গত এক মাস ধরে এক ধরণের উত্তেজনার মধ্যে বাস করছি। বাসার অবস্থা বেরাছেড়া! সব লন্ডভন্ড, কোনো কিছু জায়গামতো নেই! অতিথি ঘরটা ফাঁকা পড়ে আছে। ভেতরের ঘরগুলোর অবস্থাও তাই। উত্তেজনায় টানটান হয়ে আছি একা আমি নই, বাসার সবাই। কেমন একটা উৎসব উৎসব ভাব। সব বাধাছাদা হয়ে গেছে। গাড়িতে, ঠেলায় করে হাড়ি-পাতিল, থালা-বাসন, কাপড়-চোপড়, কিছু কিছু ফার্নিচার চলে গেছে আরেক বাসায়। আমাদের নতুন বাসায়। কবে যাবো সেখানে?
এক.
ছোট বেলার স্মৃতি বলতে আবছা আবছা ফাতেমা জিন্নাহ আর আইয়ুব খানের নির্বাচনের কথা মনে পড়ে। বাসায় এ নিয়ে বড়দের মধ্যে কথা হতো। প্রচণ্ড আগ্রহ নিয়ে রেডিওতে ফাতেমা জিন্নাহ’র খবর শুনতো সবাই। ওই সময় কে জানি, সম্ভবত আমার বড়বাবা (মায়ের নানা) আমার জন্য একটা কাগজের সাপ কিনে এনেছিলেন। সেটার সুতো টেনে-ছেড়ে আমি মতিঝিল কলোনীর ঘরে খেলতাম। হ্যা, বাবার চাকরির সুবাদে মতিঝিল কলোনীতে ‘৭৮-৭৯ সাল পর্যন্ত ছিলাম আমরা। প্রথম বাসাটা ছিল শাহজাহানপুরের উল্টোদিকে তিনতলায়, আমি তখন অনেক ছোট। ৮৮ বা ৮৯ নম্বর ভবনের ওই বাসার কিছুই আমার মনে নেই। তবে ভবনটির পাশ দিয়ে জীবনে যতোবার গেছি, ততোবারই চোখটা সেখানে চলে যেতো। আজও যায়।
তারপরের বাসাটা ছিল পীরজঙ্গি মাজারের উল্টোদিকে ১১ নম্বর ভবন। পাশের বাসায় এক বিহারী পরিবার থাকতো। তাদের এক মেয়ের নাম ছিল ‘বান্নি’। আমার মা খালা বা চাচীকে ‘বান্নির মা’ বলে ডাকতেন। ওই বাসার অনেক স্মৃতিই জমা আছে আমার ঝুড়িতে।
এই বাসা থেকেই আমি প্রথম স্কুলে যাই। বাসার সামনে রাজপথ, তারপর মতিঝিল আইডিয়াল স্কুল। ওখানে আমি দ্বিতীয় শ্রেণীতে ভর্তি হয়েছিলাম। স্কুলে প্রথম শ্রেণীটা আমার কখনোই মনে হয় পড়া হয়নি! বাবা অ্যাকাউন্টটেন্ট জেনারেল অফিসে চাকরি করতেন। সেই সূত্রেই এজি কলোনীতে বসবাস। পাশাপাশি ফকিরেরপুলে বাবার একটা কাপড়ের দোকান ছিল “ফরিদা ক্লথ স্টোর”। ফরিদা বা চন্দনা আমাদের একমাত্র বোনের নাম। আমার পিঠাপিঠি। সিসিবি’র প্রোফাইলে যে ছবিটা আছে, সেটা আমার আর চন্দনার। এজি কলোনীর ১১ নম্বর ভবনের সিড়িতে আমাদের ভাইবোনকে দুটো বেতের চেয়ারে বসিয়ে মামা ওই ছবিটা তুলেছিলেন। মামা প্রথমে পাকিস্তান বিমান বাহিনীতে পরে সেনাবাহিনীতে ছিলেন। পোস্টিং ছিল পাকিস্তানে। মামা ঢাকা এলে ভীষণ মজা হতো। ঝুড়ি ভর্তি ফল নিয়ে আসতেন। আমাদের জন্য নানা খেলনা। এরকম একটা প্লাস্টিকের পিস্তলের কথা বেশ মনে পড়ে।
আমরা ভাইবোন পাঁচজন। চার ভাই আর এক বোন। তৃতীয় জন ফয়েজ তখন কি জন্মেছিল? মনে নেই। তারপর রিপন এবং সবশেষে সাইফ। একজনের সঙ্গে অন্যজনের বয়সের পার্থক্য আড়াই থেকে তিন বছর। সবচেয়ে ছোটটা সাইফ জন্মেছিল ১৯৭৩ কি ‘৭৪ সালে, দুর্ভিক্ষ তখন আসি আসি করছে।
