প্রলাপ-৩

ভোরের প্রতীক্ষায়
শুধু একেলা
থাকো প’ড়ে
হা চোখে,
আড়াআড়ি দুহাত
সারারাত
বালিশের এপাশে

স্বপ্নে কারা যায় আসে,
জানবে বলে
ঘুমোবার বেলা
একবার কেবল
সংগে নিতে
জানালে অনুনয়

মুচকি হেসে
ও শুধু বলেছিলো,
না রে
সে তো হবার নয়
কেউ বুঝি চশমা পরে
ঘুমোবার সময়!

উৎসর্গঃজিতু।যে সন্দেহ করেছিলো আমার চশমায় নির্ঘাত কোন প্রবলেম আছে।

৩,২৯৫ বার দেখা হয়েছে

২০ টি মন্তব্য : “প্রলাপ-৩”

  1. সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)
    স্বপ্নে কারা যায় আসে,
    জানবে বলে
    ঘুমোবার বেলা
    একবার কেবল
    সংগে নিতে
    জানালে অনুনয়

    এখন থেকে সত্যি বলছি, চশমা পড়েই ঘুমাব। বড়ই কষ্ট হচ্ছে ওঁর জন্যে :shy:


    You cannot hangout with negative people and expect a positive life.

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।