গার্লস জোকস!

(এডু স্যার আবার না মাইর লাগায় তাই আগে থেকেই প্রাপ্তবয়স্ক ট্যাগ দিয়ে দিছি :-B )

১. সিনেমা দেখতে গেছে তিন বান্ধবীতে মিলে, টিকেট না পেয়ে অগ্যতা ব্ল্যাকে টিকেট কিনে গিয়ে পুলিশের কাছে ধরা!
যে মেয়েটি স্যালওয়ার কামিজ পড়ে আছে তাকে পুলিশটি ডেকে নিয়ে গেল এবং তার ফাইন হল ১০০৳
যে মেয়েটি জিন্স-টি শার্ট পড়ে আছে তাকে পুলিশটি ডেকে নিয়ে গেল এবং তার ফাইন হল ৫০৳
যে মেয়েটি মিনি স্কার্ট-টপস পড়ে আছে তাকে পুলিশটি ডেকে নিয়ে গেল এবং তার কোনো ফাইনই হল না!
কেন?
কেন?
কেন?
উত্তরঃ তার কাছে তো টিকেট ছিলই!
(আপনারা কি ভেবেছেন?)

২. একেই বলে প্রত্যুতপন্নমতী
রাত ১২:৩০ এ প্রেমিকের বাইকে করে বাসায় ফিরে এসে দেখলে মা রক্তচক্ষু আর ঝাড়ু নিয়ে দাড়িয়ে আছে। তখন কি বলবে তুমি?
“এখনও ঘর পরিষ্কার করছ?”

৩. কাকে চুমু খাবেনঃ
আইনজীবি কে কক্ষনো নয়, কেনো? সে বলবে, “I object”
ডাক্তার কে কক্ষনো নয়, কেনো? সে বলবে, “পরের জন কে পাঠাও”
তাইলে কাকে?
শিক্ষক কে করা যেতে পারে, কারণ সে বলবে, “আরো দশ বার কর”!!!

৪. এক ফ্যাক্টরীতে নোটিশবোর্ডে বড় করে নোটিশ ঝোলানোঃ
“মহিলারা নিজ নিজ দায়িত্বে পোশাকের লম্বত্ব নির্ধারন করুন। বেশী লম্বা পোশাক মেঝেতে পরে থাকা ক্যামিকেল দ্বারা ক্ষতিগ্রস্থ হতে পারে, আর কম লম্বা পোশাক পড়লে ক্যামিকেল ইঞ্জিনিয়ার দের দ্বারা আপনি ক্ষতিগ্রস্থ হতে পারেন”!

৫. ভদ্র ও দুষ্টু মেয়ের মধ্যে পার্থক্যঃ
>ভদ্র মেয়েরা বলে, “ডিনারটা খুব ভালো ছিল”
দুষ্টু মেয়েরা বলে, “ব্রেকফাস্টে কি আছে?”
>প্রচন্ড গরমে ভদ্র মেয়েরা বড়জোড় তার শাড়ীর আঁচল বা ওড়নার একটু আলগা করে নিজেকে বাতাস করবে।
দুষ্টু মেয়েরা একই কাজ করবে অন্যদের আরো গরম লাগানোর জন্য।
> ভদ্র মেয়েরা রেস্টুরেন্ট এ গিয়ে খাবারের রেসিপি নিয়ে চিন্তা করবে
দুষ্টু মেয়েরা চিন্তা করবে যে এই খাবারটি পরিবেশন করেছে তাকে নিয়ে!
(বাকি গুলো বলা যাবে না)

৬. আমার চাচাতো বনের প্রথম সন্তান মেয়ে। পরেরটা ছেলে হবে এই আশায় ঘরে উলঙ্গ পুত্র শিশুর পোষ্টার লাগিয়ে ভরে ফেলেছে পুরা দেয়াল। তা দেখে ৩ বছরের কন্যাটি তার বাবা কে জিজ্ঞেস করছে, “বাবা, বাবা, এই বেবীটার সামনে লেজ আছে, আমার নাই কেনো?”

৭. মুখে এক মনে আরেকঃ
“Excuse Me.” (যখন কোনো ছেলে ছেলে কে বলছে) = মাইর চিন?

“Excuse Me.” (যখন কোনো ছেলে কোনো মেয়ে কে বলছে) = আমি তোমাকে কিছুখনের মধ্যেই বাগে আনতে যাচ্ছি।

“Excuse Me.” (যখন কোনো মেয়ে কোনো ছেলে কে বলছে) = আমার সাথে আজাইরা টাইম পাস করার কথা চিন্তাও কইর না!

“Excuse Me.” (যখন কোনো মেয়ে কোনো মেয়েকে বলছে) = মানে কি? নিজেরে কি মনে কর? হিন্দি সিরিয়ালের নায়িকা? কুসুম?