বাবার অফিস সময় ছিল সকাল ৭টা বা সাড়ে ৭টা থেকে সম্ভবত ২টা পর্যন্ত। তারপর বাসায় ফিরলে আমরা সবাই একসঙ্গে খেতে বসতাম। খেয়েদেয়ে বাবা আমাদের দু’ ভাইবোনকে পাশে নিয়ে বিছানায় একটা ঘুম দিতেন। আর আমরা কিছুক্ষণ অপেক্ষা করতাম। বাবার ঘুমটা নিশ্চিত হলেই তার হাতের ফাঁক গলিয়ে আমরা উঠে পড়তাম। তারপর দে ছুট, বাসার দরজা খুলে বাইরে খেলার জন্য।
একদিনের স্মৃতি মনে পড়ে। আমরা ভাইবোন রোদে খেলছি। হঠাৎ দেখি আমাদের খোঁজে বাবা লুঙ্গি পড়েই খালি গায়ে বাসা থেকে নেমে এসেছেন। এতো ভয় পেয়েছিলাম আমি আর চন্দনা যে, দুজন দৌঁড়াতে লাগলাম। পেছন ফিরে দেখছি বাবা আসছেন কিনা! ঠিকই আছে, তিনি আজ আমাদের ধরবেনই। আমরাও পালানোর জায়গা না পেয়ে হাপাতে হাপাতে অন্য একটা ভবনের তিনতলায় ওঠে সিড়ির কোনায় গিয়ে আশ্রয় নিলাম। কিন্তু তাতেও রক্ষা পেলাম না! বাবা দুজনকে ধরে বাসায় নিয়ে ফিরলেন। তারপর মার খেয়েছিলাম কিনা মনে নেই। আর চন্দনার তো মার খাওয়ার প্রশ্নই ওঠে না। বাবার আদরের মেয়ে না! ওর জন্য তো সাত খুন মাফ।
বাবাকে ভীষণ ভয় পেতাম ওই সময়। আবার মনে পড়ে, রাতে স্কুলের পড়াশুনা শেষ করে খেয়ে দেয়ে ঘুমিয়ে পরেছি। রক্ষা নেই। বাবা দোকান থেকে ফিরে আমাদের ঘুম থেকে তুলে কোলে বসিয়ে আবার খাওয়াচ্ছেন। কতো দিন যে এমন হয়েছে। আর সেই বাবাকে আমি একদিন আদর করে মমতায় মাখিয়ে খাওয়াতে পারলাম না! সে সুযোগ না দিয়ে মাত্র ৫৮ বছর বয়সেই উনি চলে গেলেন!
আমাদের ওই বাসাটা থেকে রাজপথটা অনেকদূর দেখা যেত। ‘৬৯-এর গণঅভ্যূত্থান, হরতাল, কার্ফ্যু সব এখনো চোখের সামনে ভাসে। হরতালের দিনে বড়ভাইরা স্কুলে এসে আমাদের ক্লাস থেকে বের করে দিতেন। রাস্তায় মিছিল করতাম। রাস্তায় রাস্তায় ব্যারিকেড, টায়ার জ্বলছে, আইয়ুব খানের কবর বানিয়ে তাতে জুতার মালা সাজানো- যেন ফিল্ম শটের মতো একে একে আসতে থাকে। তারপর কার্ফ্যু। ফাঁকা রাস্তা, সুনসান। একটু পরপর সামরিক যান, জিপ রাজপথ দাপিয়ে বেড়াতো। দু’একজন যারা প্রয়োজনে রাস্তায় নামতেন, দূর থেকে সামরিক জিপ দেখলে পাশের বড় ড্রেনেও ঝাঁপিয়ে পড়ে লুকোতেন।
স্কুল থেকে ওইসময় আমাকে নিতে আসতেন বাবার দোকানের এক কর্মচারি। নামটা আজ আর মনে নেই। উনি আইসক্রিম কিনে দিতেন। সম্ভবত তিনিই আমাকে প্রথম বারো পয়সা দামের চকবার খাওয়ান। আর চালতের আচার, হজমি, বরফে রং দেয়া আইস(ক্রিম!) কটকট করে কামড়ে খাওয়া। মনে হয়, এই তো সেদিনের কথা!
