১।
হ্যালোর ছলে
শুধিয়েছিলে
কেমন আছো
কেমন ছিলে
টেলিফোনের
মনের খবর
আজকে না হয়
নাই বা নিলে!
২।
স্পর্শের ইশারায়
রিকশারো
ঢিপঢিপ,
ঢিপঢিপ
বেখেয়ালে
ঝরে গেলো
মেয়েটির
লালটিপ
৩।
মুখস্থ মুখে সব
মুখোশেরা
ভ্যাংচায়
‘মুখোশ তো
মুখ নয়!’ –
সন্দেহ
চমকায়
৪।
‘দুই নয়, নয় এক
পথেরা শতেক’ –
ভাবতে ভাবতে
২৯৯১ নম্বরের
রিকশাটি
দুজনাকে
নিয়ে
একাকী
ঢাকার পথে পথে
ঘুরে বেড়াচ্ছে ….
৩৭ টি মন্তব্য : “তোমাকে বিক্ষিপ্ত ভেবে ভেবে যা লিখছি”
মন্তব্য করুন
🙂
😀
গোল নাকি ?
ভালো লাগলো ।
:boss:
তোমাকেই তো প্রথম ভাবছিলাম।
ফটো ফিনিশে হেরে গেলা...
ভালো লাগলো দেখে ভালো লাগলো... 🙂
রিকশাকথন !! ভাল ভাল !! বেশ বেশ !! :clap: :clap:
চ্যারিটি বিগিনস এট হোম
থ্যাংকস!
দাদা আমি কবিতার গ্রামার বুঝিনা
কিন্তু পড়তে ভাল লাগে
জানিনা মন্তব্য পাকামো কি না
এই অংশটা অসাধারন :hatsoff:
আহসানুল ময়েজ
গ্রামার আমিও বুঝিনা।
আগডুম বাগডুম লিখে যাই...
অনেক ধন্যবাদ।
😮 😮 😮
আমি ঘাস খাই!
You cannot hangout with negative people and expect a positive life.
:boss: দাদা আমি আপনার কবিতা/কাব্য/পদ্য/ছড়া এর proper fan হয়ে গেছি :clap: :clap: :clap:
🙂
থ্যাংকস ভাই।
ভেবেছিলাম এমন অপেন ব্লগে এভাবে জানানোটা ঠিক হবে না। কিন্তু না জানিয়ে একেবারে পারছিই না। রবীন্দ্রনাথ ঠাকুরের পর আপনি আমার প্রিয় কবি।
You cannot hangout with negative people and expect a positive life.
😮 😮 😮 😮 😮 😮 😮 😮 😮 😮 😮 😮 😮 😮
:no: :no: :no: :no: :no: :no: :no: :no: :no: :no: :no:
কিচ্ছু বলার নাই...
আমি পালাই....
বরাবরের মতনই দাদা :boss:
You cannot hangout with negative people and expect a positive life.
থ্যাংকস জিতু।
বস,
আপনি আমার বেশ কয়েকটা লেখাতেই কমেন্টাইছেন । কিন্তু আমি আপনারগুলিতে পারিনাই । কারন সাহস হয় নাই । কবিতা যে ক্যামনে লিখে এইটা আজকে পর্্যন্ত আমার কাছে একটা ধাধা । কলেজে অনেককে লিখতে দেইখা ক্লাশ নাইনে থাকতে ১ টা কবিতা লিখছিলাম । বাকি ৩ বছর ঐটা নিয়ে টিজ খাইছি এতই অখাদ্য হইছে । পোলাপাইন নাম দিছিলো 'সমীকরনিক কবিতা' । কিন্তু মোটামুটি প্রত্যেক ওয়াল ম্যাগাজিন/কলেজ ম্যাগাজিনে আমার নামে ১টা করে কবিতা থাকতো । রাসেল বড়ুয়ার কল্যানে । ও ১টা নিজের নামে আরেকটা আমার নামে জমা দিতো । মাঝে মাঝে সত্যিই আপনার মাথাটা ধার চাইতে ইচ্ছা করে । ১টা কবিতা লিখে আবার ফেরত দিয়ে দিতাম......... (সম্পাদিত)
আমার কি সমস্ত কিছুই হলো ভুল
ভুল কথা, ভুল সম্মোধন
ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।
মইরা গেলেও তোমার মতো আঁকতে পারুমনা।তোমার ছবি দেখে আমার লিখতে ইচ্ছে হয়।
যদি তোমার আপত্তি না থাকে তাহলে আমরা একটা যৌথ ব্লগও নামাতে পারি, কি বলো?
তোমার আঁকা, আমার লেখা!
আইডিয়া টা কিন্তু বেশ। অপেক্ষায় থাকলাম।
You cannot hangout with negative people and expect a positive life.
বস,
আপনি বলছেন আর হবেনা তা কি হয় ? আমার নেক্সট এক্সিবিশনের ৬ টা পেইন্টিং নিয়ে একটা নেমে যাবে ইনশাআল্লাহ । আমার আঁকা,আপনার লেখা । আপনার মেইল এড্রেসটা দরকার ।
আমার কি সমস্ত কিছুই হলো ভুল
ভুল কথা, ভুল সম্মোধন
ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।
আমার ইমেইল:
nupurkanti@gmail.com
রুম্মান তোর ক্লাশ নাইনে লেখা কবিতা পড়তে মঞ্চায়! 😉
You cannot hangout with negative people and expect a positive life.
ঐটার কথা মনে হইলে আমার আত্মহত্যা করতে মঞ্চায় 🙁
আমার কি সমস্ত কিছুই হলো ভুল
ভুল কথা, ভুল সম্মোধন
ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।
:boss:
🙂 🙂
এক নম্বরটা দারুণ।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আছো কেমন?
তোমার দারুণ লাগসে বলে খুব আনন্দ হলো।
তোমার নাটক দেখবার চাইসিলাম... ইউটিউবে আছে নাকি?
একটু খোঁজখবর দিও...
মুড়মুড়ে 🙂
🙂 🙂 🙂
নূপুর ভাই,
খুব ভালো লাগলো. তিন নাম্বারটা দারুন! (অর্থ বোধ করি বুঝেছি)................আরো এমন কবিতার আশায় রইলাম.
অনেক ধন্যবাদ আয়েশা।
তিন নম্বরের অর্থ খুব জটিল না তো, ঠিকই বুঝে থাকবে।
অসাধারণ হয়েছে দাদা,আমিও তো কলম কাগজ নষ্ট করলাম গাদা গাদা
কিন্তু লিখতে গেলেই কবিতা,ভুল হয়ে যায় সব ই তা :((
চেষ্টা করেও শত,যদি পারতাম লিখতে আপনার মত .......... :no:
'পারিনা' বলেও তো
একটা দিয়ে দিলে,
পদ্যখানা মনমতো
যুতসই অন্ত্যমিলে....
দারুণ, দারুন........ এতো মিস্টি একটা আমেজ মনটাকে ভিজিয়ে রাখে! লিখতে থাকো।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
অনেক অনেক ধন্যবাদ সানা ভাই আপনার সদয় মন্তব্যের জন্যে।
আশীর্বাদ করুন যেনো আরেকটু ভালো লিখতে পারি...
তিন নম্বরটা বেশি দারুণ। :clap:
থ্যাংকস রিফাত।
সবাই আমার চাইতে ভালো লেখে.. আমি ঈর্ষা কাতর...
-আলীম হায়দার.1312.
🙁 🙁