ছুটি শেষে যে নাবিক গৃহত্যাগ করে,
ফিরে চলে পোতাশ্রয়ে নোঙর করা
তার জাহাজ পানে, জিজ্ঞেস করোনা
তাকে কখনো তার গন্তব্যের কথা।
তার মনে গেঁথে থাকে ফেলে আসা
সব প্রিয়জনের কান্নাভেজা মুখ, আর
বাংলার শ্যামল প্রান্তরে রেখে যাওয়া
তার পদচিহ্নের মৃন্ময় সজীব স্মৃতি।
অচিরেই সেসব স্মৃতিগুলো মিশে যাবে
সাগরের নীল জলে, রয়ে যাবে শুধুই
ভালোবাসার এলোমেলো ব্যক্ত অব্যক্ত
কিছ কথামালা আর ধূসর কিছু কল্পনা।
দ্রুতপদে সে গ্যাংওয়ে পার হয়ে যায়,
অপসৃয়মান আবাসে তার ঠাঁই খুঁজে নেয়।
চঞ্চল মনে এপাশ ওপাশ ঘুরেফিরে দেখে,
ফিরে আসে অবশেষে রেলিঙের ধারে।
চোখ মেলে সে দেখে সাগরের সফেন ঢেউ,
পেছনে পড়ে থাকে স্মৃতিময় কথকতা ধূসর।
আনমনে চলা নাবিকের মনের নোঙরখানি
বাঁধা থাকে কোন সাগরের তীরে, কে জানে!
পাদটীকাঃ ছুটি শেষ হওয়া নাবিকের মনে থাকে বিদায় ব্যথার চোরাস্রোত। একরাশ বেদনার অনুভূতি আর কিছু প্রাপ্তিরও রেশ তার মনকে উদ্বেল করে তোলে। সামনে বিস্তৃত কর্মক্ষেত্র, পেছনে ফেলে আসা মধুময় স্মৃতি। অতি সংযমে সে মনের আবেগকে ধরে রাখে।
ঢাকা
১৫ এপ্রিল ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।
বিদায় চিরকালীন বেদনার। এই নাবিকের মত অন্যেরাও, যারা আপন জন ছেড়ে দূর প্রবাসে এসেছে কাজে বা পড়াশোনার জন্য, এরাই সবাই আপনার এই সুন্দর কবিতায় নিজেদের ছায়া দেখবে। :hatsoff:
মাহবুব, আমার আজকের কবিতার তুমিই প্রথম মন্তব্যকারী পাঠক। এজন্য একগুচ্ছ বাড়তি ধন্যবাদ আর ফুলেল শুভেচ্ছা তোমার প্রাপ্য।
মন্তব্যে যে প্রাণস্পর্শী অনুভূতি ব্যক্ত হয়েছে, তা পড়ে মুগ্ধ ও অনুপ্রাণিত হ'লাম।
দ্বিতীয় স্তবকটি সবচে' ভালো লেগেছে,
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
ধন্যবাদ সাইদুল, খুঁটিয়ে পড়ার জন্য। আর ভালো লাগার কথা জানানোর জন্য।
দেশে বিদেশে আমার নাবিক বন্ধুদের কথা মনে পরে গেলো, ভাইয়া!
সাগরের নীলের সাথে রঙহীন কত যে অশ্রু ঝরে পরে সে তো নাবিক ছাড়া আর কেউই জানে না!
কবিতা পড়ার জন্য ধন্যবাদ সাবিনা, মন্তব্যের জন্যেও।
"সাগরের নীলের সাথে রঙহীন কত যে অশ্রু ঝরে পরে সে তো নাবিক ছাড়া আর কেউই জানে না" - সমব্যথী মন, বোঝে কী বেদন!
জাহাজ ভিড়তে থাকে একের পর এক বন্দর ।
নাবিকের চোখ কি বুকের দামামা
এতোটুকু থামাতে পারে না সে নোংগর ।
তার চোখে লেগে থাকে সংসার, সবুজ শ্যামলিমা ।
বাহ! চমৎকার!