স্বাধীনতা মানে কিন্তু বিশৃংখলতা নয়,
স্বাধীনতার মাঝে আছে এক শৃংখল।
যে শৃংখলে ঠিক শেকলের ঝনঝনানি শব্দ না পাওয়া গেলেও
বাঁধন কিন্তু ঠিকই কাজ করে।
যে বাঁধনে দম আটকানো হাঁশফাঁস করা
প্রকোষ্ঠের গুমোট বাতাসের ছোয়া তুমি পাবে না।
স্বাধীনতার মাঝেও আছে অন্যরকম
আটকে পরার আনন্দ, অন্যভাবে।
বিশৃংখলা কথাটার সাথে কেমন যেন
বেতাল একটা ভাব আছে-
গানের শ্রুতিমাধুর্য্য যে কারণে নষ্ট হয়, ঠিক এমনটা।
কোথায় কবে যেন শুনেছিলাম, স্বাধীনতা যত্নে সাজানো বাগানের মত।
আমারও তা-ই মনে হয়।
মায়ের গোছানো শাসনের মত,
কৃষকের সময় মেপে ফসল ঘরে তোলার মত,
বসন্তে কোকিলের গানের মত,
প্রতীক্ষিত পরীক্ষার ফল হাতে পাওয়ার মত,
কিশোরদলের দুরন্তপনার মত,
উনোনে ঠিক জালে ভাত ফুটে ওঠার মত।
স্বাধীনতা প্রেমিক-প্রেমিকার উদার ভালোবাসার মত,
যে ভালোবাসায় বাঁধন কিন্তু আছে ঠিকই,
কিন্তু পরাধীনতার ভাব নেই এক বিন্দুও।
ভালোবাসা পরাধীন হয়ে গেলে তা বড্ড বিশৃংখল- অগোছালো আর এলোমেলো।
ইংরেজীতে যাকে বলে কেওটিক।
স্বাধীনতার শৃংখলে এক রকম আশা ভরা প্রত্যাশা আছে।
ভালোবাসার স্বপ্নে সাজানো একটা ভবিষ্যতের আশা,
দিন শেষে ঘরে ফেরার আশা।
যে ঘর সাজানো আছে মমতা আর মায়ায় সুশৃংখল গোছানো একটা টান।
বিশৃংখলতার মধ্যে কিন্তু ওটা একেবারেই অনুপস্থিত।
বিশৃংখলতার মধ্যে
নিজের কাছেই নিজেকে পরাধীন করে রাখার মত
একটা ব্যাপার লক্ষ্য করেছ কি?
অনুভূতিগুলো কেমন ভীষন স্বার্থপরতায় ঠাসা ঠাসা?
তাই ভালোবাসায় আর যাই হোক,
বিশৃংখলতা চলে না, স্বার্থপরতা চলে না, স্বেচ্ছাচারিতা চলে না।
ভালোবাসার শৃংখলে আবদ্ধ হয়ে ভালো থাকতে চায় ওরা,
স্বাধীনতার জন্য জীবন দিয়েছিল যারা-
ঠিক তাদেরই মত।
প্রথম!!!
লিখার শব্দচয়ন, গতি - ভাল লেগেছে।
পাঠও চমৎকার।
কনসেপ্টের কিছু কিছু ব্যাপার নিয়ে আরেকটু ভাবতে হবে।
পরে ভাববো সেটা।
অনেকদিন পরে এলে, তাই একটা পুনঃস্বাগতম দেয়াই যায়....
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
কবিতাপাঠ ভালো হয়েছে। কন্ঠ ও উচ্চারণ স্পষ্ট এবং ঝরঝরে।
বিশৃংখলতা কথাটাকে বিশৃঙ্খলা করা যায় কিনা, ভেবে দেখতে পারো।
স্বাধীনতা শব্দটা শুনলেই সেই নাটকটার বাচ্চা প্রসঙ্গ মনে আসে বার বার। সুন্দর রূপক ছিল বটে ওটা।
অনেক কথা, অনেক প্রসঙ্গ ছুঁয়ে গেলো লেখাটা।
জিতু আপু, কবিতা পড়ে যতটা ভালো লেগেছিলো তার চেয়ে ঢের বেশকিছু পেলাম কবিতা পাঠে।
কন্ঠের স্পষ্টতা এবং ঝরঝরানি মধুর শোনালো।
তানভীর আহমেদ
সহমত
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
দারুণ আবৃত্তি
সাতেও নাই, পাঁচেও নাই
মেধা বন্দোপাধ্যায়ের কন্ঠে সলিল চৌধুরির এই কবিতাটা শুনে কি একটা মিল পেলাম।
লিংকটা থাকুক এখানে।
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.