ভোরের প্রতীক্ষায়
শুধু একেলা
থাকো প’ড়ে
হা চোখে,
আড়াআড়ি দুহাত
সারারাত
বালিশের এপাশে
স্বপ্নে কারা যায় আসে,
জানবে বলে
ঘুমোবার বেলা
একবার কেবল
সংগে নিতে
জানালে অনুনয়
মুচকি হেসে
ও শুধু বলেছিলো,
না রে
সে তো হবার নয়
কেউ বুঝি চশমা পরে
ঘুমোবার সময়!
উৎসর্গঃজিতু।যে সন্দেহ করেছিলো আমার চশমায় নির্ঘাত কোন প্রবলেম আছে।
কৌতূহল তুঙ্গে তুলে আছড়ে ফেলার জন্য ব্যান চাবো কীনা বুঝতেছিনা!
যাই হোক জটিল টার্ণ 😀 ।মজা পেলাম।
কৌতূহল জাগানোর ব্যাপারটা কিন্তু আমার মাথায় একেবারেই ছিলোনা।
নুপুদ্দার মাথায় আর চোখে যে কি কি সব থাকে তা উনি নিজেই জানেন না।
You cannot hangout with negative people and expect a positive life.
;;) 😕
ঠোট চোখ দুটোকে এমন নাচানাচি (চন্দ্রবিন্দু আছে কি? অভিধানটা বাবার বাসায় 😛 ) করালে কি হবে, কথা তো সত্যিই বলছি।
You cannot hangout with negative people and expect a positive life.
অনেক মজা পাইলাম :clap:
রম্য কবিতার আলাদা কোনো নাম আছে কি ?
কি বলো, এ তো দুঃখের কথা রম্য কই পাইলা।
চশমা বইলা কি মানুষ না?
চশমার প্রেক্ষাপট থেকে চিন্তা করলে অবশ্য তা ঠিক ।মূর্খ কবিতা পাঠক তো তাই বুঝি নাই । স্যরি 🙂
তানভীর, সরি কিসের? কিসের সরি? হু? তুমি জানো তুমি কাকে অবমাননা করেছ? এটা উনার "দ্যা মাইটি চশমা" নিয়ে লেখা। তাও আবার আমাকে উত"সর্গ করা। সাহস তো কম না তোমার :gulli2: :gulli2: :gulli2:
নুপুদ্দার সামনে দাও ১০টা ফ্রন্টরোল।
You cannot hangout with negative people and expect a positive life.
:frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
ঘুমিয়ে ছিলাম তো তাই দেরী হলো ।
আহারে ...!
দাদাগো, কি জিনিস নামাইলেন? সন্দেহ যে ১০০ তলা বিল্ডিঙ্গের ফাউন্ডেশন গেড়ে বসল :boss: :boss: :boss:
You cannot hangout with negative people and expect a positive life.
এখন থেকে সত্যি বলছি, চশমা পড়েই ঘুমাব। বড়ই কষ্ট হচ্ছে ওঁর জন্যে :shy:
You cannot hangout with negative people and expect a positive life.
প্রিয় তে যোগ, পঞ্চতারা এবং এফবিতে শেয়ার।
You cannot hangout with negative people and expect a positive life.
পাগলাইয়া গেলাম।
আমি "জ্ঞ্যান হারাবো, মতেই যাবো, বাঁচাতে পারবে না কেউ" টাইপের ইমো চাই ... ... ... ... ... ।
You cannot hangout with negative people and expect a positive life.
কেনো, কি হলো আবার?
স্তম্ভিত হয়ে গেছি। এত সুন্দর.......
এক্সপ্রেশনটাকে ভালো পাইলাম।
অনেক ধন্যবাদ।
দারুন লাগলো