বাবুরাম চাকুরে

বাবুরাম চাকুরে

কোথা যাস বাপুরে

আয় বাবা দেখে যা

CV খানা রেখে যা

যে লোকের চোখ নেই

দাঁত নেই নখ নেই

ছোটে সে তো হাটে না

ছুটি ছাটা নেয় না

করে না কো উৎপাত

খায় শুধু নুনভাত

সেই লোক জ্যান্ত

ধরে ক’টা আনতো

নিয়ে দাস খতে সইটা

দেই তারে JOBটা

(স্বর্গীয় সুকুমার রায়ের নিকট ক্ষমাপ্রার্থী)

২,৬১১ বার দেখা হয়েছে

১৯ টি মন্তব্য : “বাবুরাম চাকুরে”

  1. তৌফিক

    ফেইড এওয়ে জাম্পার...... এন্ড ইট ফাইন্ডস নাথিং বাট গোল্ড এট দ্য এন্ড অব দ্য বিউটিফুল আর্ক... (গোলের বাস্কেটবল সংস্করণ)। বহুতদিন পর প্রথম হইলাম।

    সামীউর, শরীর কেমন এখন?

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।