১। কামরুল স্টাফ এর কমন ডায়লগ – স্টার্ট ফ্রন্ট্ররোল বিগিন
২।ক্যাডেটদের উৎসাহ দিতে গিয়ে ওভার অল ডের আগের দিন হাউস এসেম্বলি তে গোমতীর হাউস মাস্টার- ( অলরেডী পযেন্ট এর ব্যবধান এতই বেশী যে গোমতী থার্ড নিশ্চিত )
” স্টিল দেয়ার ইজ এ হোপ টু বিকাম চ্যাম্পিয়ন”
৩। আমাদের সারোয়ার ভাই একবার লাইটস অফ এর পর তিতাস হাউস এ এলেন আর পড়ে গেলেন হাউস প্রিফ্রেক্ট এর সামনে।
হাউস প্রিফেক্ট এর প্রশ্নঃ who was you?
সারোয়ার ভাই এর উত্তরঃ i was sarowar.
৪।ড্রিল গ্রাঊন্ডএ ধীরে চল করার সময় কিছু ক্যাডেট হাসাহাসি করছিল।
অ্যাডজুটেন্ট শাউট করলেন ” হু ইজ লাফিং দেয়ার ”
সাথে সাথে হাউস স্টাফ চিৎকার দিলেন ” কে লাফাইতাসে কে”
৫।একবার পি টি তে অ্যাডজুটেন্ট এক্সকিউজ পার্টির এক ক্যাডেট এর সাথে কথা বলছেন –
অ্যাডজুটেন্টঃ u cadet, come here, whats your problem?
ক্যাডেটঃ (চেক দিয়ে) sir, pain in leg sir.
অ্যাডজুটেন্টঃ sorry, pain in balls?
৬।প্যারেড গ্রাউন্ড এ এক ক্যাডেট এর উদ্দেশ্যে সি এস এম স্টাফ ” পা উঠেনা? এমন কাজ করবোনা, পা সারাক্ষন উইঠাই থাকবে।”
৭। একবার এক শীতের রাতে আমার তিন বছরের সিনিয়র দুই জন ক্যাডেট প্রকৃতির ডাকে সাড়া দিতে রুম থেকে বের না হয়ে জানালা দিয়েই কাজ সারছিলেন।(২৩ নং রুম) । কাকতালীয় ভাবে প্রিন্সিপাল স্যার বেরিএছেন হাটতে। শুকনো পাতায় কিছু পড়ার শব্দ শুনে টর্চ মেরে বলে ঊঠলেন…
” hey cadet, everything is visible from here ”
৮। কলেজে নতুন ক্লাস সেভেন এসেছে। তো গ্রাউন্ডে ড্রিল করার সময় এক ক্যাডেট এর কান্ড বর্ননা করছেন হাউস স্টাফ – ” গিয়া দেখি মাছুম বাচ্চা কানতাছে, কাছে গিয়া দেখি গন্ধ করতাছে, প্যান্ট খুইলা দেখি হাইগা দিছে।
৯। একবার আমাদের টাওয়েল পরার বিরুদ্ধে গেরুলাস (নিক নেম) স্যার এর নেতৃত্বে স্যাররা হেব্বি পেইন দিতে লাগলেন। ওই সময় এক দুপুরে এক ক্যাডেট কে টাওয়েল পরে গোসল করতে যেতে দেখে গেরুলাস ছুটে আসতে আসতে বলতে লাগলেন ” ” ওহ নো , আই উইল মেক হিম ন্যাকেড, আই উইল মেইক হিম নেইকেড।””
১০। ক্লাস টেন এ থাকতে একবার লাঞ্চ এ সেকেন্ড বেল পড়ে যাবার পরও বসে বসে হাড্ডি চিবুচ্ছিলাম। ডি এম ছিলেন মতিউর রহমান স্যার (বর্তমানে অস্ট্রেলিয়ায়)। তিনি এগিয়ে এসে আমাকে বললেন “” তুমি কি রাক্ষস? প্লেট টাও খাইয়া ফেলবা নাকি?”””
