বাবুরাম চাকুরে
কোথা যাস বাপুরে
আয় বাবা দেখে যা
CV খানা রেখে যা
যে লোকের চোখ নেই
দাঁত নেই নখ নেই
ছোটে সে তো হাটে না
ছুটি ছাটা নেয় না
করে না কো উৎপাত
খায় শুধু নুনভাত
সেই লোক জ্যান্ত
ধরে ক’টা আনতো
নিয়ে দাস খতে সইটা
দেই তারে JOBটা
(স্বর্গীয় সুকুমার রায়ের নিকট ক্ষমাপ্রার্থী)
ফেইড এওয়ে জাম্পার...... এন্ড ইট ফাইন্ডস নাথিং বাট গোল্ড এট দ্য এন্ড অব দ্য বিউটিফুল আর্ক... (গোলের বাস্কেটবল সংস্করণ)। বহুতদিন পর প্রথম হইলাম।
সামীউর, শরীর কেমন এখন?
তৌফিক ভাই, শরীর ভালো। খালি ২০ তারিখে কোর্টে হাজিরা আসে... 🙁
অসাধারণ!!! :clap: :clap: :khekz:
You cannot hangout with negative people and expect a positive life.
মজার লেখা :)) :))
কিরে চাকরি বদলাবি নাকি? 😛
খবর কি তোর? ঢাকায় আইসোস?
সংসারে প্রবল বৈরাগ্য!
ঐ
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
হ্যা বস , বেশ আগেই। একদিন অফিসে আইসেন।
সামীউর,
প্যারোডি ভালো লেগেছে।
ছোটবেলার কথা মনে পড়ে গেলো।
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
=))
ভাল লেগেছে রে... :clap: :hatsoff:
ভালো লাগলো. ধন্যবাদ
:)) চমৎকার হইছে।
খাসা হইসে!
:boss:
কেমন আছো ভাইয়া?
শরীরটা ভালো?
মিলা আর ফুয়াদ কে দিয়া এইটার একটা রিমিক্স বাহির করলে পুরাই হিট......... =)) =)) =))
দারুন হইছে :clap: :clap: :clap:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
অতীব সৈত্যকথা ণিকেচেন। ইন্টার্ন ডাক্তার হিসেবে যোগদানের পর শুধু হাড়ে হাড়ে নয়, নিউক্লিয়াসে নিউক্লিয়াসে টের পাচ্ছি!
ভালো ছিলো , সামীউর ভাই 😀
সাতেও নাই, পাঁচেও নাই
দারুণ সামীউর ......