(স্মৃতির ঝাঁপি খুলে বসেছি। লিখতে লিখতে বড় হয়ে যাচ্ছে। তাই মনে হলো এটাকে একটা ধারাবাহিকই করে ফেলি না কেন? কি মনে হয়, চলবে?)
😀
চলবে ... চলবে...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
সানা ভাই, ৯৯০ কিন্তু হয়ে গেছে… কাউন্ট ডাউন এখন সিঙ্গেল ডিজিটে 😀
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
হ, নজর আছে। 😉
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
চলবে মানে দৌড়াবে............................. :tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski:
অবশ্যই চলবে... খুব চলবে... চলতেই হবে ভাইয়া।
ওই সময়ের কথা আমরাও খুব জানিনা। বড় ভাই, আব্বুদের মুখে শুনেছি কিছু... আর আপনার দৃষ্টিভংগি আর প্রকাশ তো আরো মজাদার হবে...
সুতরাং চালিয়ে যান 😀 😀 😀
:hatsoff: :hatsoff:
এটাকে আমাদের বাসা বদলের কাহিনী বলতে পারো। এক একটা বাসস্থান ধরে কাহিনী এগুবে। সঙ্গে সমসাময়িক রাজনীতি, সমাজ, ব্যক্তিগত স্মৃতি যতোদূর আসে। দেখা যাক।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
খুবই চমৎকার হবে...... :hatsoff: :hatsoff:
দারুন লাবলু ভাই, দারুন!!!
চলবেতো চলবে, রীতিমত উড়বে।
ফ্ল্যাশ ব্যাকের মত এক্কেবারে ঐ সময়টাতে নিয়ে গেলেন :hatsoff:
সংসারে প্রবল বৈরাগ্য!
কাইয়ুম, গতকাল থেকে আমার ফেসবুক স্ট্যাটাস স্মৃতিরা এখন ড্রাইভিং সিটে। আমি যাত্রী মাত্র.................... ;))
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:boss: :hatsoff: :salute:
সংসারে প্রবল বৈরাগ্য!
:thumbup: :just: চালিয়ে ্যান।
কাইয়ূম কি লাবলু ভাইয়ের সমসাময়িকের ভাব নিতে চায়? ঝাতি ঝানতে চায়, ও এই ভাব নেওয়ার অফ্রাধে পাংগা দিতে চায়! 😡 😡
অ্যাডজুটেন্ট : তোমার হাতে কাইয়ুমরে ছাইড়া দিলাম। দেখো কি করা যায়!! :grr: :grr: :grr:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:(( :((
সংসারে প্রবল বৈরাগ্য!
এখন কাইন্দা-কাইট্টা কি হইবো? ভাব নেওয়ার সময় মনে থাকে না? যাও অ্যাডজুটেন্টের কাছে রিপোর্ট করো!! ;;; ;;; ;;;
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
বস, এমন রেগে আছি, নিজে ডিল করলে কিছু একটা হয়ে যেতে পারে, ১২টা কলেজ থেকে ১২টা স্টাফ এনে রেখেছি - এদের প্রমোশন নির্ভর করবে আজকে কাইয়ূমকে ডিল করার উপর...
স্টাফ টিম, ক্যারি অন!
