মানবতার গান

আমরা মানুষ মানুষের তরে বিলিয়ে যাব যে প্রাণ
হৃদয়ে হৃদয়ে শত প্রাণে আজ উঠুক বেজে এ গান।

আমরা মানুষ মানুষের ব্যথা ঘোচাতে যদি না পারি
শুনেও না শুনি শত  মানুষের বিপন্ন আহাজারি
বৃথা হবে এই মানব জীবণ- অপূর্ণ রবে প্রাণ
হৃদয়ে হৃদয়ে শত প্রাণে আজ উঠুক বেজে এ গান।

শত হৃদয়ের দুঃখ বেদনা নিজের  হৃদয়ে ধরে
চলে যাব এই পৃথিবীটা ছেড়ে সকলের অগোচরে
মানুষের কাছে নেক আমলের চাই নাকো প্রতিদান
হৃদয়ে হৃদয়ে শত প্রাণে আজ উঠুক বেজে এ গান।

কথাঃ সিকদার মাহবুবুল হক

৩০ নভেম্বর,২০০৯                                           

১,০৪৯ বার দেখা হয়েছে

৫ টি মন্তব্য : “মানবতার গান”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।