(এডু স্যার আবার না মাইর লাগায় তাই আগে থেকেই প্রাপ্তবয়স্ক ট্যাগ দিয়ে দিছি :-B )
১. সিনেমা দেখতে গেছে তিন বান্ধবীতে মিলে, টিকেট না পেয়ে অগ্যতা ব্ল্যাকে টিকেট কিনে গিয়ে পুলিশের কাছে ধরা!
যে মেয়েটি স্যালওয়ার কামিজ পড়ে আছে তাকে পুলিশটি ডেকে নিয়ে গেল এবং তার ফাইন হল ১০০৳
যে মেয়েটি জিন্স-টি শার্ট পড়ে আছে তাকে পুলিশটি ডেকে নিয়ে গেল এবং তার ফাইন হল ৫০৳
যে মেয়েটি মিনি স্কার্ট-টপস পড়ে আছে তাকে পুলিশটি ডেকে নিয়ে গেল এবং তার কোনো ফাইনই হল না!
কেন?
কেন?
কেন?
উত্তরঃ তার কাছে তো টিকেট ছিলই!
(আপনারা কি ভেবেছেন?)
২. একেই বলে প্রত্যুতপন্নমতী
রাত ১২:৩০ এ প্রেমিকের বাইকে করে বাসায় ফিরে এসে দেখলে মা রক্তচক্ষু আর ঝাড়ু নিয়ে দাড়িয়ে আছে। তখন কি বলবে তুমি?
“এখনও ঘর পরিষ্কার করছ?”
৩. কাকে চুমু খাবেনঃ
আইনজীবি কে কক্ষনো নয়, কেনো? সে বলবে, “I object”
ডাক্তার কে কক্ষনো নয়, কেনো? সে বলবে, “পরের জন কে পাঠাও”
তাইলে কাকে?
শিক্ষক কে করা যেতে পারে, কারণ সে বলবে, “আরো দশ বার কর”!!!
৪. এক ফ্যাক্টরীতে নোটিশবোর্ডে বড় করে নোটিশ ঝোলানোঃ
“মহিলারা নিজ নিজ দায়িত্বে পোশাকের লম্বত্ব নির্ধারন করুন। বেশী লম্বা পোশাক মেঝেতে পরে থাকা ক্যামিকেল দ্বারা ক্ষতিগ্রস্থ হতে পারে, আর কম লম্বা পোশাক পড়লে ক্যামিকেল ইঞ্জিনিয়ার দের দ্বারা আপনি ক্ষতিগ্রস্থ হতে পারেন”!
৫. ভদ্র ও দুষ্টু মেয়ের মধ্যে পার্থক্যঃ
>ভদ্র মেয়েরা বলে, “ডিনারটা খুব ভালো ছিল”
দুষ্টু মেয়েরা বলে, “ব্রেকফাস্টে কি আছে?”
>প্রচন্ড গরমে ভদ্র মেয়েরা বড়জোড় তার শাড়ীর আঁচল বা ওড়নার একটু আলগা করে নিজেকে বাতাস করবে।
দুষ্টু মেয়েরা একই কাজ করবে অন্যদের আরো গরম লাগানোর জন্য।
> ভদ্র মেয়েরা রেস্টুরেন্ট এ গিয়ে খাবারের রেসিপি নিয়ে চিন্তা করবে
দুষ্টু মেয়েরা চিন্তা করবে যে এই খাবারটি পরিবেশন করেছে তাকে নিয়ে!
(বাকি গুলো বলা যাবে না)
৬. আমার চাচাতো বনের প্রথম সন্তান মেয়ে। পরেরটা ছেলে হবে এই আশায় ঘরে উলঙ্গ পুত্র শিশুর পোষ্টার লাগিয়ে ভরে ফেলেছে পুরা দেয়াল। তা দেখে ৩ বছরের কন্যাটি তার বাবা কে জিজ্ঞেস করছে, “বাবা, বাবা, এই বেবীটার সামনে লেজ আছে, আমার নাই কেনো?”
৭. মুখে এক মনে আরেকঃ
“Excuse Me.” (যখন কোনো ছেলে ছেলে কে বলছে) = মাইর চিন?
“Excuse Me.” (যখন কোনো ছেলে কোনো মেয়ে কে বলছে) = আমি তোমাকে কিছুখনের মধ্যেই বাগে আনতে যাচ্ছি।
“Excuse Me.” (যখন কোনো মেয়ে কোনো ছেলে কে বলছে) = আমার সাথে আজাইরা টাইম পাস করার কথা চিন্তাও কইর না!