আমি কিন্তু লুক ডাউন হয়ে আছি......।। কিচ্ছু দেখি নাই......।। :khekz: :khekz: :khekz: :khekz:
গুড জব ব্রো! এই ক্যাডেটগুলা একটু সিনিয়র হয়ে নিজেরে যে কি মনে করে? x-(
ওহ্ হো! ওতো আবার ফৌজদারহাটের, কেম্নে কি? একটু সাম্প্রদায়িক হইতে হইতাছে মনে হয়!! দেইখ্যো বেচারা এখনো বিয়া করে নাই!! ;;; ;;; ;;;
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
কাইয়ূম ভাই
বেস্ট অব লাক :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
< restricted code, adjutant sir er chokhhe porbe na >লাবলু ভাই, এডজুট্যান্ট স্যার সম্ভবতঃ আপনারে ভূগোল বুঝাইছেন 🙁 (ইউসুফ ভাই অফ্লাইনে দেখলাম ;)) )
< restricted code, principal sir er chokhhe porbe na >
ইউসুফ ভাই, লাবলু ভাই সম্ভবতঃ আপনারে ভূগোল বুঝাইছেন ;;)
< restricted code, sudhu staff der chokhhe porbe >
এডজুট্যান্ট স্যার আপনাদেরকে এখনি মেহেদীরে রগড়ায়া পানি বাইর করতে বলছেন, এইটার উপ্রে আপনাদের প্রমোশন নির্ভ্র করতাছে কিন্তু ;;;
আমি হস্পিটালাইজড হবার জন্য মেডি স্যার এবং সুন্দরী নার্স আফার কাছে আকুল আবেদন জানাইতাছি :((
সংসারে প্রবল বৈরাগ্য!
=)) =)) =))
:pira:
চলবে মানে?? পুরা দৌড়ায়।
আপনিও আইডিয়ালে ছিলেন।
প্রিন্সিপাল স্যারের সাথে আমার অনেক মিল 😀
দেখি তেল দিয়া একটা লিডারশীপের ব্যবস্থা করা যায় কিনা B-)
আইডিয়াল থেকে আমাদের ব্যাচের (এসএসসি ১৯৭৮) চারটা ক্যাডেট কলেজে গিয়েছিলাম। একটা এক বছর পর। আমি আর শিকদার (বিমান বাহিনী) ফৌজদারহাটে। ইশতিয়াক মির্জাপুরে, ও সম্ভবত ডাক্তার। দেখা হয়নি গত ৩৫ বছরে একবারও। এক বছর লস দিয়ে গেল ফয়েজ মির্জাপুরে (এসএসসি ১৯৭৯), এখন খালাসি, সরি জাহাজের কাপ্তান।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আপনারা কি সেই আমলেও মাথায় সাদা টুপি লাগায়া স্কুলে যাইতেন 😛
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
নারে ভাই, আমরা হইলাম গণঅভ্যূত্থান আর মুক্তিযুদ্ধের ফসল। আইডিয়াল তখন জন্মের সময়। রাজপথের পাশে একটা টিনশেড ভবন। পরে পাশের পাকা ভবনটা চোখের সামনে উঠলো, দোতলা ছিল দীর্ঘদিন। '৭৩-এর দিকে পেছন দিকে ছাপড়ার বেড়া আর টিনশেডের স্ট্রাকচার করা হলো। ক্লাস সিক্স থেকে মেয়েদের জন্য আলাদা শাখা খোলা সেই শুরু। ক্লাস ফাইভ পর্যন্ত একসঙ্গে পড়লেও সিক্স থেকে মেয়েরা আলাদা হয়ে গেল। মেয়ে বন্ধুদের সঙ্গে দূরত্বও বাড়তে লাগলো। তবে এই বয়সে আবার খালা, ফুপুর বয়সী ( 😀 ) বন্ধুদের সঙ্গে যোগাযোগ হচ্ছে। আড্ডা-দাওয়াত চলছে।
সম্ভবত আশির দশকের মাঝামাঝি থেকে প্রধান শিক্ষক ফয়জুর রহমান স্কুলে মোল্লাতন্ত্র কায়েম করলেন। B-) B-) B-)
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:no: :no: :no:
তাইলে তো বেশি দিন আগের কথা না আমার জন্মের ৩/৪ বছর আগে B-)
আমিও আইডিয়াল 😀 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
তাইলে তো তুই ব্যাটা পুরা মোল্লা!! 😉 😉 😉
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আমরা শক্তি আমরা বল,
আমরা মোল্লার দল।। 😀 😀
জটিল সানা ভাই ...... দৌড়াক ......
Jottil lablu vai. Dourak. Mone holo jeno chokher shamne shob dekhte pelam.
Babar kole dupure na ghumiye palanor ghotona ta bodhoy shobar jibonei hoyese. Amar abbu khub valo ranna korte paren. Uni jedin ranna korten, shedin amio abbur kole boshe khetam.
