তুমি না এলে চারপাশ কেমন নিষ্প্রভ মনে হয়,
তুমি চলে গেলে তারাগুলো সব উদাস হয়ে রয়।
তুমি না এলেও জীবন বয়ে চলে, বয়ে যায় সময়,
তবু মনে হয় বয়ে চলা যেন এ চলার নাম নয়।
(সর্বস্বত্ব সংরক্ষিত।)
তুমি না এলে চারপাশ কেমন নিষ্প্রভ মনে হয়,
তুমি চলে গেলে তারাগুলো সব উদাস হয়ে রয়।
তুমি না এলেও জীবন বয়ে চলে, বয়ে যায় সময়,
তবু মনে হয় বয়ে চলা যেন এ চলার নাম নয়।
(সর্বস্বত্ব সংরক্ষিত।)
ভালো লাগলো
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
ধন্যবাদ, সাইদুল।
তুমি না এলেও জীবন বয়ে চলে, বয়ে যায় সময়,
তবু মনে হয় বয়ে চলা যেন এ চলার নাম নয়।
খাঁ টি কথা :boss:
পুরাদস্তুর বাঙ্গাল
ধন্যবাদ, মোস্তাফিজ।
নাম নয়, নাম নয়,
যতোই চলি
পথ শুধু থেমে রয় ।
ধন্যবাদ, লুৎফুল। প্রীত হ'লাম।
চমৎকার চৌপদী!
দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হতেছে হলুদ
অনেক ধন্যবাদ, প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
:clap: :clap: :clap: :clap:
আহা! কার জন্য এই আকুলতা, কবি! :boss:
একটা পূর্ণিমার জন্য।