“Excuse Me.” (যখন কোনো মেয়ে কোনো মেয়েকে বলছে) = মানে কি? নিজেরে কি মনে কর? হিন্দি সিরিয়ালের নায়িকা? কুসুম?
৮. মুখে এক মনে আরেকঃ
” আমার শরীর ভালো লাগছে না, চল বারি যাই” (যখন স্ত্রী বলছে): তুমি তোমার বন্ধুদের কে আমার চাইতে বেশী প্রাধান্য দিচ্ছ।
” আমার শরীর ভালো লাগছে না, চল বারি যাই” (যখন স্বামী বলছে): তোমার আত্মীয়দের আমার সহ্য হচ্ছে না, বরং বারি গিয়ে বেডরুমে ঢুকি!
৯. পুরুষেরা অবশ্যই কম্পিউটার!
কেনো? কমান্ড এরর না হলে সর্বদাই তাদের দিয়ে কাঙ্ক্ষিত কাজটি করিয়ে নেওয়া সম্ভব।
১০. কেনো সৃষ্টিকর্তা প্রথম পুরুষ বানিয়ে স্ত্রী কে পরে বানালেন? আমরা সকলেই জানি যেকোনো কিছু নতুন করলে প্রথমটা হয় পরীক্ষামুলক, পরেরটা হয় সংশধিত!!!
১১. কেন বিয়ের সময় বর কোনে একে অপরের হাত ধরে থাকে?
এটা কেবল্মাত্র একটা আনুষ্ঠানিকতা মাত্র, বক্সার রা যেমন বক্সিং এর আগে মেলায় আর কি!
১২. প্রেমের বিয়ে এবং এ্যারেঞ্জ মারেজ নিয়ে আলোচনা করাটা খুব হাস্যকর। ব্যাপারটা অনেকটা পানিতে ডুবে না গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ভাল এই আলচনার মত শোনায়!
১৩. মেয়েরা কখন সাবালিকা হয়েছে বোঝা যায়? যখন তারা বক্ষবন্ধনী পরা শুরু করে।
ছেলেরা কখন সাবালক হয়েছে বলে বোঝা যায়? যখন তারা সেই বক্ষ বন্ধনীটি খুলতে ইচ্ছা পোষন করা শুরু করে।
…………………
এ্যাডু স্যার পাঙ্গানোর আগেই পালাই।।
😀 😀
x-( আপনে আবার কইথিকা আইলেন? ইমোর কমেন্ট প্রথম হওয়া প্রতিযোগিতায় ডিসকোয়ালিফাইড x-(
পেশেন্স বৎস ... পেশেন্স ...
ধৈর্য মহৎগুন 😉
ইয়ে, প্রাপ্তবয়স্ক শুইনাই দৌড়ায় চলে আসলাম...আমি আবার বয়েসে অনেক ছোট কিনা,বয়ষ্কদের গল্পে আমার খুব আগ্রহ।যাই এইবার পড়ি...
এখানে "বয়ষ্ক" কে???? :gulli2: :gulli2: :gulli2:
You cannot hangout with negative people and expect a positive life.
শিক্ষক কে করা যেতে পারে, কারণ সে বলবে, “আরো দশ বার কর”!!!
ইয়ে জিতুয়াপ্পি, আমি কিন্তু পেশায় এখনো "টিচিং এসিস্টেন্ট"।আপনি এই উপদেশটা যাদের দিলেন-আমার পেশাও তাদের জন্য প্রযোজ্য হওয়া উচিত :shy: :shy:
টিচিং এ্যাসিস্টেন্ট বলবে
প্রফেসরকে ৫টা দিয়ে আমাকে ৫টা দিলেই পাশ করায় দিবো 😉
ইয়ে,ইফতেখার্ভাই,মাহমুদ ভাই(পিএইচডি গবেষক, এন্থ্রপলজি বিভাগ, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া এট লস এঞ্জেলস) বলেছেন- "গুরুসমীপে ছাত্রী কন্যাসম" :-B
:khekz: :khekz: :khekz:
You cannot hangout with negative people and expect a positive life.
Office recruitment এর exam এ এই offer কিভাবে দেয়া যায়???? :dreamy: 😕 :dreamy: 😕 :dreamy: 😕
:boss: অসাধারন
(বাকি গুলো বলা যাবে না)
তীব্র প্রতিবাদ...জাতি বাকিগুলোও শুনতে চায়,আর বলা সম্ভব না হলে জাতি ওয়েব এদ্রেসের লিঙ্ক চায় যেখানে বাকিটা পরা যাবে :shy:
জাতি'র সংজ্ঞা দে!
You cannot hangout with negative people and expect a positive life.
জিতুয়াপ্পি, ৬ নম্বরটা পড়ে পুরাই চেয়ার থেকে উল্টায় পড়লাম হাসতে হাসতে =))
এটা সত্যি ঘটনা, একফোটাও বানানো না।
You cannot hangout with negative people and expect a positive life.
৯. কম্পিউটার অবশ্যই নারী!
কেনো? সঠিক বাটন গুলো প্রেস করতে পারলে আর ঠিক যায়গায় ক্লিক করতে পারলে ইহা কোনো সমস্যা ছাড়াই বিনোদনের ব্যাবস্থা করতে পারে 😉
:thumbup: :thumbup: :thumbup:
=)) :pira:
=)) =)) =))
=)) :grr: :))
:khekz: :khekz: :khekz: =)) =)) =))
😡 😡 😡 😡
৫০ টা ফ্রন্টরোল
এক্ষুনী।
:gulli2:
You cannot hangout with negative people and expect a positive life.
=)) =)) =))
:pira: :pira: :pira:
=)) =)) =))
:pira: :pira:
=)) =)) =)) :pira: :pira: :pira:
:pira:
MH
ইয়ে, লাফাইতে লাফাইতে অনেকগুলা কমেন্ট করে ফেললাম 😕 দেখি এডু স্যার মাইর দেয় কিনা-নাহইলে আমি কমেন্টের ঘরে এক আধটা যুক্ত করপো :shy:
ধুস, মরতুজা ভাইয়ের কচিকাঁচাদের সিরিজটা মিস্করতেছি...
জীতু আপা তো আগুন লাগায়া দিলেন :grr: :shy: ৬ নাম্বারটা চরম হইসে, আর ১৩ নাম্বার :shy: ভয়ঙ্কর মজার 😀
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
১ নাম্বার, তেমন কিছুই মনে করি নাই, তয় আপ্নে কি বুঝাইতে চাচ্ছিলেন??? :grr:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
আশহাব, গ্রেট পারসান থিঙ্কস এ্যালাইক! 😀
You cannot hangout with negative people and expect a positive life.
হা হা পি গে!!!
:thumbup: 😀
হাসতে বাধ্য হলাম। ধন্যবাদ জিতু।
কয়েকজন মেয়ে এক জায়গাতে বসে আড্ডা মারছে। একজন জানতে চাইলোঃ
- আচ্ছা, ছেলেরা যখন বসে আড্ডা মারে, কি গল্প করে তারা?
- কিই আর, আমরা যেমন গল্প করি, তেমনি।
- ওমা, ছেলেরা কি অসভ্য।
:)) :)) :)) =)) =))
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
:)) :))
:)) :)) :)) :)) :)) :)) =)) =)) :pira:
:shy: শহীদ ভাই, ব্যাপক লজ্জা পাইসি!
You cannot hangout with negative people and expect a positive life.
পৃথিবীতে এত জোক থাকতে এটা বললেন আপনি? আমাকে বলা ওর প্রথম জোক এটা। 😡
:thumbup: :thumbup:
You cannot hangout with negative people and expect a positive life.
আমি মোবাইলে থেকে লগইন করেছিলাম।সেখানে শুধু শিরোনাম দেখায় তারপর ঢুকতে হয়।গার্লস জোকস!দেখেই বুঝেছিলাম এইটা তোরই হবে।আর কিছু বল্লামনা :thumbdown: :-B
ইয়ে আব্দুল্লাহ ভাই, আপনের কি কিঞ্চিত হিংসা হইতেছে? 😛
হিংসা না বেটা।যদিও জানি ও এরকমই তাও ক্যান জানি হজম করতে পারতেছিনা।কারন,আমি যে এরকম না
😀 =)) :grr: :khekz: :goragori:
:thumbdown: :thumbdown: :thumbdown:
সত্যি :no: :no: :no:
You cannot hangout with negative people and expect a positive life.
হা হা হা। ব্যাপক হইসে ! হাসতেই আছি :))
সাতেও নাই, পাঁচেও নাই
😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
ছেমড়ি, তুই তো দেখছি সিসিবিতে লঙ্কাকান্ড ঘটায় দিলি! :goragori: :goragori: :goragori: :goragori:
আমি খালি গান গাই :shy: :shy: 😉 😉
You cannot hangout with negative people and expect a positive life.
O:-) O:-) O:-) O:-) O:-)
You cannot hangout with negative people and expect a positive life.