Nostalgic ekta lekhar jonno lablu vai ke onek thanks.
কি ব্যাপার হিরো, চিন চিন ব্যাথাটা কমছে? ছাড়বো আজকে?
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
তাড়াতাড়ি লিখে ফেলেন লাভলু ভাই। আরও পড়তে ইচ্ছা করছে। 🙂
লাবলু ভাই শুরু করেন এই সিরিজ পাঠক হিসেবে আমরা তো আছিই 🙂
চলবে মানে? দৌড়াবে ... অলরেডী দৌড়ানো শুরু করে দিসে। ভাইয়া, তাড়াতাড়ি আরেকটা লিখে ফেলেন।
ইশতিয়াক, রাশেদ : ধন্যবাদ। আমারও আইডিয়ালের বন্ধু ছিল ইশতিয়াক (মির্জাপুর ৭৪-৮০)। ও স্কুলে আসতো একটা স্টিলের বক্স নিয়ে। কতোদিন দেখিনা। 🙁
দিহান : আপাতত চলুক, পরে না হয় :just: দৌঁড়াবে!! :teacup: খান।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
থাঙ্কু ভাইয়া।
দারুণ লাগছে ভাইয়া। চলবে চলবে :thumbup: :thumbup: ।
এজি কলোনী, পীরজঙ্গি মাজার, শাহজাহানপুর, এসব জায়গা দিয়েই বেশি ঘোরাঘুরি হতো। পুরানো সময়ে কেমন ছিল তা কল্পনা করে নেবার চেষ্টা করছি।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আহ!! আমার একটা আপুর সাথে প্রায় দিন হেঁটে হেঁটে পীরজঙ্গি মাজার থেকে বাসাবো যেতাম। শাহজাহানপুরের ভেতর দিয়ে শর্টকার্ট একটা রাস্তা ছিল। দিনগুলো মোর ইউরেনিয়ামের খাঁচায় ...
আহ!! পোস্টটা পড়ে আর মন্তব্যগুলো দেখে আবেগে ইমোশোনাল হয়ে যাচ্ছি। 🙁
কঠিন লাভলু ভাই, সুনীলের পূর্ব-পশ্চিমের মত একটা সিরিজ লেইখা ফালান
আইডিয়া খারাপ না! 🙁 সানাউল্লাহ'র ঢাকার পূর্ব-পশ্চিম 😮 😮 😮
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
চলবে চলবে ................
চমৎকার ফ্ল্যাশব্যাক ভাইয়া।
দারুণভাবে চলবে। :thumbup: :thumbup:
অটঃ ৯৯০ চলে এসেছে। এখন থেকে আমি আরও কড়া নজরদারীতে আছি। 😀
ঠিক, ৯৯৯-এর ধারেকাছেও কেউ যাতে যাইতে না পারে! নেক্সট টাইম আইসক্রিম মাস্ট। :))
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
বস, আপনার লেখা চলবে কি না এইটা জানতে চাওয়ার জন্য আপনার কি যেন চাইতে মঞ্চায়...
আপনার লেখা যদি কোন কারনে না দৌড়াতে পারে, আমাকে জানান, এক কলেজ পরিমান ক্রস-কান্ট্রি স্পেশালিস্ট ক্যাডেট ফল ইন করে রাখছি...