১১। আরেকবার স্টাফ এক ক্যাডেটএর সাথে কথা বলার সময় আরেক ক্যাডেট মাঝখান থেকে কথা বলে উঠলে স্টাফ বললেন ” আই টক হি টক, হোয়াই ইউ মিডেল টক।” (এফ সি সি)
১২। আমাদের অঘটন ঘটন পটীয়সি বন্ধু শাওকী এস এস সি টেস্ট পরীক্ষার সময় একদিন পরীক্ষা শুরুর আগে হঠাৎ আডিটরিয়ামের টব থেকে একটা বড়সড় পাথর তুলে বোলিং করলো, আর বল গিয়ে বিকট শব্দে আঘাত করলো অ্যাডজুট্যান্ট এর রুম বরাবর দরজায়। প্রিন্সিপাল , অ্যাডজুট্যান্ট ছুটে এলেন।
হুমকি ধামকি চলছে, এমন সময় অ্যাডজুট্যান্ট প্রিন্সিপাল স্যার কে বলছেন ” স্যার, আই থট কুমিল্লা ক্যাডেট কলেজ ইজ আন্ডার এয়ার অ্যাটাক।”
আরেক স্যার বললেন, ” স্যার, এই ছেলে শিল্প বিদ্বেষী।” (দরজার পাশে একটা শিল্প কর্ম ছিল)
আর প্রিন্সিপাল স্যার বললেন ” এই কাজ এর প্লান নির্ঘাত ইয়াজদানী দিসে।( ঈয়াজদানী প্রিন্সিপাল স্যার এর কাছে হেব্বি কালারড ছিল। ই ডি তে রেকর্ড হোল্ডার :salute: ) ইয়াজদানী শাওকীরে পাথর দিয়া হাতে হাত দিয়া রক্ত শপথ করাইসে। কইসে, শাওকী মার। এই কলেজ ধ্বংস কইরা দে। ( ইয়াজদানী অইদিন তখনো হাউসে ঘুমাইতেসে। আরেকটা ইডি ইস্যু হইল।)
১৩। একবার কেমিস্ট্রির এক স্যার নাইট ডি এম ছিলেন।রাতে স্যার করিডোর এ হাঁটছিলেন, অপর পাশ থেকে আমাদের আজিজুল টয়লেট এ যাবার জন্য বের হয়েছে। ১৮ নং রুমের কাছে একটা ৯০ ডিগ্রী মোড় আছে। আজিজুল কে স্যার আসতে দেখেননি, আজিজুল ও স্যারকে দেখেনি। মোড় ঘুরতেই দুজন ধাক্কা খেল। সাথে সাথে স্যার ও মাগো বলে চিৎকার দিয়ে উঠলেন। তারপর তাড়াতাড়ি আজিজূল কে জিজ্ঞেস করলেন, আজিজুল ভয় পাইসো নাকি। আজিজুল মাথা নাড়ে। এবার স্যার বললেন, যাক তাহলে ছাত্র শিক্ষক উভয়ই ভয় পাইছে।
অ.ট. আরো কিছু বাণী আছে যা দিতে পারলাম না, ওগুলো শ্লীলতার মধ্যে পড়েনা। এখানে দেয়া বাণী গুলো কারো খারাপ লাগলে ক্ষমা করবেন।
১ম 😀 😀 😀
~x( আবারো ২য়.............
জোশ ভাই,গ্রেট কালেকশন :)) =)) :awesome:
এবার পইড়া ১ম,প্রথম বার ১ম,
:clap: :clap: :clap:
খুব মজা পাইলাম পড়ে =))
জটিল মজা পাইলাম..... =)) :clap:
খুব ভালো লিখছ। এক কথায় অসাধারণ।
=))
১২ নম্বরটা 'সেরকম' হয়েছে। =)) =))
১২ নম্বরটা মহা জটিল............ =)) =)) =))
ওস্তাদরে :boss: :boss: :boss:
:clap:
শাওকীর কথা মনে আছে, ও অসম্ভব দুষ্টু ছিল। এখন কোথায় আছে, কি করছে?
