আমি নারী, গর্বিত তাই আমি।
আমি বহুরূপী বহু বর্ণা, যেন সরলা এক ঝর্না।
আমি মায়াবী, আমি রহস্যময়ী,
আমি মঙ্গলকামিনী দ্বীপান্বিতা।
আমি নারী,
তাই হতে পারি দূর্গা, কখনো কালী।
আমি লক্ষী, আমি বধু,
হতে পারি প্রেমিকা শুধু।
কখনো অকুন্ঠিতা, উদার… ঝরে যাই বৃষ্টির মত।
পরিপূর্ন হতে জানি নিজেকে নিঃস্ব করে।
আমি ভালবাসি, ভালবাসতে শেখাই।
প্রখর সূর্যের তাপে আকাশ যখন দীর্ণ বিদীর্ণ,
আমি মেঘ হয়ে শীতল আলিঙ্গনে
তাকে দিয়েছি প্রশান্তি।
আমি জীবন দিয়েছি অনেক, আমি জীবন নিয়েছি অনেক,
আমি সন্ত্রাসী, ভালবাসা ছিনিয়ে নেই।
আমি তোমাকে পৌঁছে দিয়েছি স্বর্ন শিখরে,
আমি তোমাকে আছড়ে ফেলেছি অতল গহ্বরে।
আমি বন্যা।
ভাসতে জানি, ভাসাতে জানি,
ডুবতে জানি, ডোবাতেও জানি।
বহ্নি শিখা আমি, বিজলীর ঝলকানি,
জ্বলতে জানি এবং জ্বালাতে ও জানি।
আমি ক্লিওপেট্রা, আমি মোনালিসা,
শিল্পীর ভাষ্কর্য, কবির প্রিয় লেখনি বনলতা সেন, অমর কৃষ্টি।
আমার কঠিন মায়াবী দৃষ্টি,
করি নিত্য নতুন নিজেকে সৃষ্টি,
সাজাই এবং তছনছ করে দেই।
স্বরস্বতী আমি, জ্ঞানের আলোকবর্তিকা।
আমি ভীষণ, আমি ভীষণ ক্ষমতাময়ী।
আমি দৃঢ়, ঋজু, কখনো আবার বঙ্কিম,
কিংবা সামান্যেই ভঙ্গুর।
আমি অপলক, নির্দয়, নিষ্ঠুর, ভীষন স্বার্থপর।
খুনী, রক্তচোষা কালনাগিনী, উন্মাদিনী,
আমি বীরাঙ্গনা, বারবনিতা।
আমি সেবিকা, আমি আশ্রয়,
আমি তৃষিতের জল, পথিকের ছায়া।
আমি গোধুলী, লজ্জায় রক্তিম,
সিথীর সিঁদুরের মত শান্ত, মৌন অথচ কি দৃঢ়,
প্রদীপের আলোর মত।
আমি কন্যা, ভগিনী, বধু, প্রেমিকা।
আমি রঙ্গিন, বহুবর্ণা।
আমি ছায়া মায়া ভরা এক কায়া।
আমি সুর সেতার, আমি ঝংকার
আমি রাগিনীর রাগ, প্রভাতবীণা।
আমি নারী, পরিপূর্ণ।
আমি ভীষন, ভীষন ক্ষমতাময়ী।
আমি বিশ্ব আমি ব্রম্মান্ড,
আমি জননী, জগদ্বাত্রী,
আমি মাতা, এই মমতাময়ী ধরিত্রী।
গো ও ও ও ও ও ল
১ম হবার বিরল গৌরব অর্জন করলাম। 😀 😀
ইকটুর লাইগা পারলাম না (সম্পাদিত)
আপু ,অসাধারণ লাগল,তাই রেটিং ও অসাধারণ করলাম এবং প্রথম কোন কবিতা প্রিয়তে নিয়ে গেলাম :boss: :awesome:
ছুটুভাইয়ের একটা আবদার রাখবেন?কয়েকটা বানানে ভুল আছে,শুধরে দিন,কালজয়ী হবে কবিতাটা :salute: :hatsoff:
ধন্যবাদ, দিল খুশ হোগায়া 😀
বানানের ব্যাপেরে বলি, কিছু কিছু বানান আমি কী-বোর্ডে আনতে পারছিলাম না অনেক চেষ্টা করেও আর অন্য কি কি ভুল আছে তা জানালে উপকৃত হব।
You cannot hangout with negative people and expect a positive life.
অভ্র ব্যবহার করেন না আপু? খেয়াল কইরেন অভ্র 'help' এর মধ্যে 'bangla typing with avro phonetic' আছে,ওখানে সব পাবেন ,কি কি যুক্তাক্ষর কিভাবে লিখতে হয়।একটু প্র্যাক্টিস করলেই হবে মনে হয়,আমার ১ম ব্লগ লিখতে ৫-৬ঘন্টা লাগছিল 🙂
হেহে বড়াপু...এত সুন্দর ভাবে চিন্তা করে এত সুন্দর উপমা দিয়ে সেইরাম কবিতা লিখছেন,এর মধ্যে আর কোন ভুল ধরার ক্ষমতা এই পিন্টুর জীবনেও হইত না,মাফ চাই :boss: :boss: :boss: লিখতে থাকেন আর আমরাও পড়তে থাকি :clap:
আর মা-মেয়ের ছবিটা দারুণ :clap: O:-)
😡 :dreamy: :hug:
;)) ;)) ;)) ;)) ;)) ;))
You cannot hangout with negative people and expect a positive life.