অনটপিক: লেখাটা :thumbup: :thumbup: :boss: :boss:
ঠিক আছে, অ্যাডজুটেন্ট। না দৌঁড়াইলে খবর দিমুনে। B-) B-) B-)
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ভাইয়া আরেকটু গুছিয়ে লিখলে আপনার চোখ দিয়ে আমরা সেই সময়ের উত্তাল দিন গুলো দেখতে পেতাম। 🙂
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ভাইরে পুরা আউলাইয়া আছি, গুছাইতে গেলে তো সময় লাগবো। তবে চেষ্টা করে যাবো।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
চলুক।
আবার তাড়াতাড়ি বড় হইয়া যাইয়েন না কইলাম। 😀
অনেকদিন ধইরা ছো্ট থাকেন।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কতোদিন ছুটু থাকবো তুমি বইল্লা দিও................ তবে ইলাস্টিক থাকতে পারমু না। 😕 😕 😕
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আপানার কিইবা এমন বয়স হইছে ! :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
অসাধারণ ... বস ... অসাধারণ
(আপনার লেখা তো বস অসাধারণ হওয়ারই কথা ... আমি ভাব নিয়া "মারহাবা", "তোফা" বললেই কি আর না বললেই কি)
আপনার শৈশব দেখতে পাচ্ছিলাম ... পড়তে পড়তে আরো পড়ার আগ্রহ জাগতেই দেখলাম শেষ ... তবে সিরিজ পাচ্ছি জেনে আপাতত গোস্বা করলাম না।
পরের পর্বে ওই বাসার স্মৃতিগুলা ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
পরিবারটির কথা মাঝে-মধ্যে মনে হয়, স্বাধীনতার আগেই আমরা ওই বাসা ছেড়েছিলাম। তখন বয়স কতো আমার..... নয়-টয় হবে। ফলে মুক্তিযুদ্ধে বান্নিদের পরিবারটির কি পরিণতি হয়েছিল জানিনা।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
যদিও আমি আপনার অনেক জুনিয়র, তবুও "বিনয়ের অবতার" লিষ্টটা আপডেট করতেই হচ্ছে ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
লাবলু ভাই জিজ্ঞেস করছেন চলবে কিনা? এইটা দেখেই :frontroll: :frontroll: :frontroll: দিতে হচ্ছে। আপনি ভাই যা লিখবেন তাই সুখপাঠ্য। লেখাটা খুবই ভালো লাগল। আত্মজীবনী মূলক লেখা আম্র সবসময়ই ভালো লাগে।
চাপাবাজি অবশ্য তোমার পার্ট অব প্রফেশন!! তেল মারার অপরাধে লং-আপ আধঘন্টা। :grr:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:khekz: :khekz: :khekz:
"চাইলুম চাঁদা, পেলুম অর্ধচন্দ্র"
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তুমি হাসতাছো ক্যান? অর্ধচন্দ্র খুবই টেস্টি? ;;; ;;; ;;;
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
নিজে কখনো খাই নাই ...
অন্যে খাইলে টেস্টি লাগে বইলাই শুঞ্ছিলাম ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
জাহিদ :grr: :grr: :grr:
:(( :(( লাবলু ভাই পানিশমেন্ট দিছে দেইখা কান্দি না। লং আপের ইমো নাই দেইখা কান্দি :(( :((
শার্লী : পড়াশুনা কইরা তোমার জন্য তৈরি হইতাছে!! :grr: :grr: :grr:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:khekz: :khekz: :khekz: :khekz:
:pira: :pira: :pira: :pira:
:gulli2: :gulli2: :gulli2: :tuski: :tuski: :tuski:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
অবশ্যই চলবে লাবলু ভাই। আপনাদের স্মৃতিই তো আমাদের অতীত দর্শনের একমাত্র উপায়। 🙂
এটাতো দৌড়াবেই আর আশা করছি এ দৌড় খুব তাড়াতাড়ি শেষ হবে না । আর সমসাময়িক রাজনৈতিক ঘটনা গুলো আরেকটু ডিটেইলে লিখেন না সানা ভাই । আইডিয়ালে তিন বছর পড়েছি, তাই লেখায় পীর জংগী মাজার, শাহজাহানপুর সব যেন চোখের সামনে দেখতে পাচ্ছি ।
* দিহান (অতিথি) (৪৮)
* সানাউল্লাহ (৭৪ - ৮০) (২৯)
* স্বপ্নচারী (১৯৯২-১৯৯৮) (২৬)
ভাইয়া এখন কি ফুল ক্যাডেট হতে পেরেছি?
" আহা!!! কি আনন্দ আকাশে বাতাসে " :awesome:
আমিও তো একই জিনিষ পোস্ট করতে যাচ্ছি!
টেলিপ্যাথি?? রীতিমতো ক্রসকান্ট্রি চ্যাম্পিয়ন! কে ধরবে আপনাকে?
এডু-মডু, চ্যাম্পিয়নস কাপের ইমো নাই কেন? নেন :hatsoff: গ্রহণ করুন।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
থ্যাঙ্কু ভাইয়া ... 😀
এডু-মডু, চ্যাম্পিয়নস কাপের ইমো নাই কেন?
কিহে এডু-মডু ভাইয়ারা ইমো নাই কেন? 😛
ফাঁকা মাঠে গোল দিলে কাপ দেয়া হয় না। :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ওই ব্যাটা, এইটা ফাঁকা মাঠ? নিশ্চয়ই ক্লাবের তিনতলা ঘুরে আসছিস? :grr: :grr: :grr:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আমি ক্লাবের তিনতলায় গেছিলাম বলেই তো মাঠ ফাঁকা ছিলো :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
তোমার আর রবিনের জন্য আগামী তিন সপ্তাহ ক্লাব বার ব্যান!! 🙂 আমি পাহারা বসামু। 😀 😀 😀
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:(( :bash:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আগেই কইছিলাম, বস্ সাত্রাইতে গ্যালে তারপরে ঢুকবি :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
আরে গতকাল তো সুইমিং পুল বন্ধ ছিলো। তাই তো নিশ্চিন্তে... তয় আমাদের সাথে কিন্তু আরেক ভাই আছিলো সিসিবি এর। :grr: :grr:
:(( আমিও তিন তালায় যাপো :((
আগে এক তলায় গিয়া অভ্যাস কর। :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কি বেরাছ্যারা!! আমিও শুরু করলাম, আর তোমরাও ঢোলে বাড়ি দিলা! এখন তো স্মৃতি শেষ হয় না? আবার ডিটেল দিতে কইতাছো! নাহ্ কেম্নে কি? তাইলে তো এই গল্প শেষই হইবো না!! 😡 😡 😡
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
কি দরকার শেষ হবার, চলতেই থাকুক আর চলতেই থাকুক...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
স্বাদই আলাদা.........।। চলবে...... :thumbup: :thumbup: :thumbup:
এই লেখাটা আমার আব্বু পড়লেও একটা "চিৎকার" মন্তব্য করতো [[যে মন্তব্য চিৎকার করে পড়তে হয়]]। এই লেখাটা আমি পড়েও এখন একটা চিৎকার মন্তব্য দিবো। 🙂
আব্বুরা অনেকদিন এজি কলোনিতে ছিল। মানে আমার বাবা আর ছোট ভাইদের সবার শৈশব ঐখানেই কেটেছে। আব্বু এখনও ঐসব দিনের গল্প করে। তখন ঢাকা শহরে মোটর যান কম চলতো, আব্বুদের একটা মজার খেলা ছিল একজায়গায় বসে বসে গাড়ি গনা। আর টিভিতে আজম খানকে দেখা গেলেই আব্বুর সেকী গালি। সে নাকি সারাদিন বসে বসে গাঞ্জা টানতো কলোনীতে। 😛
আর আমার কথা কী বলতাম। টুপি পড়া আমার সেই স্কুল। ক্লাস ওয়ান থেকে সিক্স পর্যন্ত। কত স্মৃতি, কতো বন্ধু, কলোনীর খেলার মাঠে কতো ম্যাচ, সনিক্স নামে একটা ফাস্ট ফুড দোকান ছিল পীরজঙ্গি মাজারের ওখানে- সেই সনিক্সে প্রথম খাওয়া গ্লাস কোক। আহ!!!
ঈস কতদিন স্কুলটাকে দেখিনা। ইদানিং ঐদিকে যাওয়াই হয় নাই।
লাবলু ভাই, ড্রাইভিং সিটে বসছেন ভালো কথা, কিন্তু গিয়ার কমায়েন না। কমাইলে কামরুল ভাইকে বলে আপনাকে ব্যান করার অনুরোধ জানাবো কিন্তু :frontroll: :frontroll:
হারামি রায়হান
লাবলু ভাইয়ের কাছে আমারে কালারড বানানোর চেষ্টা করায় তোরে বাংলাদেশ দন্ডবিধির ৩০২ ধারা মোতাবেক আমৃত্যু :frontroll: 'র আদেশ দেয়া হইলো।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
রায়হান : কলোনী আর আইডিয়ালের বন্ধুদের সঙ্গে এখনো আমার দারুণ সম্পর্ক। আইডিয়াল '৭৮ নামে প্রায়ই আমাদের গেট-টুগেদার হয়। ক্যাডেট কলেজের বন্ধুদের মতোই ওরা। সুখে-দুখে সব সময় পাশে আছে। আর হেড স্যার ফয়জুর রহমানের বড় ছেলে ডা. এখলাস (অর্থপেডিক্সে জাপান থেকে পিএইচডি) আমার ঘণিষ্ট বন্ধুদের একজন। লালমাটিয়ায় ওর ক্লিনিক আমাদের আইডিয়াল '৭৮-এর স্থায়ী কার্যালয়।
আমি সিদ্ধান্ত নিয়েছি মন্তব্যে সেঞ্চুরি না হওয়া পর্যন্ত পরের পর্ব আলোর মুখ দেখবে না!! :grr: :grr: :grr:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আমি সিদ্ধান্ত নিয়েছি মন্তব্যে সেঞ্চুরি না হওয়া পর্যন্ত পরের পর্ব আলোর মুখ দেখবে না!
আমি কি দোষ করলাম ভাইয়া? 🙁
আমাদের ও সু্যোগ দেন। 😀
ডা. এখলাস কে একবার পা দেখাইছিলাম। আমি আবার ফুটবল খেলোয়াড় কিনা, মাঝে মাঝেই ইনজুরি হয় B-) B-) উনি দারুন মানুষ। অনেক সময় নিয়ে রোগী দেখেন।
এখলাস আসলেই ভালো ডাক্তার। বন্ধু বলে বলছি না, মানুষ হিসাবেও দারুণ।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ইমোশনাল ব্লাকমেইল চলবে না...চলবে না... :thumbdown:
অটঃ ৯৭তম কমেন্ট... 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ঐ...
(৯৯...)
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
১০০ মনে হয় ......... পরের পর্ব দেন সানা ভাই ...
সানা ভাই... ৯৯৪ হয়ে গেছে কিন্তু
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:grr: আমার কেন জানি শুধু এই লাইনটাই চোখে পড়লো :shy:
আমি তো জানি তোমার নজরে ওইডাই পড়বো!! লেখার সময়ই ভাবছিলাম! আসলে প্রথম চকবার খাওয়াটা কোনোমতেই ভুলতে পারিনি। B-)
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
লাবলু ভাই, ৯৯৭ হয়ে গেছে!
আর মাত্র একজন হলেই কিন্তু 🙂
সংসারে প্রবল বৈরাগ্য!
অপেক্ষায় আছি............... আইজুদ্দিন!!! :grr: :grr: :grr:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
লাবলু ভাই
৯৯৭তে আটকাইয়া গেলো তো।
রাইতে গার্ড দিবে কে? :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
তুমি, কাইয়ুম আছো কি কামে? ;;; ;;; ;;;
ও ভুলেই গেছিলাম কামরুল, তুমি তো লং-আপে আছে অনেকক্ষণ ধইরা। যাও ক্যান্টিন থেইক্কা আমার নামে রম্বস বিস্কুট আর পেপসি খাইয়া আসো। আর ভালো কইরা সারা রাইত পাহারা রাইখ্যো ভাইয়াআআআ............ 😀 😀 😀
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আপনার নামে আমি আর রবিন একটু খাওয়া-দাওয়া করছি। বিল সময় মতো পাইয়া যাবেন।
রাইতে পাহারা দিতে হবে তো, এনার্জি লাগবে। :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ধন্যবাদ তোমাদের দুজনরেই। ক্রেডিট কার্ড থেইক্কা বেশ কিছু টাকা সিসিবি বারের নামে ডিপোজিট হইছে দেখলাম!! ওইডাই কি তোমাগো বিল নাকি?? ;;; ;;; ;;;
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
অনেকদিন পরে এই লেখাটা পড়তে আসলাম। সেরকম লাগছে। এইটা নিয়ে বিশাল লেখেন ভাইয়া , লেখতেই থাকেন। পীরজংগী মাজার, এজিবি কলোনী, শাহজাহানপুর সব চেনা পরিচিত জায়গা আপনার ছোটবেলার সময় কেমন ছিল ভাবতেই কেমন জানি লাগছে । যদি ভাইয়া দুই একটা ছবি তখনকার লাগিয়ে দিতেন...
তপু : ভাইরে চাইরটা তো লিখ্যা ফেলছি!! ~x( কোথায় গিয়া যে শেষ করমু জানি না। চেষ্টা কইরা যাইতাছি। ধন্যবাদ তোমাকে। ওই সময়ের ছবি তেমন নেই, নিজেদের ব্যক্তিগত কিছু ছাড়া। তাই ছবি দিচ্ছি না।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff:
Life is Mad.