জিতু আপু, :pira: :pira: :pira:
=))
পুরা থার্ড প্রেপের শেষের ১৫ মিনিট 😛
আপাগো ক্যাম্নে মনে রাখলেন ? আমি তো আড্ডা মারতে বসলে মনে পড়ে তারপর আবার হারায়ে যায় 🙁
ইয়ে শিরীন বৌদি,আপনারা তো খুব খ্রাপ ছিলেন,শেষ প্রেপের লাস্ট ১৫ মিনিট খালি বড়দের গপ্পো করতেন :-B
মানলাম বৃক্ষ তুমি, কিন্তু তাই বলে আমাদের কি গো-মূর্খ ভেবেছো মাস্ফ্যু 😡 ???
আমরা মোটেও খ্রাপ ছিলাম না, জ্ঞ্যান শেয়ার করতাম :awesome: :awesome:
You cannot hangout with negative people and expect a positive life.
ইসসসস...।কি মনে করায় দিলি শিরীনরে...।আহহা!!!
You cannot hangout with negative people and expect a positive life.
13 B-)
জিতুয়াপ্পি রকস :thumbup:
সাত সকালে উইঠাই হাসতে হাসতে আবার :pira:
:khekz: :goragori:
সৈকত, দিন নিশ্চই ভালো কাটছিলো......।
You cannot hangout with negative people and expect a positive life.
:guitar: :guitar: :guitar:
অবশ্য এভাবেও বলা যায়-----
প্রথমটা অরিজিন্যাল পরেরগুলো ক্লোন---- 😛
সবভগুলোই মজার হয়েছ।
:no: :no: :no: :no: :no: :no: :no:
You cannot hangout with negative people and expect a positive life.
:thumbup: :thumbup: :thumbup:
😛 😛 😛
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
তুই জুনা দা'র ছবি নিজের বইলা চালাইতেছস কেন ???
আরে রেজু ভালো কইরা দেখ, এইটা হইলো গিয়া আমাদের চারাগাছ :grr:
কিন্তু ও এইটা জুনা দা'র ছবি বইলা তারেক ভাইয়ের দেয়ালে পোস্ট করছিল :grr:
:khekz: :khekz:
You cannot hangout with negative people and expect a positive life.
আপি :pira:
ইসসস
কতদিন গার্লস জোক্স বলার মত একটা মেয়ে পাই না :((
কাঁন্দিস না, আইচ্ছা যা তোর জোক্স কাইল্কা শুনুম নে :hug:
আমি পিচ্চি দের জোক্স বলি না 😛
তাইলে বড় হইয়া শুনব ;;)
দিহান ভাবী, তুমি তারাতারি বড় হও :awesome: ...আমাদের দল ভারী করতে হবে :hug: :hug: :hug: ।
You cannot hangout with negative people and expect a positive life.
মেলিতা ভাবী, আমারে বল 😉 , ননদ ভাবীতে জম্বে ভালো 😡 😡 😡
You cannot hangout with negative people and expect a positive life.
হাহাপিগে :khekz: :pira:
:thumbup: :hatsoff: B-)
চ্যারিটি বিগিনস এট হোম
আহমদ ভাই!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!আপনি তো পেশায় শিক্ষক,তাইনা?????
ইয়ে মানে নাহ, আমি কোন ইঙ্গিত দেইনাই :-B
আহামদ ভাই কি খুশী!!!
You cannot hangout with negative people and expect a positive life.
😀
প্রেমের বিয়ে এবং এ্যারেঞ্জ মারেজ নিয়ে আরো ১ টা জোক মনে পড়ল-
প্রেমের বিয়েতে ছেলেরা বিয়ে করে নিজের গার্ল ফ্রেন্ডকে, আর এ্যারেঞ্জ মারেজ এ বিয়ে করে অন্যের গার্ল ফ্রেন্ডকে।
😛 যেই যুগ পরেছে....ফরিদ, সেই নিজের গার্ল ফ্রেন্ড টি আবার অন্যজনের X গার্ল ফ্রেন্ড থাকে 😀
এইটা তো ভাবি নাই আপু। 😮
বিশাল চিন্তার বিষয় । 😐
ইয়ে,ফরিদ ভাই-এইটা আমার এফবি স্ট্যাটাস দিলাম... :-B
তথাস্তু 🙂
ফরিদের এই হাতটা দেখলেই মনে হয় একটা হাই-ফাইভ দেই :thumbup:
You cannot hangout with negative people and expect a positive life.
