‘আমিই পুরুষ’

খোলা ময়দানে একা

প্রহরাহীন, প্রতিরোধহীন

অক্লেশে, আকাশে তাকিয়ে

বলতেই পারি

‘আমিই পুরুষ’।

 

গভীর রাতে একাকী পথে

কুকুরের ডাক অগ্রাহ্য করে,

নিশুত পাখির ভয় জাগিয়ে

চিৎকার করে বলতেই পারি,

‘আমিই পুরুষ’।

 

মিছিলে শ্লোগানে বুক চিতিয়ে

কালো রাজপথ বুকের রক্তে রাঙিয়ে,

সূর্যের পানে হাত বাড়িয়ে

স্বপ্নচোখে, মৃত্যুমুখে বলতেই পারি

‘আমিই পুরুষ’।

 

একটি নারীর কাজল চোখে

চোখ রেখে আর হাত ধরে সুখে,

বকতে পারি প্রেমের প্রলাপ

‘ভালোবাসি তোকে’, বলতেই পারি

‘আমিই পুরুষ’।

১,৫৪৪ বার দেখা হয়েছে

৭ টি মন্তব্য : “‘আমিই পুরুষ’”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।