আমাকে দাও কাউকে যে রঙ দাওনি আজো
পাখির পালক,নরম তুলি চাই না আমি
বৃষ্টিজলে ভেজানো হাত,হাতের আদর
অন্ধকারে গন্ধরাজের মাতাল সুবাস
চাইনা কিছুই,
সম্প্রদানে সব দিয়ে দাও যাকে খুশি
মেঘলা দিনে রবীন্দ্রনাথ,চাঁদনি রাতে গান শোনানো
থুতনিতে ঘাম বিন্দু ফোটা কৃষ্ণচূড়া লাল ভেজানো
তালপাখাটায় বাতাস পাবে যে কোন কেউ
আপত্তি নেই
আমার কেবল ছোট্ট দাবি
মধ্যরাতের রংধনুটা কেবল আমার
ইচ্ছেমতো ভেঙ্গেচুরে রঙ মেশাবো তোমার হাতে
আচলে মেঘ ধূসর,কালো,ফরসা,হলুদ স্বচ্ছ নীলের
গোপন তিলের সবখানি প্রেম একলা আমার
আমাকে দাও,আমাকে দাও যেটুক আমার পাওনা ছিল।
২:৫৮
১৭অক্টোবর ,২০১০
ময়মনসিংহ
ব্লগে যতগুলো কবিতা পড়েছি এটারই প্রকাশভঙ্গী সবচেয়ে সুন্দর লেগেছে।অসাধারণ। :clap: :clap: :clap: :clap: :clap:
ভেবে অবাক হচ্ছি 'প্রার্থনা'র কবির কবিতায় এই বক্তব্য কেন?
আমি বোধহয় বুঝতে ভুল করেছি।
পাগলা শাহ, তোমার এই কবিতাটা দারুন লাগলো। মনে মনে পড়লাম, এর পর আবার গুনগুনিয়েও পড়লাম...বেশ একটা সুর আছে মনে হল কবিতাটায়। আমি তো আর এতোশত বুঝি না, কবিতার গ্রামারের। কিন্নতু লেখার ঢংটা ভালো লেগেছে। প্রকাশভঙ্গী আর শব্দ চয়নগুলোও আমার ভালো লেগেছে।
You cannot hangout with negative people and expect a positive life.
আমার রোগ এ ধরসে তোকে! আমিও সুন্দর অন্ত্যমিল....বা একটা নির্দ্দিষ্ট প্যাটার্নের কবিতা পেলে গুনগুন করি. আরিফের উদ্ভট কবিতাটা আজও মনে পড়ে।
শাহরিয়ার, কবিতা ভালো লিখেছ।
উদ্ভট কবিতাটা আমার প্রিয়তে রাখা আছে, তাই আরেকবার চোখ বুলিয়ে নিলাম। মাঝে একবার "ঝগড়াঝাটি" শব্দটা একটু ঝামেলা করেছিল...কিন্তু আসলেই সুন্দর একটা কবিতা ছিল। আর সত্যি বলতে কি, টু বি ভেরী অনেষ্ট, পাগলা শাহ এর কবিতা অনেক সময়ই আমি বুঝতে পারি না কবিতায় আমার জ্ঞ্যানের গভীরতার অভাবের কারণে। নিশ্চই ভাব-বিচারে অনেক গভীর হয়ে থাকবে। তবে এইটা খুব ভালো লেগেছে, বিশেষ করে এই লাইনগুলো তো মনে হচ্ছিল রঙ নিয়ে খেলা করছা পাগলা টা,
You cannot hangout with negative people and expect a positive life.
:awesome: আমারতো এখন লাফাইতে মন চাইতেছে :tuski: আয়শাপুরে ভালা পাই :goragori:
তবে শাহরিয়ার এর কবিতা বরাবরই অসম্ভব সুন্দর :thumbup: