১.
“মদ ছোঁবেনা কোনদিন, আমাকে ছুঁয়ে
কথা দাও!” — অপ্রস্তুত ঠোঁট চুঁয়ে
এরপর আলগোছে
আধপেগ নীট চুমু ঢেলে
অনুনয়ে শুধায় এরকম,
“ক্যানো, আমি কি মদের কিছু কম?”
২.
ছেলেটির ঠোঁট ফাটে
মাখেনা ভেস্লিন,
মেয়েটি যত্নবান
ওরা ঠোঁটে ঠোঁটে লীন
১.
“মদ ছোঁবেনা কোনদিন, আমাকে ছুঁয়ে
কথা দাও!” — অপ্রস্তুত ঠোঁট চুঁয়ে
এরপর আলগোছে
আধপেগ নীট চুমু ঢেলে
অনুনয়ে শুধায় এরকম,
“ক্যানো, আমি কি মদের কিছু কম?”
২.
ছেলেটির ঠোঁট ফাটে
মাখেনা ভেস্লিন,
মেয়েটি যত্নবান
ওরা ঠোঁটে ঠোঁটে লীন
😡
অসাধারণ, মার্ভেলাস...
নুপুর ভাই,
:hatsoff: :hatsoff: :hatsoff:
আরে,,, ১ম হইলাম নাকি? :tuski: :tuski: :tuski:
হয় নাই ছানাপোনা! :khekz:
ছানাপোনা ;)) ;))
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
২ নাম্বারটা পাঙ্খা। 😉
দাদা, এই রকম আরো চাই, আরো দ্যান। 😉
জনতার দাবি, চুমু-সংক্রান্ত-১, ২, ৩, ......... এইভাবে সিরিজ করতে হবে। 😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ঐ :awesome: :awesome:
:dreamy: :dreamy:
কও কি? 😮
ভাই এক্তা ভারি ছুমুর কবিতা ছাই। 😀 😀
=)) =)) =))
আপনার সুমো কুস্তিগীর লাগবে কেন? 😛 ;;; সুমোরা এমনিতেও ভারী হয়।
আহা জীবনটা যদি এই কবিতার মতো হতো :dreamy: :dreamy:
নুপূর ভাই, কবিতাটা (অণুকাব্য :-/ ) মনে ধরেছে। :thumbup: :thumbup: :thumbup:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
নূপুর ভাই, দারুণ লেখেছেন। ছোট এই কাব্যগুলোকে দন্ত্যস রওশন খুব জনপ্রিয় করেছেন। আপনার লেখাগুলো পড়ে ভাল লাগলো। বিশেষত চুমুর ব্যাপারে তো সবারই একটু আধটু ... ইয়ে মানে, আগ্রহ থাকে! :ahem:
ভাল হইছে খুব! :salute:
ধন্যবাদ আন্দালিব।
চুমু ব্যাপক সেনসেশন সৃষ্টি করলো দেখতেসি (সব মন্তব্য পড়ে)
অসাধারন নুপুর ভাই। তবে
এত অল্প কেন ????
সেইইইইইইইইইইইরকম ..................
অসাধারন নুপুর ভাই।
:boss: :boss: :boss:
:salute: :salute: :salute:
যদিও এই ব্যাপারটা এখনো ভেরিফাই করতে পারিনাই। 🙁 🙁
=)) =))
আহারে এত্ত বয়স হইলো.. অক্ষণো কেউ... =(( =(( :(( :(( :((
অক্ষণো কেউ একটা বেনসন খাওয়াইলো না, নাকি? :grr: :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:khekz:
...একদিন সবকিছু মুছে যায় হিমেল হাওয়ায়, স্মৃতিমাত্র লিখে নাম...সেইখানে আমিও ছিলাম...
আমিও চুমু খাপো... :((
বস দুর্দান্ত কবিতা :boss:
চরম লাগল :clap:
আমার কপিরাইট কই? x-(
😛 ভুইল্যা গেসিলাম
আহারে 🙁
মারহাবা, মারহাবা। তোফা হইসে এক্দম!
www.tareqnurulhasan.com
নুপুর ভাই,
কঠিন কবিতা পড়লে আমার হাসি পায়। 😀
কিন্তু এই কবিতা টা পড়েও আমার কেন যেন হাসি ............।
হাহাহাহাহা......... =))
ভালো ...।
আমারো হাসি পাচ্ছে তোমার হাসি শুনে....
🙂
আমি দেড় পেগ নীট চুমু খাপো :(( :goragori:
বাঁধন, তুমি তো মিয়া ভালো বাংলা লেখা শিখে গেছ। এখন এক কাজ করো বাচ্চাকালের ম্যাবসের কাহিনীগুলো নিয়া একটা ব্লগ নামায় ফেলো ;)) ;)) ;))
দোস্ত কোনদিন নন্দন গ্যাছো ????????
;)) ;)) ;)) ;))
হ। আজকেই তো গেলাম ;;) ;;)
😮 কারে নিয়া ????
এত্ত কইরা কইলাম যে গ্যালে একটা খবর দিও :((
এই অফ্রাদ আল্লাহ সহ্য করব না 😡
অঃটঃ দেখুক আইসা......... ;;;
বাঁধনটা কেডা রায়হান?
রায়হানের এই চালচলন সন্দেহজনক :-B কার সাথে, কি জন্য নন্দন গমন ঝাতি তা জানতে চায় 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
ঐ :dreamy:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
বেশ ভালো লাগলো এই লাইনগুলো, লাইঙ্গঅলোর একটা সুন্দর সেন্সরি অ্যাপিল আছে। কবিতার বাইরে এতটা কেয়ারিং মেয়ে পাওয়া বোধহয় কঠিন হবে।
ইমপসিবলও না একেবারে.... 😉
ইয়ে মানে, নূপুরদা
আমাকে এরকম একজন এনে দেয়া যাবে কি? 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ইয়ে .. মানে.. কামরুল ভাই, দুইটা নিয়েন, এক্টা আমার্জন্য :shy:
আমিও কেয়ারিং মেয়ে খাপো :shy:
ইয়েস জুনিয়রস, কি হইতাছে এইখানে??
তোরা আপাততঃ অফলাইনে ফলইন করে থাক... সিনিয়ররা আগে দেখি ব্যাপারটা কি :grr: :grr:
ইয়ে মানে নূপুর ভাই ;)) ;))
সংসারে প্রবল বৈরাগ্য!
কেউ একজন এই বেদপডারে কইষা একটা ঠাডাইয়া থাবড় দ্যান তো।
কিরম বেদপ। সিনিয়রের সামনে কয় মেয়ে খাপে :grr: :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:frontroll: :frontroll: :frontroll: :frontroll:
নারীজাতির প্রতি অশালীন ইঙ্গিত দেবার জন্য হাঁসের ছানার ভ্যাঞ্চাই x-(
:frontroll: :frontroll: :frontroll:
ওই ব্যাচেলর পাট্টি, কি নিয়া ডিল কর তোমরা?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
হুম্, মেয়েদের কাছ থেকে কেয়ার জিনিষটা বোধহয় পুরুষের আদায় করে নেবার বিষয়। আমি ভাবছি আপনার কবিতাটার শেষ চার লাইনের সেন্সরি অ্যাপিল ঠিক রেখে কিভাবে ইংরেজীতে অনুবাদ করা যায়। কাজে লাগতে পারে ভবিষ্যতে কোন সময় কি কেয়ার আমি চাচ্ছি তা ইঙ্গীতমুলকভাবে প্রকাশ করতে।
আজকে কেন জানি বারবার এই কবিতাটা পড়তে ইচ্ছা করতেছে।
আমিও চুমু খাপো :((
কবিতা(এবং আন্দা ভাইয়ের লিখা) বরাবরই আমার মাথার উপ্রে দিয়া যায় কিন্তু এই কবিতা দুইতাঈ কূব্বালা লাগচে। :shy: :shy:
অসাধারন ৷
সেরকম কেউ/কিছু হইলে আধপেগ নীট চুমুই যথেষ্ট ;))
এবং যথারীতি নূপুর ভাই বস্ :salute:
সংসারে প্রবল বৈরাগ্য!
