মাঝরাতের একান্ত গহীনে ঘুমন্ত নগরী
ফুটপাতে ঘুমিয়ে থাকা অভুক্ত শিশু,
পড়ে আছে তার পাশে তারই মত কিছু
‘পাপের শিশুর’ গলিত নাড়িভুঁড়ি।
তারই পাশ দিয়ে পাজেরো হাঁকিয়ে চলা,
ভদ্র মানুষেরা মুখ ঢেকে ঢুকে যায় অভদ্র পাড়ায়
তাদের হাতে বিয়ারের ক্যান, চোখ মত্ত নেশায়।
তারা দেখবে কেন রাতের আঁধারে দুর্ভাগ্যের খেলা।
তারা তো চেনে রাতের নেশায় মত্ত পৃথ্বী
আনন্দ-যৌবন-সূরা-বাইজীর ছবি।
প্রভাতের স্নিগ্ধ আলোয় পবিত্র শাঁখের ধ্বনি
সূর্যদেবের জেগে ওঠা, পূজার্চনায় মগ্ন সতী সাধ্বী রমণী-
ম্লান হয়ে যায়। বারবনিতারা সারা রাত্রির ঘুম নিয়ে চোখে
আলস্য ভরা ক্লান্তিকর দুঃস্বপ্ন দেখে
জীবনের কী আছে মানে!
অন্তর্যামী সেও কি তা জানে?
সেই প্রভাতেই শুনে সুমধুর আজানের ধ্বনি
যাও ছুটে মসজিদে, নামাজ শেষে বসে একা
ভাব পেলাম বুঝি বেহেশতী হুরের দেখা।
পৃথিবীর হুর বিছানায় পড়ে কাঁদে তাতো দেখনি!
বেশ ভালো লেগেছে। বিশেষ করে এই অংশগুলো,
এই অংশটিতে কি বিরোধাভাস প্রকাশ করেছ?
যদি করে থাকো, তবে ঠিক আছে। না হলে প্রশ্ন, 'পাপের শিশু' হতে যাবে কেন?
দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হতেছে হলুদ
🙂 🙂 ধন্যবাদ ভাইয়া। আসলে "পাপের শিশুর" অংশ টুকু কোট করে দেয়া উচিত ছিল। করে দিলাম। 😉
এটা বিরোধাভাসই বটে...
\"why does the weasel go pop? does it matter?
if life is enjoyable, does it have to make sense?\"
কবিতার মেজাজটা ভালো লাগল (সম্পাদিত)
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
:dreamy: :dreamy:
ধন্যবাদ ভাইয়া
\"why does the weasel go pop? does it matter?
if life is enjoyable, does it have to make sense?\"
শেষ পংক্তিটি হৃদয়স্পর্শী হয়েছে।
ধন্যবাদ ভাইয়া
\"why does the weasel go pop? does it matter?
if life is enjoyable, does it have to make sense?\"
ধর্মনিরপেক্ষতা, মানবতা, সমাজের অন্ধকার আর তার বিপরীতে অলৌকিক আলোর পেছনে উদ্ভ্রান্ত ছোটা ...
উঠে এসেছে জীবনের নানান দ্বান্দিকতা ।
🙂 :shy: :shy: :shy:
\"why does the weasel go pop? does it matter?
if life is enjoyable, does it have to make sense?\"