১।
দিনের শুরু থেকে
গাড়ির হর্ণ
রিক্সার বেল বাজে
ফেরিঅলার কন্ঠে বাজে
পণ্যের বেসুরো বিজ্ঞাপন
ঘড়ির কাঁটায়
ঘন্টাগুলো বেজে যায়
বাজেনা কেবল
তোমার টেলিফোন
২।
আসুক তারা,
আসুক না দৌড়ে দৌড়ে
অথবা লেংচে লেংচে
কিংবা হামাগুড়িতে;
কিংবা না-ই আসুক
না এসেই বরং
জাগিয়ে রাখুক
কোনদিন এসে পৌঁছুনোর স্বপ্ন
৩।
তারা আসে
তারা যায়
কবি ব’সে
এই জায়গায়….
কেমন আছেন ভাইয়া?
অনেকদিন পর 🙂
একটা ছোট্ট ভুল হয়েছে। অনেকদিন পরে নয়; কয়েকদিন পর। 😛
চ্যারিটি বিগিনস এট হোম
আহমদ ভাই আমি অনেকদিন পর লিখেছি বলতে বোঝালাম, আমি'ই অনেকদিন পর নূপুর ভাইয়ার লেখায় মন্তব্য করেছি। ভুল হইনি কোন। 🙂
ঠিক। অনেকদিন পর এসে তারপর আবার কয়েকদিন পর। 🙂
বাহ! চমৎকার।
নূপুর'দা, আপনার পোষ্ট সিসিবির সদস্য হবার আগে থেকেই পড়ছি।
আমার বন্ধুয়া বিহনে
থ্যাংকস। আপ্লুত হইলাম।
এই স্বপ্নের মায়া কাটানো অনেক কষ্টের।
প্রথম দুইটা কবিতা আমার কাছে প্রতীক্ষা মনে হয়েছে। কিন্তু তৃতীয়টা ঠিক প্রতীক্ষা না উদাসীনতা- বুঝে উঠিনি।
নামকরণটা বুঝিনি, কিন্তু তিনটা কবিতাই অনেক ভাল লেগেছে ভাইয়া।
তৃতীয়টা আসলে নিস্পৃহতা। উদাসীনতা ঠিক নয়।
নামকরণ বিষয়ে: শব্দ আর প্রেমিকা, বড্ড ভোগায়.. বসিয়ে রাখে।
মনমতো আসেনা, কিংবা হয়না।
তাই দীর্ঘ প্রতীক্ষার প্রান্তে নিস্পৃহতা।
:clap: :clap: :clap:
চলো বহুদুর.........
:dreamy: :dreamy: :dreamy:
You cannot hangout with negative people and expect a positive life.
আহেম, ভাইয়া ডাউট আছে 😀
তোমার টেলিফোন বাজেনা মানে হইলো আপনি ফোন দেন না। আপনি ফোন দিলেই বাজবো। আপনি কারও অপেক্ষায় আছেন, নাকি অন্য কেউ আপনার অপেক্ষায় আছে, কোন বলতে চাচ্ছেন ;))
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
কোন*টা
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
নূপুরদা বৌদির ফোনের অপেক্ষায় আছে। কিন্তু বৌদির ক্রেডিট শেষ !
বুঝছেন ফজু ভাই?
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
বেকুব, তাইলে কবি লিখতো,
"বাজেনা কেবল
আমার টেলিফোন"
কিন্তু কবি বলেছেন, "বাজেনা কেবল, তোমার টেলিফোন"
কবি "তুমি" বলতে কি তাহলে নিজেকেই বুঝিয়েছেন? 🙁
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আচ্ছা বৌদি যদি গ্রামীনফোন ইউজ করে তাইলেতো "পে ফর মি" দিলেই হয়।
আর অন্য কোম্পানির জন্যতো কি কি সব যেন আছে অইগুলা দিলেই তো এত কষ্ট হয় না।
তয় কবিতাগুলা কিন্ত জোশ। :thumbup:
নুপূরদা, সবগুলান কেমন যেন বিষন্নতায় ভরা।
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
@ফয়েজ:
'তোমার টেলিফোন' মানে আমার টেলিফোন কিন্তু তোমার কল। কিন্তু একটা নির্দিষ্ট রিংটোন বা সময় থাকলে সেটা 'তোমার টেলিফোন এলো বা এলোনা'-য় দাঁড়ায় আর কি...
