বিদ্রোহী [Lyrics] – তৌফিক ও ফয়সাল রদ্দি

বিদ্রোহী /BIDROHI (রাজত্ব /RaJoTTo)- Official Music Video by Towfique & Faisal Roddy) [Ektaar Music Presents]
সারা শরীর তার ঘামে ভেজা সাঝে সে ফেরে ঘরে,
ঋনী তুমি , আমি, আমরা শীত ও তাপ ঘরে,
শূণ্য গোলা তার ফলেনি ফসল তবু মুক্ত হাসি ঝরে,
যান্ত্রিক যাতাকলে পিষ্ট তুমি-আমি হাসি না ভয়ে।
তবু জীবনের ঈশারায় শুধু হেতে যাই-
হাসিহীন জীবনে আধারে হারাই,
তোমার আমার অদৃশ্য দেয়াল
শ্রেনীহীন সমাজের গান গেয়ে যাই।

ঘর্মাক্ত শরীর, মাথা ভরা বোঝা,
পরাজিত জীবনে ভোগ করে সে সাজা
স্বপ্নহীন, বর্ণহীন, জীবন তার ছন্দহীন, ঠিকানাবিহীন হাহাকারে গড়া।
শাষকে শোষিত তুমি, শোষণে লালিত তুমি,
আঘাতে আঘাতে চূর্ণ প্রলয়ে ধংস তুমি,
অধিকার-সাধিকার, পরাধিন চিতকার-
মানবতার চরম লজ্জা করো স্বীয় সৎকার ;
সংগ্রাম-বিপ্লব মহযজ্ঞের হুংকার,
মজুরের রক্ত প্রশ্নে নিজের ধিক্কার !
মিলগুলো সিলড কেন , কার দোষে দোষাব?
সংসদে বসে রাজা আর কত রোষানল?
যুদ্ধ দেখিনি তবু শুনেছি মুখে
বিপ্লব শিখিনি তবু যে রক্ত জলে
অনাচার অবিচার আর কত করবি কর
নিশ্চুপ নিরাবতা দেখে ভেবনা নির্বোধ !
লাল বিপ্লব হবে জনতার বিচার হবে
মিথ্যে জিহাদি হবে কালেরি কালিমা
অবাক পৃথিবী রবে তাকিয়ে তোদেরি দিকে
ঘৃণায় ফেরাবে মুখ বলবে রাজাকার !!

গান – বিদ্রোহী
কথা ও সুর – তৌফিক ও ফয়সাল রদ্দি
আলবাম – Rajotto

[বানানের ভুলের কারনে আন্তরিক ভাবে দুঃখিত !]

১০ টি মন্তব্য : “বিদ্রোহী [Lyrics] – তৌফিক ও ফয়সাল রদ্দি”

  1. সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)

    গানটা অসাধারন, যদিও আমার টাইপের না। তারপরেও এটা অনেক আগেই ইউটিউবে শোনা মাত্রই এফবি তে পোষ্ট করেছিলাম। লিরিক্সের জন্য অসংখ্য ধন্যবাদ।


    You cannot hangout with negative people and expect a positive life.

    জবাব দিন
  2. জিনাত (২০০২-২০০৮)

    গানের লিরিকটা শুনেই খুব ভালো লেগেছিলো ,পরে যখন শুনলাম এখানে একজন ক্যাডেটের অবদান আছে ,নতুন করে গর্ববোধ করেছি ।rapটা অনেক ভালো লেগেছে ভাইয়া ।আপনার কাছে সামনে আরো অনেক ভালো কিছু আশা করছি

    জবাব দিন
  3. কি রে তৌফিক এখানে??! গুড গুড!!!
    আজ তোমার ইসলাম ভাইয়ের সাথে ৭ বছর পর দেখা। তোমার গল্প করলো। রাস্তায় দেখা হলেই নাকি আইপড ঠেসে দাও? মজা পেলাম শুনে 🙂

    আগেও বলেছি আবার বলছি: সম্পূর্ণ বাংলা rap... ভাল লেগেছে বেশ! নিজ ভাষার উপরেই থেকেছো, ব্যাপারটা এ্যাপ্রিসিয়েশনের দাবি রাখে।

    জবাব দিন
  4. Towfique 36th

    অনেক ধন্যবাদ ফয়েজ ভাই, সাবিহা আপু আর তৌফিক ভাইকে !! ধন্যবাদ জিনাত !! মামা তোকেও ... 😉 আর আদনান ভাইয়া, আমি রাস্তায় দেখা হলেই আইপড ঠেসে দেই না। হাঃহাঃহাঃ !! অনেক খুশি হয়েছি আপনার কমেন্ট পড়ে। দোয়া !! 😀

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।