বাণী চিরন্তণী – ক্যাডেট ভার্সন

১। কামরুল স্টাফ এর কমন ডায়লগ – স্টার্ট ফ্রন্ট্ররোল বিগিন

২।ক্যাডেটদের উৎসাহ দিতে গিয়ে ওভার অল ডের আগের দিন হাউস এসেম্বলি তে গোমতীর হাউস মাস্টার- ( অলরেডী পযেন্ট এর ব্যবধান এতই বেশী যে গোমতী থার্ড নিশ্চিত )
” স্টিল দেয়ার ইজ এ হোপ টু বিকাম চ্যাম্পিয়ন”

৩। আমাদের সারোয়ার ভাই একবার লাইটস অফ এর পর তিতাস হাউস এ এলেন আর পড়ে গেলেন হাউস প্রিফ্রেক্ট এর সামনে।
হাউস প্রিফেক্ট এর প্রশ্নঃ who was you?
সারোয়ার ভাই এর উত্তরঃ i was sarowar.

৪।ড্রিল গ্রাঊন্ডএ ধীরে চল করার সময় কিছু ক্যাডেট হাসাহাসি করছিল।
অ্যাডজুটেন্ট শাউট করলেন ” হু ইজ লাফিং দেয়ার ”
সাথে সাথে হাউস স্টাফ চিৎকার দিলেন ” কে লাফাইতাসে কে”

৫।একবার পি টি তে অ্যাডজুটেন্ট এক্সকিউজ পার্টির এক ক্যাডেট এর সাথে কথা বলছেন –
অ্যাডজুটেন্টঃ u cadet, come here, whats your problem?
ক্যাডেটঃ (চেক দিয়ে) sir, pain in leg sir.
অ্যাডজুটেন্টঃ sorry, pain in balls?

৬।প্যারেড গ্রাউন্ড এ এক ক্যাডেট এর উদ্দেশ্যে সি এস এম স্টাফ ” পা উঠেনা? এমন কাজ করবোনা, পা সারাক্ষন উইঠাই থাকবে।”

৭। একবার এক শীতের রাতে আমার তিন বছরের সিনিয়র দুই জন ক্যাডেট প্রকৃতির ডাকে সাড়া দিতে রুম থেকে বের না হয়ে জানালা দিয়েই কাজ সারছিলেন।(২৩ নং রুম) । কাকতালীয় ভাবে প্রিন্সিপাল স্যার বেরিএছেন হাটতে। শুকনো পাতায় কিছু পড়ার শব্দ শুনে টর্চ মেরে বলে ঊঠলেন…
” hey cadet, everything is visible from here ”

৮। কলেজে নতুন ক্লাস সেভেন এসেছে। তো গ্রাউন্ডে ড্রিল করার সময় এক ক্যাডেট এর কান্ড বর্ননা করছেন হাউস স্টাফ – ” গিয়া দেখি মাছুম বাচ্চা কানতাছে, কাছে গিয়া দেখি গন্ধ করতাছে, প্যান্ট খুইলা দেখি হাইগা দিছে।

৯। একবার আমাদের টাওয়েল পরার বিরুদ্ধে গেরুলাস (নিক নেম) স্যার এর নেতৃত্বে স্যাররা হেব্বি পেইন দিতে লাগলেন। ওই সময় এক দুপুরে এক ক্যাডেট কে টাওয়েল পরে গোসল করতে যেতে দেখে গেরুলাস ছুটে আসতে আসতে বলতে লাগলেন ” ” ওহ নো , আই উইল মেক হিম ন্যাকেড, আই উইল মেইক হিম নেইকেড।””

১০। ক্লাস টেন এ থাকতে একবার লাঞ্চ এ সেকেন্ড বেল পড়ে যাবার পরও বসে বসে হাড্ডি চিবুচ্ছিলাম। ডি এম ছিলেন মতিউর রহমান স্যার (বর্তমানে অস্ট্রেলিয়ায়)। তিনি এগিয়ে এসে আমাকে বললেন “” তুমি কি রাক্ষস? প্লেট টাও খাইয়া ফেলবা নাকি?”””

