ইচ্ছা নামের দৈত্যটাকে ……!!!!!!!!

ইচ্ছা নামের দৈত্যটাকে ……!!!!!!!!

ইচ্ছে হলেই পেতে হবে এই কথাটা কে বলেছে?
শ্রাবন মাসেই বৃষ্টি হবে এটাই বলো কে মেনেছে?
হৃদয় যদি পাখী হতো আমি তবে হতাম-টা কি?
মগজ যদি এতই ব্যস্ত তবে কিসের এত জানাজানি?
তাই ইচ্ছা নামের দৈত্যটাকে সামলে রেখে চলো
নতুবা কিন্তু সাজানো বাগান হতে পারে এলোমেলো।।

ইচ্ছে হলেই করতে হবে এমন কাজ কয়টা আছে?
সবর্দা কি মাঘের শীতেই সুন্দরবনের বাঘেরা কাঁপে?
রক্ত যদি পানি হতো তুমি তবে কি বা হতে?
দৃষ্টি যদি এতই মগ্ন কোথায় বলো পালিয়ে যেতে?
তাই ইচ্ছা নামের দৈত্যটাকে সামলে রেখে চলো
নতুবা কিন্তু সাজানো বাগান হতে পারে এলোমেলো।।

ইচ্ছে হলেই পারতে পারো এমন ধারণা কেন করেছ?
শিক্ষা পেলেই গাড়ি ঘোড়া সবাই কি আর চালাতে পেরেছো?
ইচ্ছার দাম দিতে গিয়ে সততার কথা ভুলে যেও না,
দিন ফুরালে শুধরে নিতে আর পাবে না কূল কিনারা।
তাই ইচ্ছা নামের দৈত্যটাকে সামলে রেখে চলো
নতুবা কিন্তু সাজানো বাগান হতে পারে এলোমেলো।।

বাপ্পী খান

১,২৩৮ বার দেখা হয়েছে

৬ টি মন্তব্য : “ইচ্ছা নামের দৈত্যটাকে ……!!!!!!!!”

  1. পারভেজ (৭৮-৮৪)

    আমি কিন্তু সামর্থ্য আছে এরকম যেকোন কাজ ইচ্ছে হলেই করে ফেলার পক্ষপাতি।
    জীবন যখন একটাই, কি হবে না হবে ভেবে ভেবে সারাটা জীবন ইচ্ছে দময়ে রেখে কি লাভ?
    মৃত্যুর পরে কি আর ইচ্ছে পুরোন হবে?
    হবে না।
    তাই এত এত সাত পাঁচ না ভেবে যতটা সামর্থ্যে কুলায়, একে একে হতে থাক না ইচ্ছে-পুরোন!!!!!!

    ক্ষতি কি?????? (সম্পাদিত)


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।