একটি রেইডের পরিকল্পনা

গতকালকে ফেসবুকে একটি বাসার দারুন কিছু ছবি দেখলাম।বাসাটি এতই পছন্দ হয়েছে যে সেখানে রেইড করবার জন্যে আগ্রহী মানুষ খুঁজছি।ছবিগুলো দেখুনঃ

এই ড্রইংরুমে গিয়ে বসব সবাই...


পুরো রাজকীয় ব্যবস্থা...

শুধু বাড়ী নয়,মনে হচ্ছে সেখানকার খানাপিনাও জবরদস্ত,জিভে পুরোদস্তর জল আসতে বাধ্যঃ

আহা! এ্যারাবিয়ান স্টাইলের গ্রিল চিকেন...


চীজকেক...আমাকে তো আর ঠেকানো যাচ্ছেনা রেইড থেকে...

নতুন এই ডেজার্টটি চেখে দেখুন না!


এবার যে হাতে এগুলো রান্না হয়েছে সেই দ্রৌপদীয় হাতটি দেখুনঃ

হাতের মেহেদীর নকশাও কিন্তু এই দ্রৌপদীরই করা!

শুধু হাত নয়,বন্ধুবান্ধব সহ পুরো মানুষটাকে খুঁজে নিনঃ

বামদিক থেকে তৃতীয়(ডানদিক থেকেও) দুহাত ছেড়ে নৃত্যের ভঙ্গিমায় এই দুষ্ট বালিকাটিকে কেউ চেনেন কি?

এবার এই বাসায় বসবাসকারি একটি পরীকে দেখুনঃ

আমার পেশা সম্পর্কে এই পিচ্চির ধারণা- আচ্ছা পুলিশ মামা কি সারাদিন রাস্তায় থাকে??

এবার বলুন, রেইডে কে কে অংশগ্রহণ করবেন!!!!!

চীজ কেক আর নাম না জানা যে ডেজার্টটি দেখলেন,তার চাইতে অনেক অনেক অনেক বেশি মিষ্টি উপরের পরীটি এবং তার মা।কখনো সামনা-সামনি দেখা হয়নি,তার পরেও এই পিচ্চিটা আমাদের সবার ভাগ্নী হয়ে গিয়েছে,আর তার মা আমাদের আপু।এই আপুটাকে রাত-বিরাতে ফোন দিয়ে আমি জ্বালাতন করি,পরিচিতজনের খুবই জটিল সমস্যায় বিনা দ্বিধায় সাহায্য চাই।

আপুটার আজ জন্মদিন।প্রথম পাতায় একই লেখকের দুটো লেখা থাকা সমীচীন নয় তাই আমার ডেপুটি জন্মদিন প্রিফেক্টদের গরুখোঁজা খুঁজতে গিয়ে এই বিরতি।কাজের কাজ কিচ্ছু হলোনা,সব কয়টা গা-ঢাকা দিয়েছে।বিশেষ করে রকিব “ওয়ার্ল্ড টি বিজনেসম্যান সামিট ২০১০” এর নাম করে সেই যে গা ঢাকা দিয়েছে আর কোন খোঁজই পাচ্ছিনা।ইন্টারপোলের সাথে যোগাযোগ করে জানলাম সে জনৈক ডেনিশ ললনার সাথে আপাতত কোপেনহেগেনে আত্মগোপন করে আছে।বদটার খবর আছে…আসুক খালি!

আমি কিন্তু সিরিয়াস,রাজশাহী যাবার আগে আপুটার বাসাই রেইড করবোই।বিশেষ করে গ্রিল চিকেন আর চীজ কেক দেখার পর মস্তিষ্কের সমস্ত কোষ অনেক দিন পর “খাপো-খাপো” বলে শ্লোগান তুলেছে।

চলুন,লেঃ কর্নেল বজলুর রহমানের(আমাদের বজলু ভাই) আদরের তনয়া আমাদের জিতুপ্পির আস্তানায় সুস্বাদু খাবারের লোভে খালিপেটে ক’জন রাক্ষস হাজির হয়ে চিৎকার করে বলি-

হ্যাপি বাড্ডে জিতুপ্পি!!!!!!!