এইটাতো হাতের ফটোকপি ।
তীব্র দ্বিমত এন্ড কইশ্ষা মাইনাস :thumbdown: :thumbdown:
কোন ফিম্ল যদি হিট করে তখন সবাই উঠেপড়ে লাগে সিকুয়াল বানানোর জন্য।মনে করে তার পরেরটা আরো ভাল হবে।কিন্তু এই বেশি খাইতে গিয়া/ওভার কনফিডেন্ট হয়ে যা হয় জগাখিচুড়ি ছাড়া আর কিছুনা।তখন পরিচালকের মেধা নিয়ে সন্দেহ জাগে।নারী থেকেই ভুলের শুরু, সেই ভুলে এই গ্যাঞ্জাইমা দুনিয়াতে আগমন।এখানেও যেখানে নারী সেখানেই গ্যাঞ্জাম।আশা করি গর্বিত নারী বিদ্বেষী হিসেবে আমার অবস্থান পরিস্কার :khekz: :grr: :goragori:
মর, তুই দূরে গিয়া মর :gulli2: :gulli2: :gulli2: :gulli2: :gulli2: :gulli2: :gulli2: :gulli2: :gulli2:
You cannot hangout with negative people and expect a positive life.
আব্দুল্লাহ্ আল ইমরান এর সাথে এক মত পোষন করলাম। :boss: :thumbup:
ইমরান, ইমরান, দ্যাখ, তোরে নাম ধইরা ডাকে......... পোলাডারে কি তুই পাঙ্গাইবি নাকি এডু স্যারের কাছে ফালায় দিবি?
:gulli2: :gulli2: :gulli2: :gulli2: :gulli2: :gulli2:
You cannot hangout with negative people and expect a positive life.
আব্দুল্লাহ্ আল ইমরান ভাই এর সাথে এক মত পোষন করলাম। :boss: ভুল করসি :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
আমি এই পর্যন্ত যে কয়টা নারী বিদ্বেষী দেখসি সবাই সময় মতন কেম্নে জানি "জরু কি গোলাম" -- হয়ে গেসে। ইমরান আর মাহতাব, সাবধানে থাইকো ভাইয়েরা।
:thumbup: :thumbup: :thumbup:
You cannot hangout with negative people and expect a positive life.
এই জন্যই তাড়া নাই। যত দিন সমভব মুক্ত থাকতে চাই 😀 😀 😀
আব্দুল্লাহ্ আল ইমরান এর সাথে এক মত পোষন করলাম। :boss: :boss: :boss: :boss:
:khekz: :khekz: :khekz:
জট্টিল :thumbup:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
😀 :shy:
You cannot hangout with negative people and expect a positive life.
আমি তো দেখি সাবালক হয়ে গেছি। 😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
=)) =))
:khekz: :khekz: :khekz: :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
;;;
You cannot hangout with negative people and expect a positive life.
:)) =)) =))
কোন দুক্ষে যে মাষ্টারী ছাড়লাম। ~x( ~x(
আমিও মাস্টারি করপো :((
অফ টপিক- এককালে নসু ইংলিশ ডিপার্টমেন্টে মাস্টারি না করলেও মাস্টারের চামচাগিরি করতাম...আহা আগে কি সুন্দর দিন কাটাইতাম... :dreamy:
রঙ্গ
মাস্ফ্যু রে, তোর বেশী ডাল-পালা গজায় গেসে রে...ছেটে সাইজে আনতে হবে :duel: :duel: :duel: :duel:
You cannot hangout with negative people and expect a positive life.
🙁 🙁
ফরিদ, আমাদের হুমু এরশাদ সাহেব বলেছেন, "once a president, always a president", তুমিও ক্লেইম করতেই পারো ;;;
You cannot hangout with negative people and expect a positive life.
জিতু আপু, আপনার পরামর্শ শিরোধার্য 🙂 (শুধু এই ক্ষেত্রে)
কঠিন! =)) =)) =))
৩, ৫, ৯, ১০, ১৩ সুপারব............... :khekz: :khekz: :khekz: :khekz:
১০ নং জোকটা এই রকম ই তো শুঞ্ছিলাম-
ঈশ্বর প্রথম পুরুষ বানাইলেন। তারপর তাকে দৌড়ের উপর রাখতে নারী বানাইলেন। তারপর থেকে ঈশ্বর নিজেই দৌড়ের উপর আছেন!!!
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:pira: :pira:
দৌড় স্বাস্থের জন্য খুবই ভালো :-B , সদা সর্বদা ফীট থাকবা :khekz:
You cannot hangout with negative people and expect a positive life.
