once upon a time অর্থাৎ একদা এক সময় আমরা যখন বাংলা মিডিয়ামে পড়তাম তখন দৌর্দন্ড প্রতাপশালী শিক্ষকদের বাক্যের কারুকার্য দেখাতে তেমন একটা কষ্ট পেতে হতোনা।মাতৃভাষায় মনের মাধুরী মিশিয়ে ভাষার নানা কারুকার্য তারা আমাদের অর্থাৎ ক্যাডেটদের মাঝে উপস্থাপন করতেন। শিক্ষকদের সেই সোনালী সময় থেকেই শুরু করি।
# নাম্বারঃ১
আমাদের এই শিক্ষকটি ব্যাপক ভাবে টাঙ্গাইল বিদ্বেষী মানুষ ছিলেন(এখন আছেন কীনা জানিনা।)জুনিয়র থাকাকালীন সময় থেকেই আমরা টাঙ্গাইলের যারা ছিলাম তারা নানান ভাবে শুধু টাঙ্গাইলে বাস করার অপরাধে(?) কোন কারণ ছাড়াই নানা সময়ে অপদস্থ হয়েছি। আর ফল্ট সহ তার কাছে ধরা খাইলে তো কথাই নাই।পরে তার এই টাঙ্গাইল প্রীতির কারণ হিসেবে যা উদ্ঘাটিত হল তার সারমর্ম হচ্ছে- এম সি সি তে তিনি যখন জুনিয়র টীচার হিসেবে জয়েন করেছিলেন তখন টাঙ্গাইলের কতিপর সোনার সিনিয়র দ্বারা ক্লাস সেভেন এর সমতূল্য সমাদর এর স্বীকার হয়েছিলেন।(সেই সমাদর এর কথা নাই বলি) । তখন থেকেই তার এই ক্ষোভের শুরু।আর চিপায় পড়ে আমাদের পূর্বসূরির প্রায়শ্চিত্ত করতাম আমরা,মানে টাঙ্গাইলের গুলা।তার সামনে কেউ কোন ফল্ট করলেই প্রথম প্রশ্ন- “বাড়ি কুথ্থায়?? টাঙ্গাইল??”এর উত্তর যদি “হ্যা” হয় তাইলে তো কথাই নাই।এমন ভাবে মাথা নাড়তেন যে এমনটিই তো হবার কথা ছিল।
আর মাঝে মাঝে উত্তর “না” হলেও কেউ কেউ পার পেতোনা।এই যেমন আমার ক্লাসমেটকে স্যার কি ফল্ট এর জন্য জানি ধরেছে। তো প্রথমেই সেই চিরন্তন প্রশ্ন। উত্তর এলো- “জ্বীনা স্যার।”
তারপর জিজ্ঞেস করলেন
– “তাহলে বাড়ি কুথ্থায়?? ”
-“স্যার,ময়মনসিংহ।”
এইবার আর পায় কে? স্যারের মুখে যুদ্ধজয়ের হাসি।এরপর তার সেই মহান গবেষণালব্ধ ফল প্রকাশ করলেন-
–“ওই তো একই কথা হল। ময়মনসিংহ তো টাঙ্গাইলের উপর দিয়েই যেতে হয়!!?##৳%@!!”
# নাম্বারঃ ২
এই স্যারটা বাংলা পড়াতেন আমাদের। সিনিয়র ক্যাডেট কলেজ থেকে মাত্র আমাদের কলেজে টেক অফ করেছেন।প্রথম কয়েকদিনেই পোলাপান বুঝে গেল এই স্যার কিছু কিছু দিক দিয়ে আমাদের চেয়েও পুংটা টাইপের!!সে ক্লাসে আসলে দেখা যেত ক্লাস বহির্ভূত নানা বিষয় নিয়েই বেশি আলাপ হত।এমন কোন বিষয় ছিলনা যেটা নিয়ে আলাপ হতোনা তা সে ভালই হোক আর আপাতদৃষ্টিতে মন্দই হোক(চাম হাসি)।তো এরকমই একটা ক্লাসের কথা।কথায় কথায় আমার এক ক্লাসমেট হঠাৎ কি মনে করে জানি স্যারকে বলেছে যে-
-স্যার,আপনাকে ফ্রেঞ্চ কাট রাখলে দারুন মানাবে।
স্যারের জবাবটা ছিল এরকম…
“কোন জায়গায়?? উপরে না নিচে??”
এই ঘটনার পর থেকে রাস্তাঘাটে ফ্রেঞ্চকাট কাউকে দেখলে আমারও কেমন সন্দেহ লাগে । খালি উপরে নাকি নিচেও- স্যারের এই বাতিক এর স্বীকার এখন আমিও আর কি।
# নাম্বার ৩
এই কাহিনীও দুই নাম্বার ঘটনার স্যারের কথা।কলেজে তার কয়েকদিন যাবার পর পরই খবর হলো যে স্যার নাকি বাবা হতে যাচ্ছেন।এটা শুনে স্যারের ক্লাসে আমাদের আলোচনার আরো একটা বিষয়বস্তু বাড়লো।স্যারের ক্লাসটা এখন যেন একেবারে রসে টইটম্বুর করে।অতঃপর কয়েক দিন যেতে না যেতেই সেই সুসংবাদও এল।স্যার অলরেডী বাবা হয়ে গিয়েছেন। তো আমরাও নেক্সট ক্লাসের অপেক্ষায়,স্যার কখন আসবেন।পরের ক্লাসে স্যার আসতেই আমার সেই ফ্রেঞ্চকাট উপদেষ্টা ক্লাসমেটই আবার আগবাড়িয়ে জিজ্ঞেস করলো-
-স্যার,আপনি কি ছেলের বাবা নাকি মেয়ের বাবা হইলেন??