৮. মুখে এক মনে আরেকঃ
” আমার শরীর ভালো লাগছে না, চল বারি যাই” (যখন স্ত্রী বলছে): তুমি তোমার বন্ধুদের কে আমার চাইতে বেশী প্রাধান্য দিচ্ছ।
” আমার শরীর ভালো লাগছে না, চল বারি যাই” (যখন স্বামী বলছে): তোমার আত্মীয়দের আমার সহ্য হচ্ছে না, বরং বারি গিয়ে বেডরুমে ঢুকি!

৯. পুরুষেরা অবশ্যই কম্পিউটার!
কেনো? কমান্ড এরর না হলে সর্বদাই তাদের দিয়ে কাঙ্ক্ষিত কাজটি করিয়ে নেওয়া সম্ভব।

১০. কেনো সৃষ্টিকর্তা প্রথম পুরুষ বানিয়ে স্ত্রী কে পরে বানালেন? আমরা সকলেই জানি যেকোনো কিছু নতুন করলে প্রথমটা হয় পরীক্ষামুলক, পরেরটা হয় সংশধিত!!!

১১. কেন বিয়ের সময় বর কোনে একে অপরের হাত ধরে থাকে?
এটা কেবল্মাত্র একটা আনুষ্ঠানিকতা মাত্র, বক্সার রা যেমন বক্সিং এর আগে মেলায় আর কি!

১২. প্রেমের বিয়ে এবং এ্যারেঞ্জ মারেজ নিয়ে আলোচনা করাটা খুব হাস্যকর। ব্যাপারটা অনেকটা পানিতে ডুবে না গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ভাল এই আলচনার মত শোনায়!

১৩. মেয়েরা কখন সাবালিকা হয়েছে বোঝা যায়? যখন তারা বক্ষবন্ধনী পরা শুরু করে।
ছেলেরা কখন সাবালক হয়েছে বলে বোঝা যায়? যখন তারা সেই বক্ষ বন্ধনীটি খুলতে ইচ্ছা পোষন করা শুরু করে।
…………………
এ্যাডু স্যার পাঙ্গানোর আগেই পালাই।।

১৯২ টি মন্তব্য : “গার্লস জোকস!”

  1. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    শিক্ষক কে করা যেতে পারে, কারণ সে বলবে, “আরো দশ বার কর”!!!

    ইয়ে জিতুয়াপ্পি, আমি কিন্তু পেশায় এখনো "টিচিং এসিস্টেন্ট"।আপনি এই উপদেশটা যাদের দিলেন-আমার পেশাও তাদের জন্য প্রযোজ্য হওয়া উচিত :shy: :shy:

    জবাব দিন
  2. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    (বাকি গুলো বলা যাবে না)
    তীব্র প্রতিবাদ...জাতি বাকিগুলোও শুনতে চায়,আর বলা সম্ভব না হলে জাতি ওয়েব এদ্রেসের লিঙ্ক চায় যেখানে বাকিটা পরা যাবে :shy:

    জবাব দিন
  3. ইফতেখার (৯৫-০১)

    ৯. কম্পিউটার অবশ্যই নারী!
    কেনো? সঠিক বাটন গুলো প্রেস করতে পারলে আর ঠিক যায়গায় ক্লিক করতে পারলে ইহা কোনো সমস্যা ছাড়াই বিনোদনের ব্যাবস্থা করতে পারে 😉

    জবাব দিন
  4. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    ইয়ে, লাফাইতে লাফাইতে অনেকগুলা কমেন্ট করে ফেললাম 😕 দেখি এডু স্যার মাইর দেয় কিনা-নাহইলে আমি কমেন্টের ঘরে এক আধটা যুক্ত করপো :shy:

    ধুস, মরতুজা ভাইয়ের কচিকাঁচাদের সিরিজটা মিস্করতেছি...

    জবাব দিন
  5. আশহাব (২০০২-০৮)

    জীতু আপা তো আগুন লাগায়া দিলেন :grr: :shy: ৬ নাম্বারটা চরম হইসে, আর ১৩ নাম্বার :shy: ভয়ঙ্কর মজার 😀


    "Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
    - A Concerto Is a Conversation

    জবাব দিন
  6. সাইফ শহীদ (১৯৬১-১৯৬৫)

    হাসতে বাধ্য হলাম। ধন্যবাদ জিতু।

    কয়েকজন মেয়ে এক জায়গাতে বসে আড্ডা মারছে। একজন জানতে চাইলোঃ
    - আচ্ছা, ছেলেরা যখন বসে আড্ডা মারে, কি গল্প করে তারা?
    - কিই আর, আমরা যেমন গল্প করি, তেমনি।
    - ওমা, ছেলেরা কি অসভ্য।

    জবাব দিন
  7. আব্দুল্লাহ্‌ আল ইমরান (৯৩-৯৯)

    আমি মোবাইলে থেকে লগইন করেছিলাম।সেখানে শুধু শিরোনাম দেখায় তারপর ঢুকতে হয়।গার্লস জোকস!দেখেই বুঝেছিলাম এইটা তোরই হবে।আর কিছু বল্লামনা :thumbdown: :-B

    জবাব দিন
  8. শেখ আলীমুজ্জামান (১৯৭০-৭৬)
    কেনো সৃষ্টিকর্তা প্রথম পুরুষ বানিয়ে স্ত্রী কে পরে বানালেন? আমরা সকলেই জানি যেকোনো কিছু নতুন করলে প্রথমটা হয় পরীক্ষামুলক, পরেরটা হয় সংশধিত!!