১১। আরেকবার স্টাফ এক ক্যাডেটএর সাথে কথা বলার সময় আরেক ক্যাডেট মাঝখান থেকে কথা বলে উঠলে স্টাফ বললেন ” আই টক হি টক, হোয়াই ইউ মিডেল টক।” (এফ সি সি)

১২। আমাদের অঘটন ঘটন পটীয়সি বন্ধু শাওকী এস এস সি টেস্ট পরীক্ষার সময় একদিন পরীক্ষা শুরুর আগে হঠাৎ আডিটরিয়ামের টব থেকে একটা বড়সড় পাথর তুলে বোলিং করলো, আর বল গিয়ে বিকট শব্দে আঘাত করলো অ্যাডজুট্যান্ট এর রুম বরাবর দরজায়। প্রিন্সিপাল , অ্যাডজুট্যান্ট ছুটে এলেন।
হুমকি ধামকি চলছে, এমন সময় অ্যাডজুট্যান্ট প্রিন্সিপাল স্যার কে বলছেন ” স্যার, আই থট কুমিল্লা ক্যাডেট কলেজ ইজ আন্ডার এয়ার অ্যাটাক।”
আরেক স্যার বললেন, ” স্যার, এই ছেলে শিল্প বিদ্বেষী।” (দরজার পাশে একটা শিল্প কর্ম ছিল)
আর প্রিন্সিপাল স্যার বললেন ” এই কাজ এর প্লান নির্ঘাত ইয়াজদানী দিসে।( ঈয়াজদানী প্রিন্সিপাল স্যার এর কাছে হেব্বি কালারড ছিল। ই ডি তে রেকর্ড হোল্ডার :salute: ) ইয়াজদানী শাওকীরে পাথর দিয়া হাতে হাত দিয়া রক্ত শপথ করাইসে। কইসে, শাওকী মার। এই কলেজ ধ্বংস কইরা দে। ( ইয়াজদানী অইদিন তখনো হাউসে ঘুমাইতেসে। আরেকটা ইডি ইস্যু হইল।)

১৩। একবার কেমিস্ট্রির এক স্যার নাইট ডি এম ছিলেন।রাতে স্যার করিডোর এ হাঁটছিলেন, অপর পাশ থেকে আমাদের আজিজুল টয়লেট এ যাবার জন্য বের হয়েছে। ১৮ নং রুমের কাছে একটা ৯০ ডিগ্রী মোড় আছে। আজিজুল কে স্যার আসতে দেখেননি, আজিজুল ও স্যারকে দেখেনি। মোড় ঘুরতেই দুজন ধাক্কা খেল। সাথে সাথে স্যার ও মাগো বলে চিৎকার দিয়ে উঠলেন। তারপর তাড়াতাড়ি আজিজূল কে জিজ্ঞেস করলেন, আজিজুল ভয় পাইসো নাকি। আজিজুল মাথা নাড়ে। এবার স্যার বললেন, যাক তাহলে ছাত্র শিক্ষক উভয়ই ভয় পাইছে।

অ.ট. আরো কিছু বাণী আছে যা দিতে পারলাম না, ওগুলো শ্লীলতার মধ্যে পড়েনা। এখানে দেয়া বাণী গুলো কারো খারাপ লাগলে ক্ষমা করবেন।

৭,৩৫৪ বার দেখা হয়েছে

৬৯ টি মন্তব্য : “বাণী চিরন্তণী – ক্যাডেট ভার্সন”

  1. হুমায়রা(২০০২-২০০৮)

    ২ নম্বরটা পুরাই আমাদের হাউস এর কথা হইয়া গেসে 😀 😀 😀
    " ইয়াজদানী শাওকীরে পাথর দিয়া হাতে হাত দিয়া রক্ত শপথ করাইসে। কইসে, শাওকী মার। এই কলেজ ধ্বংস কইরা দে" - হায় রে ইম্প্রেশন!!!!!!!!!! 😕 😕 😕
    মজা পাইসি চরম.............. :pira:

    জবাব দিন
  2. আছিব (২০০০-২০০৬)

    😀 আমাদের অ্যাডজুটেণ্ট শফিউল্লাহ মাস্তান স্যার 😕 ডায়লগবাজিতে ওস্তাদ ছিলেন।একবার সুরল-সোজা কেরামত স্টাফ কে হুংকার দিলেন,"কেরামত!দৌড়াইতে পারো না?১০ সেকেন্ডের মধ্যে তোমার হাউসের (খালিদ হাউস) সবগুলারে যদি ফল ইন না করাইছো,তাইলে এমন ব্যবস্থা করবো যে বঊ এর সামনে যাইতে লজ্জা পাবা।" :grr:

    জবাব দিন
  3. সাজেদ (২০০৪-২০১০)

    :pira: :)) =)) :khekz:
    awesome..............
    আমাদের এক স্টাফ এর কথা মনে পড়ল।
    কাউকে ধরলেই তার ডায়লগ ছিল, "কেয়ামত পরজন্ত ফ্রন্ট রল ইশটারট"
    মজা পাইছি ভাই পড়ে। খুশিতে :frontroll: দিয়া দিলাম। (সম্পাদিত)


    "মরনের বীথিকায় জীবনের উচ্ছ্বাস,

    জীবনের যাতনায় মৃত্যুর মাধুরী"

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।