আমরাও হাসিমুখে স্যারের দিকে চেয়ে। নতুন বাচ্চা জন্মের পথ ধরে আরো কোন নতুন ডায়লগের জন্ম হয় কীনা।
স্যার এবারো আমাদেরকে নিরাশ করলেন না।স্বভাবসুলভ মেকি গাম্ভীর্য মুখে ঝুলিয়ে ঘোষণা করলেন
– “পরিবারে একটা নুুর সংখ্যা বাড়সে আর কি!!!”
(এই ডায়লগ মেলোডি পূর্ব ঘোষণা না দেয়া পর্যন্ত আরো কিছুদিনের জন্য চলিতে থাকিবে।)
dosto moja paisi....hehehhee...sesher ta jotil hoise:D
jodi meye hoto sir er , taile sir ki bolto tai vabtesi ami... boroi chintar bishoy...
সরাসরি শোনার পর যে মজা পাইছিলাম, এখন আবার সেই একই মজা পাইলাম। সেইরকম সেইরকম আরও ডায়লগ সংকলন চাই।
dost amar shob mone nai...r ami amader form er gulai jani kisu kisu...tuhin should come forward with his vast experience 😛
কিরে এইখানে কমেন্ট এত কম কেন????পুরান লিখাগুলা রিভাইস কর্তেছি আরকি।
:khekz: :gulti: :khekz: :gulti:
এইটা কার কথা বল্লা ?
স্যারকে আপনারা পান নাই
সাতেও নাই, পাঁচেও নাই
জিহাদ ভাই, আমরা ২টারে ই শেষ পর্যন্ত পাইয়া আসছি........তার মধ্যে ১ম জন আমাদের ফর্ম মাস্টার হয়েছিলেন শেষ পর্যন্ত.....উনি আরো হ্যান্ডসাম হয়েছেন..........
পরের জন আরো অনেক ডায়ালগ দিয়ে এখনও কলেজ কে সমৃদ্ধ করে যাচ্ছেন....কিন্তু ক্যাডেট রা তার চেয়েও জালাময়ী ডায়ালগ দেয়........যেমন
MCC র ৪০তম ব্যাচ (২০০২-২০০৮) এর ব্ল্যাকবোর্ড, এ স্যার এর নাম এর পাশে লেখা _______(bb)...........স্যার এসে বলে "কিরে ,নাম এর পাশে bb ক্যান?? bb মানে কি?? বাংলা ভাই? না বঙ্গবন্ধু ?
পোলাপান এর তাৎক্ষনিক উত্তর , "না স্যার, ব াল ব্যাটা" :khekz:
জিহাদ ভাই............আপ্নাকে :salute:
আপনার লেখার একজন বিশাল fan হয়ে গেসি আমি।
টেবিল ফ্যান নাকি সিলিঙ ফ্যান? নাকি গরুরে খাওয়ানোর ফ্যান??
তুহিনকে নিয়া আয়।
আসলাম। এখন?
আইচস খুব ভালা হইসে।
এখন কিয়ামত পর্যন্ত :frontroll: :frontroll:
দিতে থাক।
পোস্ট কন্টিনিউ কর কেউ । লাগলে আমিও লেখুম নে ।
খাইছে রে!!!!!! :pira: :pira: :pira:
সেইরা'ম হইসে বারাদার.........
=)) =)) =)) =)) =))
Life is Mad.
ভাইয়া আর লিখলে না কেন??? 🙂
খুব ভালো লেগেছে, আবার লিখো 🙂
:clap: :clap: :clap:
=)) =)) =))
আমি বহুত আগে থেইকাই মাল্কোবির ফ্যান
প্রথম জন কে ? কমন পরার চান্স আছে I নাম প্রকাশ করতে না পারলে ও Subject তা প্রকাশ কর....
গণিত ... নামের দুই অক্ষর হলো আ. ম
দোস্ত,২য় স্যার কি এফসিসি থেকে গেসিলো???সাইফুল আলম নাকি??? 😀
😀 😀 ........... :)) :)) ........... । :clap: :clap:
চলো বহুদুর.........
এই দুইজন অক্ষনো বহাল তবিয়তেই আছে....... 😀
চলো বহুদুর.........
:boss: :boss: জিহাদ ভাই চালায়া যান।
আমাদের ম্যাথ্স এর ফজলুল করিম স্যার নাকি তার ছেলের নাম রাখছে ............ "থিটা".....!! :)) :)) :boss: :boss: ( জনৈক ক্যাডেটের বানানো ) 😉 😉
মাহমুদ
পরিবারে একটা নুনুর সংখ্যা বাড়সে আর কি!!! =))
আমাদের কলেজেও টাঙ্গাইলের পুলাপাইন ভুগতো।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