তাই বলে দৌড়ের উপ্রে থাকাও কি ভাল? :no:
=)) =)) :khekz:
😀 😀 ভালো ছিল :clap: :clap: :clap:
বিয়াপোক অইছে
:hatsoff:
সকালে একবার পরছি এখন আবার পরলাম
চ্রম চ্রম :)) :)) =)) =))
এইটাতো পুরাই :gulli2: :gulli2:
=)) =)) =)) :pira:
কত কথা বলার ছিল... :dreamy:
কিন্তু স্থান কাল পাত্র সময় ভেবে চেপে গেলাম... 😕
বেশির ভাগ গুলাই জটিল হইছে... 😀
আরো দিয়েন আপু... :thumbup:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
শুনিতে মঞ্চায় :shy:
You cannot hangout with negative people and expect a positive life.
:boss: :boss: :boss: :boss: :boss: :boss: :boss: :boss: :boss: :boss:
আমি কি এই পোস্ট আর মন্তব্যগুলো পড়তে পারবো? ~x( ~x( ~x(
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সানা ভাই, ইয়ে মানে ... ... ... আমার বাপেরে কইয়েন না খালি 😛
You cannot hangout with negative people and expect a positive life.
আমি মাসুম। আমার কি এইসব জোকস পড়া ঠিক হবে? 🙂 🙁 😕
:no: :no: :no:
You cannot hangout with negative people and expect a positive life.
=)) =)) =)) :pira: :pira:
চরম হইছে জিতু আপু। হাসতে হাসতে মিরা গেলাম। =)) =))
এইটাকে একটা সিরিজ বানায়ে ফেলার তীব্র দাবি জানায়ে গেলাম। 😀
তীব্র সহমত!
ভাগিনা দেখি এই পোস্টে ইতিমধ্যে তেরখান কমেন্ট মাইরা দিছে ... :grr:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
মাস্ফ্যু... মাথার সিং দুইটা ( :grr: ) আবার ঢেকে ফেলাইছি, এখন আমি আবার O:-) O:-) O:-) O:-) O:-) O:-) O:-) !!!
You cannot hangout with negative people and expect a positive life.
৬. টা কঠিন তবে সবচে বেশি মজা পাইসি কমেন্টস গুলা পড়ে. . . =)) =)) =))
আমি তোমার সামনে ওয়ালে খিড়কির মেয়ে......ভুলে গেস তুমি 🙁
ইহা সত্য ঘটনা 😐
You cannot hangout with negative people and expect a positive life.
ম্যালাদিন পর সিসিবি-তে ঢুইক্কাই বড়াপুর ব্লগ, শিরোনাম দেইক্ষা বিয়াপক কৌতুহল নিয়া প্রবেশ করিলাম এবং ম্যালদিন পর পরান খুইল্লা ক্যালাইলাম, =)) :khekz: :goragori:
যদিও এখনও নিজেরে পিচ্চি পিচ্চি লাগে :shy:
আছিব্যা, ট্যাগ দেখস নাইক্কা?
দশটা ফ্রন্টরোল, এক্ষন 😡 😡 😡
You cannot hangout with negative people and expect a positive life.
আমাদের কম্যান্ডো ইন্সট্রাকটররা বলতেন, "সব ক্যানসেল..........আবার ১০টা শুরু করেন"।
Life is Mad.
সায়েদ ভাই, আমি না, জাতির মনে প্রশ্ন উদয় হইসে, দশটা কি শুরু করতেন???
You cannot hangout with negative people and expect a positive life.
সাধারণত বুকডন দিয়ে শুরু হত 😛
অবস্থা বিশেষে ফ্রন্টরোল, সাইডরোল জাতীয় জিনিষও মেন্যুতে ঢুকে পড়ত 😀 😛 ।
Life is Mad.
:thumbdown: :thumbdown:
You cannot hangout with negative people and expect a positive life.
:goragori: :goragori: :khekz: :khekz: :khekz:
খুব ভালো লাগল।
আহারে......... কত্ত কত্ত জোক্স মনে পড়ে যাচ্ছে :dreamy: :dreamy:
Life is Mad.
ইয়... মানে... শুনবার মঞ্চায় :shy:
You cannot hangout with negative people and expect a positive life.
ম্যালা দিন পর ঢুকলাম ব্লগে।ঢুইক্যা দেখি তাপমাত্রা অত্যন্ত বেশী।
@জিতুয়াপ্পী...কঠিন কঠিন কঠিন !!! :boss: :boss:
বিএমএ র ড্রিল স্টাফ রা তাহলে এই ব্যাপারে বিশেষ অ্যাডভান্টেজ পাইবো। কিছু বুইঝা না বুইঝাই কইবো "ফ্রন্টরোল (পড়ুন চুমু) শুরু করেন,আজীবন চলতে থাকবে"
৬ আর ১৩ পইড়া হাসতে হাসতে পিরা গেলাম। :khekz: :goragori:
B-)
You cannot hangout with negative people and expect a positive life.
