অতোটা পথ ঘেঁটে
শেষতক রিডিং রুম এসে
প্রায়-ছেঁড়া স্যান্ডেল ছেড়ে
কার্পেটের তুলতুলে পেটে
তুমুল হাঁপাচ্ছিলো
ধুলোমাখা,
খরখরে দশটি আঙুল।
পাশেই
শাড়ির সবুজ পাড় ঘেঁষে
জারুল বরণ নোখপালিশ
মেলে ধ’রে
একজোড়া পরিপাটি পাতা
‘এক্কেবারে যা তা’
অস্ফুটে বলে ওঠে।
হয়তো হবেনা বলা ঠোঁটে,
আঙুলগুলো অবিরাম ভাবে
সনখ-ঝাঁপানো
ধুলোমাখা চুমোর এলোমেলো কথা।
ওপরে শুধু পাতা উল্টে চলে,
রাজত্ব করে প্রাত্যহিক নীরবতা।
১৮ টি মন্তব্য : “পাঠে যেদিন মন বসেনি”
মন্তব্য করুন
সুন্দর
ধন্যবাদ।
গোছালো একটা ভাব আছে!!! :clap:
অনেকদিন পড়ে নূপুর ভাই, আছেন-টাছেন কেমন?
কবিতা বরাবরের মতই, 🙂
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বেঁচে আছি বুঝলা?
নতুন জায়গায় এসেছি কাজ নিয়ে,
ব্যস্ত সময় কাটছে।
তুমি ভালো?
কতদিন পর নূরুর ভাই 🙂 কবিতা বরাবরের মতই দারুন :boss:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
থ্যাংকস আকাশ।
খবর টবর কি?
দাদা, অনেকদিন পরে এলেন। কবিতা বরাবরের মতই ঝাক্কাস। :clap: :boss:
চ্যারিটি বিগিনস এট হোম
সময় এতো কমে গেছে আজকাল।
এখানে আসার সময়ই করে উঠতে পারিনা।
তুমি ভালো?
আছি ভালই।
আসলেই সময় বের করা দিন-দিন বড্ড কঠিন হয়ে যাচ্ছে।
চ্যারিটি বিগিনস এট হোম
:clap: :clap:
নুপুর দা,
আপনার প্রাত্যহিক নীরবতার খানিকটা মেখে নিলাম
চোখে
মুখে
মনে।
সুন্দর । :clap:
সৈয়দ সাফী
অনেক ধন্যবাদ হে।
কেমন চলছে?
অনেকদিন পর আসলেন নূপুর দা। কেমন আছেন?
আপনার কবিতা নিয়ে নতুন করে কিছু বলার নাই, মুগ্ধতা থাকে সবসময়ই।
ভালোই আছি।
অনেকদিন পর এলাম।
তুমি কেমন?
ও নূপুর ভাই,
অনে কি ওবামার কান্ট্রিত চলি গিয়্যুইন!!
অনেকদিন পর সিসিবি'তে আসলেন। জীবনের চাপে বোধহয় পাঠ থেকে মন জোর করে ঠেলেও সরাতে পারছেননা 🙁 অথচ সরল সহজ স্বাভাবিকতাতেইতো মন পাঠ থেকে উঠে যেতে চাইতো!
সংসারে প্রবল বৈরাগ্য!
হ, আমি সেই কান্ট্রিতে
যেখানে ওবামাই বাবা-মা।
কি খাঁটি কথা যে বলসো!
ভালো আছো?
জ্বী বস্, ভালোই আছি মনে হয়। শুয়ে বসে সাথে একটা জন্ডিসাক্রান্ত মনিটরে নিজের দিকে তাকিয়ে থেকে থেকে পাঠে আর মনই বসাতে পারছিনা 😀
সংসারে প্রবল বৈরাগ্য!