বালকের মুঠোয় থাকে লক্ষ তারার আকাশ
যেখানে দুরন্ত ঘুড়ি শন শন উড়ে দিনমান
জীবনের ঘনিষ্ঠ জড়াজড়ি জলে কি ডাঙ্গায়
আর থাকে মেঘেদের নিয়মিত পালাগান।
এরপর হঠাৎ কোন অশুভ মাঝরাতে
উঠে ধারালো কাস্তের মত নির্মম এক চাঁদ
জটিল সেই ফাঁদ
ছিঁড়ে ফেলে ছুঁড়ে ফেলে ঘুড়ি ও নাটাই।
বিস্তারিত»