=)) =)) :grr:
আপু, এই লাইনটা মনে হয় এই ব্লগের র আর স আদ্যক্ষরের জুটির কথা মাথায় রেখে লিখেছিলেন ;;;
🙁 🙁 দিস লাইন ইজ সো ট্রু 🙁 🙁
অসাধারন লিখেছেন আপু । :awesome: :awesome:
এক্কেরে অসধারণ। :clap: :clap:
আমার প্রচণ্ড ভাল লাগছে। :salute:
ইশ,আপনার মত সবাই যদি ভাবত....... ;)) ;))
:boss:
:clap: :hatsoff:
চ্যারিটি বিগিনস এট হোম
ভালো লেগেছে আপু 🙂
ভালো থাকুন।
অনেক উপমা, অনেক গতিময়তা, বিভিন্নতার যথার্থ রূপায়ন মিলে একটা সুন্দর উপাখ্যান।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
@সাবিহা জিতু,
আপু,
কবিতাটা বশি সুন্দর......কিন্তু নারী (আসলেই) বহুরূপী...ঠিক এই কবিতায় যেমন বলা হয়েছে....
ধন্যবাদান্তে,
মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১
["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]
আপু খুব সুন্দর হইসে
আর নারী যে বহুরূপী এটা আসলেই ঠিক কারণ নারীকে জীবনে একিসাথে অনেক ভূমিকা পালন করতে হয় 🙂 🙂 🙂
চমৎকার হয়েছে আপু। :thumbup:
জিতু ,
তুমি যে কবিতা লিখ তা জানতাম না; খুবই চমত্কার i
:tuski:
ইকবাল ভাই/ চাচা 😛 ,
আপনি যে এত ভাল নাচতে পারেন তাও তো আগে জানতাম না!!!
;))
You cannot hangout with negative people and expect a positive life.
এই বোকা, চাচা আবার ভাই হয় কি ভাবে? অনেক কিছুই সবার অন্যদের বিষযে অজানা / আনন্দিত হলে অনেক কিছুই করা সম্ভব ......
সরি চাচা, কিন্তু এই ক্যাডেট কলেজ আমার বাপকেও আমার ভাই বানায় দিলো... 😛
You cannot hangout with negative people and expect a positive life.
জিতুয়াপ্পি, কাহিনী কি বিস্তারিত বলেন-আমরা ম্যাংগো পাবলিক তো কনফিউজড হয়ে গেছি :((
ওরেব্বাপরেহ্!!! :gulli2:
মাশরুফ ব্রাদার, কনফিউসড হওয়ার কিছহু নাই। তোমার হইলেও হইতে পারে শশুরের মেয়ে যদি ক্যাডেটে পড়তো, তাইলে তোমার হইলেও হইতে পারে বউ যেমন তোমার হইলেও হইতে পারে শশুরকে ভাই বলবে এই লিখেয় পড়েছিলাম।
ব্যাপারটা অনেক টা তেমন আর কি 😛
ক্যাডেট ক্যাডেট ভাই ভাই রুল এ্যাপ্লাই করো 😀
You cannot hangout with negative people and expect a positive life.
"আমি নারী, পরিপূর্ণ।
আমি ভীষন, ভীষন ক্ষমতাময়ী।
আমি বিশ্ব আমি ব্রম্মান্ড,
আমি জননী, জগদ্বাত্রী,
আমি মাতা, এই মমতাময়ী ধরিত্রী।"
আপা, আপনার কবিতা বাংলা বইয়ের সিলেবাস এ আনা উচিত। বেশি জোস! আমি এটা ফেসবুকে শেয়ার করতে চাই! :awesome:
অফটপিকঃ আপা আপনাদের ব্যাচকে সাতদিনের টার্ম এ পেয়েছিলাম! ঃ)
তোমার পুরো নাম কি কির্ত্তিকা অর্চি?
You cannot hangout with negative people and expect a positive life.
না আপা, আমার পুরা নাম রিদওয়ানা কবীর অর্চি। কিন্তু নিলয় কির্ত্তিকা নামে আমাদের লকার পার্টনার ব্যাচে একজন আছে,শান্তি হাউস।
থুক্কু 😛 বাংলার শামসুল আলম স্যারের মেয়ের নাম কির্ত্তিকা অর্চি!
You cannot hangout with negative people and expect a positive life.
এই গানটা শোনার রিকমেন্ডেশন রইলো:
না-না-না-নারী - মুন (আর্ক)
চরম সাম্প্রদায়িক :-B
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ভাষাহীন....
-আলীম হায়দার.1312.
ক্যানো গো আলীম, সব ভাষা কি তোমার স্বরচিত কবিতায় ঢেলে দিয়েচো নাকি? ভাষা চাই, মন্তব্যু চাই, মূল্যায়ন চাই।
You cannot hangout with negative people and expect a positive life.
এই কবিতা পাঠের একটা ভিডিও পেলাম ফেসবুকে। দেখুন.........
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.