আশ্বিনের বর্ষা বিকেলে তোমাকে আবার মনে পড়ে
নির্বোধ প্রেমিক..!
ভুলতেও পারে না কৃষ্ণমেঘের গোপন অশ্রুধারা,
রোদঝরা দুপুরে গুমোট মেঘের মতো যুবতীর মুখখানা দেখে
একবার বর্ষণ হয়েছে দস্যুছেলের প্রস্তর রাজ্যে
মার্বেল চোখদুটো ছলছল করেনি
তবে স্বপ্নকুমারের ভাংগা স্বপ্নগুলো ঝনঝন করেছে
সাঁঝের আঁধার-আলোয় আকাশ কাঁদে
মিশে যায় টপটপ ফোটা পুকুরের ঢেউয়ে
রিমঝিম শব্দে মনে জাগে উতলা ঢেউ
বৃষ্টির ছিটে ফোটা ভিজিয়ে দেয় নয়নতারা
প্রেমিকা হয়ে কালো মেঘ কাঁদে
যুবক এখন জল চায় সন্ধ্যার চোখে,
বকুল তলায় ভেজাকাক ভাবে শরত রাণীর কথা
প্রেমিকারা ডিভানে শুয়ে কাঁচের জানালা দিয়ে দেখে
বর্ষাধারা, আর মনে মনে ভাবে-
অবোধ প্রেমিক অকারণে করে শুধু পাগলামিপনা।
—–ডন আলীম, ২৮.০৯.২০১০.
প্রথম...... B-)
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
:goragori:
-আলীম হায়দার.1312.
একটি দুর্দান্ত
ঝকঝকে
আধুনিক ভাষার কবিতা।
অসাধারণ!
ভীষণভাবে মুগ্ধ।
'ভূল' না, 'ভুল'
আমি ধন্য.... আপনাকে আমার কবিতা মুগ্ধ করবে এটা আমি স্বপ্নেও ভাবিনি ভাইয়া..... :hatsoff: :hatsoff: :hatsoff:
-আলীম হায়দার.1312.
:shy: :shy:
আমি খুব খুঁতখুঁতে, না?
আসলে আমার মনে হয় অনেক আলোচনা/সমালোচনা
আমাদের লেখাকে ম্যাচিওর করতে সাহায্য করবে।
অনেক শুভকামনা।
নিয়মিত আমার লেখার খবর রাখলে অনেক ভালো লাগবে.. ~x( :teacup: :teacup: :teacup:
-আলীম হায়দার.1312.
নিশ্চয়ই আলীম।
আনন্দের সাথে।
অসাধারণ.........ভাবছিলাম সবচেয়ে ভাল লাইনটা কোট করবো......পরে মনে হল তাহলে পুরো কবিতাটাই আবার লিখতে হয় :boss: :boss: :boss:
well done don......
সিসিআর রক্স B-) B-) B-)
আরে ভুইলাই তো গেছিলাম.........বংশের মুখ উজ্জ্বল করতে থাক...... :hug: :hug:
আমি সে জন্য নিবেদিত । নো প্রোব্লেম ......। আর আপনার কমেন্ট পেয়ে ভালো লাগল.... :tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :thumbup: :thumbup: :thumbup:
-আলীম হায়দার.1312.
আধুনিক কবিতা খুব ১ টা বুঝিনা.............তবে এটা পড়ে যে মুগ্ধ হলাম সেটা কিন্তু বুঝছি .......অসাধারণ ভাই.... :hatsoff:
আসলেই অনেক ভালো লাগছৈ....
-আলীম হায়দার.1312.
কবিতা কথা বলে । কবিতা ভালো । :boss:
কবিতা ভালো :clap:
-আলীম হায়দার.1312.