অসাধারণ হইছে অপু স্রেফ অসাধারণ। এখনো হাসতেই আছি 😀
কামরুলের লেখায় তোমার সাথে খুব সুন্দর ভাবে পরিচয় হয়েছে। আমার ব্লগে তোমাকে পেয়ে যারপরনাই আহ্লাদিত হইলাম 😀
You cannot hangout with negative people and expect a positive life.
কঠিন, কঠিন হইছে আপা :clap: :clap: :clap:
আদনান, আর একটু ওয়েট কর ব্রাদার, নরম জিনিস আসিতেছে 😐
You cannot hangout with negative people and expect a positive life.
আপা পরবর্তী নরম সংস্করণের অপেক্ষায় রইলাম।
:)) :))
২য় সংস্করনের অপেক্ষায় রইলাম 😕
পোলাপাইন্ডি এক্কেরে নষ্ট হইয়া গেল। :no:
You cannot hangout with negative people and expect a positive life.
আমিও নষ্ট থুক্কু আমিও ভালো হপো... :((
মাস্ফ্যুঃ মানুষ হ মানুষ হ, আবার তোরা মানুষ হ!
You cannot hangout with negative people and expect a positive life.
তিনি যেই বৃক্ষতে রুপান্তরিত হইছেন.....নাহ ক্ষীন সম্ভাবনাও দেখা যাচ্ছে না 😛
( - ) & ( - ) এ ( + ) হয়
নষ্টে নষ্টে ভালো
তাই আরেকটা প্লিজ .....
😮 একলাই যেই পরিমান কমেন্টস নিয়া নিসেন 😮
বুঝলেন তানভীর ভাই, কমেন্টখেকো ব্লগার..... 🙁
আমরা ম্যাংগো জ্যাকফ্রুট ব্লগারদের রিকোয়েস্ট এ কাম হইব না :((
বহুদিন পর সিসিবিতে ঢুকেই পিরা গেলাম । আপা আপনার সাথে পরিচয় হয় নি ।আমি এই ব্লগের পুরান পাপী ..। B-)
জিনাত, ভেরী নাইস টু মিট ইউ, ব্রাদার, আমি এই ব্লগের তুলনামুলকভাবে নতুন পাপী B-)
You cannot hangout with negative people and expect a positive life.
:-B 😮 '' ব্রাদার '' !! 😮 ক্যামনে কী? :-/ :-/
ছোট্ট মিস্টেক হইসে, আমি জিন্নাত মনে করসিলাম মনে হয় 😛
You cannot hangout with negative people and expect a positive life.
বহুদিন মৌন পাঠক হইয়া ছিলাম । কিন্তু '18+' দেইখা আর চুপ থাকতা পারলাম না... 😛 😛
জিতু আপু, সিম্পলি জটিল টু দি পাওয়ার অসীম । :boss:
এই চান্সে আমিও একটা শেয়ার করিঃ
*মা ও ছেলের কথোপকথনঃ
ছেলে- "মা, বাবা কি খুব লাজুক ?"
মা- হ্যাঁ, সোনা ... উনি লাজুক না হলে তোমার বয়স আরো ছয় বছর বেশী হত ।
মুরুব্বিরা সাহস দিলে আরো কয়েকটা শেয়ার করতাম... 😀 😀
ব্লগ লিখুন লিন্কটার সাথে পরিচয় আছে তো? স্টক শেয়ার করা সওয়াবের কাজ 😉 .... গুদামজাত রাখা বেআইনি।
ইফতি, কি বল্লা, "সওয়াব" ? O:-)
তাইলে ভাই, ফির মিলেঙ্গে ব্রেককে বাদ ;;;
You cannot hangout with negative people and expect a positive life.
ব্রেক ইজ ওভার 😉 😉
অশেষ সওয়াব হাসিল করুন 😉
আপু শেয়ার এর দাম বাড়ার অপেক্ষায় আছে মনে হয়...... 😉
কইয়া লাভ নাই.... 🙁
আমি ব্যাপক অনুতপ্ত :(( পোলাপাইন্ডি এম্নে উথাল পাথাল শুরু করব জানলে আমি ইহকালেও এই পোষ্ট ছাড়তাম না :no:
পাপের প্রায়শ্চিত্ত করতেই হয়!
You cannot hangout with negative people and expect a positive life.
হ আপু ঠিকই...... তাড়াতাড়ি সিকুয়েল দিয়া পাপের প্রায়শ্চিত্ত কইরা ফালান..... 😀
শেয়ার দিয়া কাম হইব না এইখানে , নিলামে উঠাইতে হইব
You cannot hangout with negative people and expect a positive life.