৯,৩০৫ বার দেখা হয়েছে

৮৪ টি মন্তব্য : “একটি রেইডের পরিকল্পনা”

  1. রুম্মান (১৯৯৩-৯৯)

    হ্যাপি বার্থডে দোস্ত


    আমার কি সমস্ত কিছুই হলো ভুল
    ভুল কথা, ভুল সম্মোধন
    ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
    সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
    ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
    আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

    জবাব দিন
  2. আহ্সান (৮৮-৯৪)

    শুভ জন্মদিন জিতু...

    মাস্ফ্যু,
    বিনা খরচে রেইডের প্ল্যান কইরা দিতে রাজি... শুধু শর্ত একটা...রেইডে নিঃশর্তভাবে স্ব-স্ত্রীক প্ল্যানকারীকে অংশ গ্রহণের সুযোগ দিতে হবে...

    জবাব দিন
  3. কামরুল হাসান (৯৪-০০)

    দেখতে দেখতে মেয়েটা বড় হইয়া গেল।
    আচ্ছা শুনলাম অভিনেত্রী দিলারা জামান নাকি আপনার ব্যাচমেট ছিল, সত্যি নাকি? :grr:
    চলেন যাই, তিন প্রহরের বিল ঘুইরা আসি। 😉


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  4. সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)

    একটা ছোট্ট নিবেদন পেশ করতে চাই এডু স্যার, মডু আর প্রিন্সু স্যারের কাছে। আমাদের সিসিবি নেক্সট গেটটুগেদারটা আমার ছোট্ট বাবুই পাখির বাসাতে করতে চাই। আমার মেয়ে তার এত্তো এত্তোগুল মামা, মামী আর খালা খালুদের দেখে খুব খুশী হত...এই জন্যই আর কি! তবে আশা করি পাঁচ তলার উপরে আমার এই ছোট্ট জংলাবাড়ি ভালো লাগবে আপনাদের।

    green patio in rain
    null
    null


    You cannot hangout with negative people and expect a positive life.

    জবাব দিন
  5. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    শুভ জন্মদিন জিতু। গতকালই খোমাখাতায় শুভেচ্ছা জানিয়েছিলাম। কিন্তু সিসিবিতে না জানালে যদি আবার খাদকের তালিকা থেকে বাদ যাই!! কেম্নে কি!!

    আবার বলি, "জীবন একটাই। এর প্রতিটি ফোটা উপভোগ করো। ভালো থেকো।"


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  6. সাব্বির (৯৫-০১)

    এখনও সময় আছে হ্যাপী বাড্ডে টা দিয়া দাওয়াত টা কনফার্ম কইরা নিই 😉
    অনেক অনেক শুভ জন্মদিন আপু :guitar: :guitar:
    আপু খানা-দানা গুলা দেখে এখনি উড়াল দিতে ইচ্ছা করছে। সাবার সাথে এবারের মত রেইড দিতে পারছিনা দুরত্বের জন্য। কিন্তু দেশে যখনই যাই, আপনার রক্ষা নাই,,,,,মুহাহাহহাহাহহাহহহ!!!!

    জবাব দিন
  7. সাইফ শহীদ (১৯৬১-১৯৬৫)

    জিতু,

    তুমি এর আগে ফেসবুকে লিখেছো DHL-এ কেক পাঠিয়েছো। এটার অবস্থাও কি ইউপিএস প্যাকেটের মত হল - কেকের বদলে অন্য কিছু মনে করলো কেউ। বলা যায় না - বুদ্ধি মোটা লোক তো সব দেশেই আছে।

    থাক - আবার কেক পাঠাবার দরকার নেই। বরং এটা তুলে রাখো ভবিষ্যতের জন্যে।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।