মজা পেলাম পড়ে। 🙂
শাওকী ভাই আমার গাইড ছিল।বস মানুষ।এখন NSU তে ...।
হায়দার ভাই, সবগুলাই জানতাম আগেই তবু আবার পড়েও বহুত মজা পাইলাম।এইগুলা সারাজীবন শুনলেও বোধহয় বিরক্ত লাগবে না।পুরান কথাগুলা আবার মনে করায় দিলেন ভাই।
এই মালটারে আমার সাথে পরিচয় করায় দিস।কোন সেমিস্টার? কি পড়ে?কি সাঙ্ঘাতিক!!!!
:khekz:
চঅঅঅঅরোওওওওওওওওওওম
:salute:
:)) :khekz: =))
কঠ্ঠ্ঠিইইন...
=)) জাক্কাস :thumbup:
:khekz: :khekz: :khekz:
গুরু :boss: :boss: :boss:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
=)) =)) হাসি থামাইতে পারতেসিনা :))
:khekz: :khekz: =)) :pira: :pira:
শাওকীরে নিয়া একটা পোস্ট দিমু ভাবতাসি... 😀
অতি দ্রুত বানা . 😀
ওরেনারেনা..হাস্তেস্তেগ্রগ্রি :goragori: :goragori:
ইয়াজদানএর কয়টা ইডি ?
ভাই , ৫০ টা হয়ে যাবার পর আর কাউন্ট করা হয়নাই। আমরা কলেজ থেকে পাস আউট করার পরও ১৫ টার মত বাকী ছিল।
হা হা পি গে :pira: :pira: :pira:
সেই রকম হইছে ... সিরিজ নামাইয়া ফ্যাল
:khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
Life is Mad.
x-( টুশকি দিবেন না ভাবীরে আপনের নামে উলটা সিধা কথা কইয়া কানপড়া দিমু? x-(
২ নম্বরটা পুরাই আমাদের হাউস এর কথা হইয়া গেসে 😀 😀 😀
" ইয়াজদানী শাওকীরে পাথর দিয়া হাতে হাত দিয়া রক্ত শপথ করাইসে। কইসে, শাওকী মার। এই কলেজ ধ্বংস কইরা দে" - হায় রে ইম্প্রেশন!!!!!!!!!! 😕 😕 😕
মজা পাইসি চরম.............. :pira:
😀 :))
মানুষ তার স্বপ্নের সমান বড়
😀 আমাদের অ্যাডজুটেণ্ট শফিউল্লাহ মাস্তান স্যার 😕 ডায়লগবাজিতে ওস্তাদ ছিলেন।একবার সুরল-সোজা কেরামত স্টাফ কে হুংকার দিলেন,"কেরামত!দৌড়াইতে পারো না?১০ সেকেন্ডের মধ্যে তোমার হাউসের (খালিদ হাউস) সবগুলারে যদি ফল ইন না করাইছো,তাইলে এমন ব্যবস্থা করবো যে বঊ এর সামনে যাইতে লজ্জা পাবা।" :grr:
:khekz: =))
😛 স্যার রে তো তুইই এই ব্লগে আঞ্ছোস সেইটা মনে হয় ভুইলা যাইতাছোস? 😛
তো কি হইছে,স্যারের বাণী তো ভুল হইতে পারে না :grr: =))
=)) =))
আ পিস অফ কালেকশন :boss: :boss: :boss: :boss: :tuski: :tuski:
আছিব ভাই চরম চরম :khekz: :khekz: :khekz: :pira:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
B-) আরে ভাই,স্যারদের কীর্তি নিয়ে দিমুনে একটা ব্লগ,ডায়লগের দেখছ কি! 😀
:boss: :boss: :boss: :boss:
R@fee
:clap: :clap: :clap: :clap: :clap:
হাইদার ভাই। খুব মজা পেলাম। অন্নেক দিন পর কলেজ footing এ ফিরে আসলাম। আর মনে পরে গেল আমাদের এক HP ছিল। যার নিক নেম ছিল (text is censored).