:)) :)) :))
বেশি মজা পাইলাম.....এক কথায় অসাধারণ...
ধন্যবাদান্তে,
মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১
["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]
শেয়ার বিজনেসে নামলে কোন লেভেল পর্যন্ত যাওয়াটা নিরাপদ সে বিষয়ে সিনিয়রদের কাছ থেকে একটু গাইডেন্স দরকার... হে হে... 😀 😀
তোমার জন্য তাইলে এই পোস্টটা দ্রষ্টব্য :grr:
জিতু আপু, লিন্কটা বজলুর ভাইয়ের ওয়ালে শেয়ার করব নাকি? 😛
:bash: :bash: :bash: ক্যান যে এফবি তে জোড় করে বাবারে একটা অ্যাকাউন্ট খুলে দিছিলাম :bash: :bash:
You cannot hangout with negative people and expect a positive life.
🙁 জিতুয়াপ্পি আমি ডেঞ্জার জোনে আছি-আম্মা গতকাল সকালে কইছে খুব শিগগিরি ফেসবুক একাউন্ট খুলবে :bash:
হেহে...আন্টি তার বিসিএস ক্যাডার পোলার জন্য সোনার টুকরা মেয়ে খুঁজতে ''ফেসবুক'' ইউজ করতে চান । বেস্ট অফ লাক বস :thumbup: B-)
তয় তাইলে এক কাজ করেন,সব সুন্দরী বাদ দিয়ে খালি আমার ভাতিজীরেই রাইখেন ;;)
তর ভাতিজীরে নিয়াই বাসায় সমিস্যা চলতেছে রে... :(( চিরাচরিত নিয়ম অনুযায়ী পুত্রের পছন্দ মায়ের অপছন্দ হইতেই হবে... বহুত বাটে আছি,দোয়া করিস সব ঠিক হয়া যায় যেন... 🙁
কুন দিন শুনবি আমারে বাসা থিকা বাইর কইরা দিছে আর আমি জিতুয়াপ্পির বাসায় লজিং উঠছি :((
কন কি বস,আপনার মত পোলারেও মায়ে বেল দেয় না?!!! 🙁 =((
আমার মত তারছিড়া পোলারে তো তাইলে..... 😕 :((
:khekz: :khekz: :khekz:
:boss:
আব্দুল্লাহ্ আল ইমরান এর সাথে এক মত পোষন করলাম। :boss:
মেয়েরা এত জ্ঞানি !!!!!!!!! আমাগো লগে শেয়ার করে না ক্যান তাইলে???? জীতু আপু কত ভালো। অন্তত কিছুটা শেয়ার করেছেন।
😛 😛
জোক গুলো ভালো ছিল . শুনে মনে হচ্ছে SORRY পরে মনে হচ্ছে GIRLS কাডেট কলেজ এও বৃহস্পতিবার এ SPECIAL DINNER এর পর **** জোক এর আড্ডা বসত 😀
প্রিয় পোস্টে অ্যাড করলাম।
মনটা খারাপ হইলে এ পোস্ট থেকে ঘুরে যাবো। 🙂
Jituppi...eida ki dila.amr to pura HaHaPiGe obstha hoye gelo.ahaa onk jokes mone portesi...toy eigula vuleo bola jabena.amdr eikhankar adult jokes gula adult rao hozom krte parena!
Apu aro 2/1 ta eirkm namao...pore pira jai:-D
:clap: =)) :)) 🙂 🙂 😀 :)) =)) :clap: :clap: :clap: :clap: :clap:
=)) =)) =)) :)) :)) :)) :boss: :boss: :boss:
=)) সাবিহা আপু, আপনার দেয়া প্রাপ্তবয়স্কের সংজ্ঞা অনুযায়ী আমি ৬ বছর থেকেই প্রাপ্ত বয়স্ক!
:awesome:
পুরাদস্তুর বাঙ্গাল
কি দিন ছিল, সিসিবিতে?
১০টা ৩৯-এ পোস্ট আসার পর ১০টা ৪০-এই কমেন্ট এসে যেতো।
নেক্সট ১০ মিনিটে ২০-২৫টা।
তারপর সারারাত খালি কমেন্ট আর কমেন্টের বন্যা।
দুদিন যেতে না যেতেই শ-দেড়'শ কমেন্ট চালাচালি.........
সেইসব দিন -
"কোথায় হারালো?
মাকাল লতার তলে, শিশিরের নীল জলে,
কেউ তার পাবে না সন্ধান........." (সম্পাদিত)
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
:just:
Khub sundor hoiyechhey..