🙂
@ কামরুল:
কইতেসি তো শব্দ আর প্রেমিকাগো কথা, বহুবচনে। বৌদি আসে কোইথ্থেকা।
@ কিবরিয়া:
এটা যে সময়ে লেখা তখন বৌদি প্রেমিকাই ছিলো বটে। গ্রামীণের এত কেরামতি ছিলোনা। আমাদেরো মোবাইল ছিলোনা, মানে কিনে উঠতে পারিনি আর কি তখনো। কাজেই ল্যান্ডলাইনে কান পেতে থাকা ছাড়া আর কিছু করার ছিলোনা। 😀
এত্তো গুলা প্রেমিকা...আর আমার একটাও নাই... 🙁 :((
ধন্যবাদান্তে,
মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১
["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]
এক নম্বরটা খুব ভালো লেগেছে।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
অবসরগুলো খণ্ডিত আজ
ব্যস্ততার সাজ সাজ
রব মাঝে নেই সেইসব
শব্দহীন শব্দানুভব
:clap: :clap: :clap:
পরীক্ষা কেমন হচ্ছে হে।
এখন পর্যন্ত ভালোই হয়েছে। আর একটা বাকি। শল্যবিদ্যা প্রথম পত্র - মৌখিক ও ব্যবহারিক। পাস করলেই বাঁচি!
বস :boss:
ভাষা খুঁজে পাচ্ছি না। :hatsoff:
চ্যারিটি বিগিনস এট হোম
ধন্যবাদ! অনেক ধন্যবাদ!
আমার ধারণা ফোনের সাউণ্ড সিস্টেম ডাউন মারছে!ম্যাকার দেখাইলে ভাল হতনা দাদা!!! :grr:
যাইহোক,কবিতা আগেরগুলোর মতই সুন্দর :clap: :clap:
আমারো তাই মনে হয়। 😀
থ্যাংকস!
নূপূরদা,কমেন্ট পড়ে এখন ফোন এর ডাউটটা আমার মাথায় ও ঘুরতেছে :grr:
কবিতায় :thumbup: :thumbup:
জেরিন,
কবিতা চমৎকার হইছে :boss:
জবাব উপ্রে। 🙂
bah bah onekdin pore jora-shalik dekhlam 😉
Nupurda, kobte pore mone high thought jagroto hoice.....vaber jogote duniya podyomoy :hatsoff
হাই থট?
হোয়াই নট
হোয়াই নট!
পৌণপুনিক অচ্ছেদ্য চক্র। এড়ানো যায়না মনে হয়। এড়ানোর চেষ্টাও পৌণপুনিক :dreamy:
সংসারে প্রবল বৈরাগ্য!
:dreamy: :dreamy: :dreamy:
খন্ড খন্ড করে লিখেছেন সত্যি -
কিন্তু ফ্রেমটুকু চলমান।
প্রতীক্ষার আকুলতা থেকে শেষ এ যেয়ে ...নিস্পৃহতা পর্যন্ত।
এক সুতোয় গেঁথেছেন আপনার লেখনীতে।
:clap:
সৈয়দ সাফী
Ahaaa
ki darun Ki darun :clap:
ওবায়দুল্লাহ ভাইয়ের কমেন্ট পড়ে লাইক দিতে ইচ্ছা করছে। :boss:
নুপূরদা জটিল। :clap: প্রথমটা খুবি সুন্দর হইসে।একেই বলে বাস্তবসম্মত কবিতা।
আর বাকি ২টার থীম ভালো লাগসে। :clap: :clap: :clap: