চুমু-সংক্রান্ত

১.
“মদ ছোঁবেনা কোনদিন, আমাকে ছুঁয়ে
কথা দাও!” — অপ্রস্তুত ঠোঁট চুঁয়ে
এরপর আলগোছে
আধপেগ নীট চুমু ঢেলে
অনুনয়ে শুধায় এরকম,
“ক্যানো, আমি কি মদের কিছু কম?”

২.
ছেলেটির ঠোঁট ফাটে
মাখেনা ভেস্‌লিন,
মেয়েটি যত্নবান
ওরা ঠোঁটে ঠোঁটে লীন

১১,০৬৫ বার দেখা হয়েছে

৯১ টি মন্তব্য : “চুমু-সংক্রান্ত”

  1. কামরুল হাসান (৯৪-০০)

    ২ নাম্বারটা পাঙ্খা। 😉
    দাদা, এই রকম আরো চাই, আরো দ্যান। 😉

    জনতার দাবি, চুমু-সংক্রান্ত-১, ২, ৩, ......... এইভাবে সিরিজ করতে হবে। 😛


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  2. রকিব (০১-০৭)

    আহা জীবনটা যদি এই কবিতার মতো হতো :dreamy: :dreamy:
    নুপূর ভাই, কবিতাটা (অণুকাব্য :-/ ) মনে ধরেছে। :thumbup: :thumbup: :thumbup:


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  3. আন্দালিব (৯৬-০২)

    নূপুর ভাই, দারুণ লেখেছেন। ছোট এই কাব্যগুলোকে দন্ত্যস রওশন খুব জনপ্রিয় করেছেন। আপনার লেখাগুলো পড়ে ভাল লাগলো। বিশেষত চুমুর ব্যাপারে তো সবারই একটু আধটু ... ইয়ে মানে, আগ্রহ থাকে! :ahem:

    ভাল হইছে খুব! :salute:

    জবাব দিন
  4. জুবায়ের অর্ণব (৯৮-০৪)
    ছেলেটির ঠোঁট ফাটে
    মাখেনা ভেস্‌লিন,
    মেয়েটি যত্নবান
    ওরা ঠোঁটে ঠোঁটে লীন

    বেশ ভালো লাগলো এই লাইনগুলো, লাইঙ্গঅলোর একটা সুন্দর সেন্সরি অ্যাপিল আছে। কবিতার বাইরে এতটা কেয়ারিং মেয়ে পাওয়া বোধহয় কঠিন হবে।

    জবাব দিন
  5. জুনায়েদ কবীর (৯৫-০১)

    নাহ্‌, কবিতাটা বারবার না পইড়া বরং যাই গা...
    বহুত কাম বাকি...
    প্রেত্থমে মদ খাওন আরম্ভ করতে হইব...
    এরপর প্রেম...
    সবশেষে... ;;;


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  6. সাজিদ (১৯৯৩-৯৯)

    আপনার চুমুতত্ব জটিল লাগছে নূপুর ভাই। এক্কেরে যুগের চাহিদা অনুযায়ী কবিতা।


    অভিলাষী মন চন্দ্রে না পাক,
    জ্যোস্নায় পাক সামান্য ঠাঁই,
    কিছুটাতো চাই, কিছুটাতো চাই।

    জবাব দিন
  7. শাওন (৯৫-০১)

    আজকে থেকেই মদ খাওয়া শুরু করতে হয় তাইলে.........বলাতো যায়না কোন মেয়ে যদি এইভাবে বলে তাকে ছুয়ে প্রতিজ্ঞা করতে.........:-D


    ধন্যবাদান্তে,
    মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
    প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১

    ["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।