্যারা দিতে গেলে সম্ভবত একবারের জায়গায় দু'বার enter চাপতে হবে। আপনি সম্ভবত সবগুলো লাইনের শেষেই দু'বার enter দিয়েছেন।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
অনেক ধন্যবাদ রকিব