ভূধর পৃষ্ঠে ঘুমিয়ে ছিলাম
এক নামহীন উপলের মতো,
সময় হলে গড়িয়ে গেলাম,
ধুলো মেখে গায়ে যতো।
পথে পরিচয় কত ঝোপ ঝাড়
আর গুল্মলতার সাথে,
কত পাথরের বোবা কান্না
শুনেছি সন্ধ্যা প্রাতে।
বহু পথ ধরি গড়াগড়ি করি
আজ পড়ে আছি পাদদেশে,
বয়ে যাই কত অচেনা জনের
পদভার অক্লেশে!
ঢাকা
০৯অগাস্ট ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।
খুব সুন্দর লিখেছেন, খায়রুল ভাই।
প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম, রমিত। অনেক ধন্যবাদ।
এক কথায় অপূর্ব!
দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হতেছে হলুদ
অনেক ধন্যবাদ, মোস্তফা!
যেনো কোনো পথের আত্মকথা ...
কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, লুৎফুল।
সুন্দর
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
অনেক ধন্যবাদ, সাইদুল।