তোমাকে বিক্ষিপ্ত ভেবে ভেবে যা লিখছি

১।
হ্যালোর ছলে
শুধিয়েছিলে
কেমন আছো
কেমন ছিলে

টেলিফোনের
মনের খবর
আজকে না হয়
নাই বা নিলে!

২।
স্পর্শের ইশারায়
রিকশারো
ঢিপঢিপ,
ঢিপঢিপ

বেখেয়ালে
ঝরে গেলো
মেয়েটির
লালটিপ

৩।
মুখস্থ মুখে সব
মুখোশেরা
ভ্যাংচায়

‘মুখোশ তো
মুখ নয়!’ –
সন্দেহ
চমকায়

৪।
‘দুই নয়, নয় এক
পথেরা শতেক’ –
ভাবতে ভাবতে
২৯৯১ নম্বরের
রিকশাটি
দুজনাকে
নিয়ে
একাকী
ঢাকার পথে পথে
ঘুরে বেড়াচ্ছে ….

৪,০৮০ বার দেখা হয়েছে

৩৭ টি মন্তব্য : “তোমাকে বিক্ষিপ্ত ভেবে ভেবে যা লিখছি”

  1. আহসানুল ময়েজ

    দাদা আমি কবিতার গ্রামার বুঝিনা
    কিন্তু পড়তে ভাল লাগে
    জানিনা মন্তব্য পাকামো কি না

    মুখস্থ মুখে সব
    মুখোশেরা
    ভ্যাংচায়
    ‘মুখোশ তো
    মুখ নয়!’ -
    সন্দেহ
    চমকায়

    এই অংশটা অসাধারন :hatsoff:


    আহসানুল ময়েজ

    জবাব দিন
  2. রুম্মান (১৯৯৩-৯৯)

    বস,
    আপনি আমার বেশ কয়েকটা লেখাতেই কমেন্টাইছেন । কিন্তু আমি আপনারগুলিতে পারিনাই । কারন সাহস হয় নাই । কবিতা যে ক্যামনে লিখে এইটা আজকে পর্‍্যন্ত আমার কাছে একটা ধাধা । কলেজে অনেককে লিখতে দেইখা ক্লাশ নাইনে থাকতে ১ টা কবিতা লিখছিলাম । বাকি ৩ বছর ঐটা নিয়ে টিজ খাইছি এতই অখাদ্য হইছে । পোলাপাইন নাম দিছিলো 'সমীকরনিক কবিতা' । কিন্তু মোটামুটি প্রত্যেক ওয়াল ম্যাগাজিন/কলেজ ম্যাগাজিনে আমার নামে ১টা করে কবিতা থাকতো । রাসেল বড়ুয়ার কল্যানে । ও ১টা নিজের নামে আরেকটা আমার নামে জমা দিতো । মাঝে মাঝে সত্যিই আপনার মাথাটা ধার চাইতে ইচ্ছা করে । ১টা কবিতা লিখে আবার ফেরত দিয়ে দিতাম......... (সম্পাদিত)


    আমার কি সমস্ত কিছুই হলো ভুল
    ভুল কথা, ভুল সম্মোধন
    ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
    সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
    ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
    আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

    জবাব দিন
  3. অসাধারণ হয়েছে দাদা,আমিও তো কলম কাগজ নষ্ট করলাম গাদা গাদা
    কিন্তু লিখতে গেলেই কবিতা,ভুল হয়ে যায় সব ই তা :((
    চেষ্টা করেও শত,যদি পারতাম লিখতে আপনার মত .......... :no:

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।