সংশয়
ওবায়েদুল্লাহ
কোথায় আছি? নাইতো কোথা
এমন বসবাস
এইত এখন অমনি তখন
গরল হিস্যা নিকাশ।
আসন পাতা , কোথায় আসন?
ভুবন পরপার
এইত আছে তেমন যেমন
হঠাৎ হাহাকার।
এই যে দেহ দেহ না কি?
মাটির ও পিণজর
এই যে আছে সকল মাঝে
শুনে্য বসত যার।
আসছি নাকি না এসেছি ?
পথ যে নিরাকার
এইযে আসা এইযে যাওয়া
খেয়ার পারাপার।
কোথায় যাব কোন সূদুরে?
দৃষ্টি অনিমেষ
এই যে নিথর গড়া মাটির
যাত্রা নিরুদ্দেশ।
চমৎকার হয়েছে এ ভাবের কবিতাটা। শেষ তিনটে স্তবক বেশী সুন্দর।
পথ যে নিরাকার
খেয়ার পারাপার।
দৃষ্টি অনিমেষ
যাত্রা নিরুদ্দেশ।
- বাহহ !