ফয়সল নিক টা লুকাইলি কেন...????
=)) =)) =)) =))
হায়দার দোস্ত,
ব্লগে নতুন আসলাম। এসেই তোর এই পোস্ট দেখে বিরাট মজা পাইছি। :clap: সাবাশ, আরও চাই ।।।
চরম হইসে ভাই :gulli2: :gulli2: :gulli2:
এফ সি সির কাহিনির staff এর নাম ছিল মনে হয় "বিমল" 😀
"আই থট কুমিল্লা ক্যাডেট কলেজ ইজ আন্ডার এয়ার এ্যাটাক "
=)) =)) =)) :boss: :boss:
সিক্যুয়াল দেন ভাই! :salute: :salute: :thumbup:
\"why does the weasel go pop? does it matter?
if life is enjoyable, does it have to make sense?\"
“আই থট কুমিল্লা ক্যাডেট কলেজ ইজ আন্ডার এয়ার এ্যাটাক ” :pira: :khekz: :khekz: :khekz: :khekz: :goragori:
:khekz:
ভাই পাঙ্খা কালেকশান :thumbup:
=)) =)) =)) বরই আনন্দ পাইলাম........
অসাধারন! আরোও চাই।
_____________________
আমি বাংলাদেশী হিসেবে গর্বিত
কোপ্পা হায়দার ভাই, সেইরাআআআম কোপ্পা হইসে
=)) =)) =)) =)) =))
~x( :goragori: :goragori: :goragori: :goragori: :awesome: :awesome: :awesome: :)) :)) :)) :)) =)) =)) =)) =)) আরো চাই
জাস্ট চয়ম!!!!! :)) :)) :)) =)) :clap: :boss: ::salute::
haider shaokee re nia ro kisu likh. =)) 😀 🙂 ....o ekhn koi ?
........জানের ভয় আছে কিন্তু রকিব ভাই।
.........এখন Nokia Siemens Networks এ জব করে।
কোপাকুপি হইসে হাদু............
আর শাওকী জয়েন করার পর নকিয়া সিমেন্স এর সিস্টেম ডাউন হয়ে গেসে।।।।।। :))
......আসলেই ঘাপলা করছে নাকি কোন ???
:frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
:khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
:just: ::salute::
ভাই আপনাকে :salute: আর ইয়াজদানিকে :boss: :boss: :boss: :boss: :boss: :boss:
হা হা !!
ভালো লিখসোস হায়দার !!
আর ওইটা কি আমাডের সারয়ার ছিলো???
আদনান
১৮/৯৭
ককক
exelent!!!!
:chup: :chup: :awesome: :gulli2:
:salute: :salute: :salute: :salute: ::salute:: ::salute:: ::salute:: :p
রক্তিম প্রসাদ প্রাচীরে বন্দি সবুজ মায়া
এরি মাঝে খুজে ফিরি নিজের অচেনা ছায়া..
ভাইরে চরম!!! হাসতে হাসতেই শেষ !!!
Excellent!!
:pira: :)) =)) :khekz:
awesome..............
আমাদের এক স্টাফ এর কথা মনে পড়ল।
কাউকে ধরলেই তার ডায়লগ ছিল, "কেয়ামত পরজন্ত ফ্রন্ট রল ইশটারট"
মজা পাইছি ভাই পড়ে। খুশিতে :frontroll: দিয়া দিলাম। (সম্পাদিত)
"মরনের বীথিকায় জীবনের উচ্ছ্বাস,
জীবনের যাতনায় মৃত্যুর মাধুরী"
ভাইয়া চরম হইেছ আরো্ েলখা চাই ::salute::
keep it up
চার নম্বরটা চমৎকার হয়েছে।