:clap: :clap: :clap:
@কাইয়ুম ভাই, পার্সোনালেক্সপেরিয়েন্স্থেকে কৈলেন বৈলা মনে হইল। 😀
আম্রাঙ্গুর্ফলখাইনা, ইউ নো ;;;
সংসারে প্রবল বৈরাগ্য!
চুক্কা বৈলা? :frontroll:
:gulti:
সংসারে প্রবল বৈরাগ্য!
:no: :no:
Ami pura 1 peg ..... khaite chai..... 😛
১ পেগ এর পরেই তো ৩,৪ এ গিয়া ঠেকবে....
নেশা বলে কথা.... 😀
আমিও নিশা খাপো 🙁
কপিরাইট কই? x-(
কপিরাইটও খাপেন? :no:
:goragori: :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:khekz: :khekz: :just: :pira:
আরে আগে এই কবিতা মিস হইল কেমনে 😛
দারুন লাগল নূপুর দা 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
ক্যান কবিতার কি বিয়া হইছে? :grr: :grr:
খালি ভুল ধরে :bash: :bash:
মানুষ তার স্বপ্নের সমান বড়
আমি পুরা বোতল চাই :(( :((
পিসিসির পুলাপানের হাতে বোতল দ্যাওন যাইপে না, নিষেধ আছে। :grr:
:grr: :grr: :grr:
:))
...একদিন সবকিছু মুছে যায় হিমেল হাওয়ায়, স্মৃতিমাত্র লিখে নাম...সেইখানে আমিও ছিলাম...
নাহ্, কবিতাটা বারবার না পইড়া বরং যাই গা...
বহুত কাম বাকি...
প্রেত্থমে মদ খাওন আরম্ভ করতে হইব...
এরপর প্রেম...
সবশেষে... ;;;
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ফাইট?
মদ খায়া প্রেম করতে গেলে ফাইট হইবো তবে সেইটা এক সাইড থেইকাই খালি আইবো :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
ইয়ে মানে...ফাইট কি দুই সাইড থিকে হয়?
মদ খাই আর না খাই- ফাইট তো একসাইড দিয়াই হইব... ;;;
তয় শুনছি ফ্রান্সে নাকি ছেলেরাই শিকার হয়... 😕
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:shy: আমি ফ্রান্স যাপো :shy:
=))
...একদিন সবকিছু মুছে যায় হিমেল হাওয়ায়, স্মৃতিমাত্র লিখে নাম...সেইখানে আমিও ছিলাম...
এই অনু কবিতাকে সিরিজ করার তীব্র দাবী জানাই । 😀
😀 :grr:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আচ্ছা ,বিশ্ব ভালবাসা দিবস,এই দিবস সেই দিবস............এক্টা চুমু দিবস পালন করা যায় না?সবাই চুমু চাটি খাবে .........। =)) =)) =))
:thumbup: :thumbup: :thumbup: একমত
নূপুর ভাই, পুরা সিরাম। অসাধারন। আপনি অত্যন্ত শক্তিমান একজন কবি।
আপনার চুমুতত্ব জটিল লাগছে নূপুর ভাই। এক্কেরে যুগের চাহিদা অনুযায়ী কবিতা।
অভিলাষী মন চন্দ্রে না পাক,
জ্যোস্নায় পাক সামান্য ঠাঁই,
কিছুটাতো চাই, কিছুটাতো চাই।
আজকে থেকেই মদ খাওয়া শুরু করতে হয় তাইলে.........বলাতো যায়না কোন মেয়ে যদি এইভাবে বলে তাকে ছুয়ে প্রতিজ্ঞা করতে.........:-D
ধন্যবাদান্তে,
মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১
["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]
:salute: :salute: :salute:
অসাধারণ। :hatsoff: :hatsoff:
জবাব নেই দাদা... একেবারেই জবাব নেই.... :thumbup: :thumbup: :thumbup:
-আলীম হায়দার.1312.
তবে মদ ছাড়লে আর এই রোমান্স কই পাব দাদা..!!মদ আছে জন্যইতো এই মাদকিয় চুম্বন..
-আলীম হায়দার.1312.
:thumbup: :thumbup: :thumbup: