নতুন দিনের জন্যে

তাকিয়ে দ্যাখো জামার কাপড়
আয়না সাবান ফুচকা পাপড়
ঢেউয়ের নদী পথের ওমোড়
উলটো কলস উটকো অলস
সবাই কেমন বদলে গ্যাছে

বদলে গ্যাছে দিবস ও রাত
হাতের চুড়ি কোমল দু’হাত
মরচে পড়া লোহার করাত
জেলের গাড়ি পুলিশ ফাঁড়ি
সবাই কেমন বদলে গ্যাছে

চোখ মেলে চাও রাতের দিকে
দেখবে আঁধার কেমন ফিকে
জ্বলছে জোনাক দিকে দিকে
আবছা আলো পথ দেখালো
বদলে যাবে এবার সবই

৯০০ বার দেখা হয়েছে

১১ টি মন্তব্য : “নতুন দিনের জন্যে”

    • সাইদুল (৭৬-৮২)

      আমি হতাশ নই। একটা মজার ব্যপার বলি, আমার যখন দিন খারাপ যেতে থাকে আমি অপেক্ষা করতে থাকি ভালো কিছুর। একেবারে মাটি ছুঁয়ে যাবার আগে বহুবার ক্যাচ নিয়েছি ক্রিকেটে। জীবন আমাদেরকে যা দেয় ভালো বা মন্দ তাই সই।


      যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান

      জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।