খোলা ময়দানে একা
প্রহরাহীন, প্রতিরোধহীন
অক্লেশে, আকাশে তাকিয়ে
বলতেই পারি
‘আমিই পুরুষ’।
গভীর রাতে একাকী পথে
কুকুরের ডাক অগ্রাহ্য করে,
নিশুত পাখির ভয় জাগিয়ে
চিৎকার করে বলতেই পারি,
‘আমিই পুরুষ’।
মিছিলে শ্লোগানে বুক চিতিয়ে
কালো রাজপথ বুকের রক্তে রাঙিয়ে,
সূর্যের পানে হাত বাড়িয়ে
স্বপ্নচোখে, মৃত্যুমুখে বলতেই পারি
‘আমিই পুরুষ’।
একটি নারীর কাজল চোখে
চোখ রেখে আর হাত ধরে সুখে,
বকতে পারি প্রেমের প্রলাপ
‘ভালোবাসি তোকে’, বলতেই পারি
‘আমিই পুরুষ’।
এক কবিতা কয়বার পোষ্ট হল?
যত ভাল লেখাই হোক একই সাইটে দুবার পোস্ট করা ঠিকনয়।। যদি নতুন কিছু যোগ কর তা হলে আলাদা কথা।
পুরাদস্তুর বাঙ্গাল
দুঃখিত ভাই, ভুল হয়ে গিয়েছে।
পড়েছি গো, আগে পড়েছি
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
একই কবিতা একই সাইটে দুইবার পোস্ট করতে গেলে স্বয়ংক্রিয়ভাবে তা বাতিল হওয়া উচিত। তাহলে আর ভুল করে পোস্ট হবার সম্ভাবনা থাকবেনা।
ভাই, আমিও আপনার সাথে একমত।
বলতেই পারি ...