~ হিজিবিজি ~
জীবনটা চাইলেই হতে পারতো
শ্লেট পেনসিল ।
চাইলেই …
চাইলেই …
চেয়েছি কি !
আঁকের ওপর আঁকে, এঁকে গেছি
যতোসব !
জীবন তো হিজিবিজি মন্তাজের
জোনাকী !
নাকি !
০৩ জুন ২০১৫ ~ বিকেল
~ মেঘরাত ~
ছিলো চাঁদ, পূর্ণিমাও ।
দৃষ্টিসখ্য পায়নি
শুধু চন্দ্রালোক !
০২ আগস্ট ২০১৫
জীবন তো হিজিবিজি মন্তাজের
জোনাকী !
নাকি !
হ্যা,তাই।
পরমানুটা আরও সুন্দর। দৃষ্টি সখ্য পাচ্ছেনা কেন? না পাওয়ার জন্যেই, কবিতাটা তিন লাইনেও জমজমাট
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
গেলো পূর্ণিমা ঢাকা পড়েছিলো মেঘের হেঁয়ালীতে ।
সেই থেকে ভাবনার ডালপালা
জড়ালো আরো কতো কি রূপকের বাহানায় কথার ফাতনায় ...
: :clap:
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
বাহ, বেশ তো!
দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হতেছে হলুদ
প্রীত হলাম ।
সুন্দর
অনেক ধন্যবাদ ।
অনু'র শেষ স্তবকটা দারুণ হয়েছে। পরমানু গোটাটাই অসাধারণ!
অপার ঋদ্ধতা খায়রুল ভাই ।
সিসিবি আপনাকে মিস করছে, ভাইয়ায়ায়ায়া! কোথায় হারালেন আপনি?
ব্যস্ততায় খেয়েছে সবটুকু সময় ও শক্তি ।
কতো কতো বার আসবার ইচ্ছে মনের মধ্যেই ঘুরপাক খেয়েছে ...
হয়ে উঠলো না ...
আব্র এসে যাবো এখন এলাম যেমন ।