    অবশ্য এভাবেও বলা যায়-----
    প্রথমটা অরিজিন্যাল পরেরগুলো ক্লোন---- 😛

    সবভগুলোই মজার হয়েছ।

    জবাব দিন
  9. ফরিদ (৯৫-০১)

    প্রেমের বিয়ে এবং এ্যারেঞ্জ মারেজ নিয়ে আরো ১ টা জোক মনে পড়ল-
    প্রেমের বিয়েতে ছেলেরা বিয়ে করে নিজের গার্ল ফ্রেন্ডকে, আর এ্যারেঞ্জ মারেজ এ বিয়ে করে অন্যের গার্ল ফ্রেন্ডকে।

    জবাব দিন
  10. আব্দুল্লাহ্‌ আল ইমরান (৯৩-৯৯)
    কেনো সৃষ্টিকর্তা প্রথম পুরুষ বানিয়ে স্ত্রী কে পরে বানালেন? আমরা সকলেই জানি যেকোনো কিছু নতুন করলে প্রথমটা হয় পরীক্ষামুলক, পরেরটা হয় সংশধিত!!!

    তীব্র দ্বিমত এন্ড কইশ্‌ষা মাইনাস :thumbdown: :thumbdown:
    কোন ফিম্ল যদি হিট করে তখন সবাই উঠেপড়ে লাগে সিকুয়াল বানানোর জন্য।মনে করে তার পরেরটা আরো ভাল হবে।কিন্তু এই বেশি খাইতে গিয়া/ওভার কনফিডেন্ট হয়ে যা হয় জগাখিচুড়ি ছাড়া আর কিছুনা।তখন পরিচালকের মেধা নিয়ে সন্দেহ জাগে।নারী থেকেই ভুলের শুরু, সেই ভুলে এই গ্যাঞ্জাইমা দুনিয়াতে আগমন।এখানেও যেখানে নারী সেখানেই গ্যাঞ্জাম।আশা করি গর্বিত নারী বিদ্বেষী হিসেবে আমার অবস্থান পরিস্কার :khekz: :grr: :goragori:

    জবাব দিন
  11. টিটো রহমান (৯৪-০০)

    ৩, ৫, ৯, ১০, ১৩ সুপারব............... :khekz: :khekz: :khekz: :khekz:

    ১০ নং জোকটা এই রকম ই তো শুঞ্ছিলাম-
    ঈশ্বর প্রথম পুরুষ বানাইলেন। তারপর তাকে দৌড়ের উপর রাখতে নারী বানাইলেন। তারপর থেকে ঈশ্বর নিজেই দৌড়ের উপর আছেন!!!


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  12. জুনায়েদ কবীর (৯৫-০১)

    কত কথা বলার ছিল... :dreamy:
    কিন্তু স্থান কাল পাত্র সময় ভেবে চেপে গেলাম... 😕

    বেশির ভাগ গুলাই জটিল হইছে... 😀
    আরো দিয়েন আপু... :thumbup:


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  13. আছিব (২০০০-২০০৬)

    ম্যালাদিন পর সিসিবি-তে ঢুইক্কাই বড়াপুর ব্লগ, শিরোনাম দেইক্ষা বিয়াপক কৌতুহল নিয়া প্রবেশ করিলাম এবং ম্যালদিন পর পরান খুইল্লা ক্যালাইলাম, =)) :khekz: :goragori:
    যদিও এখনও নিজেরে পিচ্চি পিচ্চি লাগে :shy:

    জবাব দিন
  14. সায়েদ (১৯৯২-১৯৯৮)
    শিক্ষক কে করা যেতে পারে, কারণ সে বলবে, “আরো দশ বার কর”!!!

    আমাদের কম্যান্ডো ইন্সট্রাকটররা বলতেন, "সব ক্যানসেল..........আবার ১০টা শুরু করেন"।


    Life is Mad.

    জবাব দিন
  15. ম্যালা দিন পর ঢুকলাম ব্লগে।ঢুইক্যা দেখি তাপমাত্রা অত্যন্ত বেশী।
    @জিতুয়াপ্পী...কঠিন কঠিন কঠিন !!! :boss: :boss:

    শিক্ষক কে করা যেতে পারে, কারণ সে বলবে, “আরো দশ বার কর”!!!

    বিএমএ র ড্রিল স্টাফ রা তাহলে এই ব্যাপারে বিশেষ অ্যাডভান্টেজ পাইবো। কিছু বুইঝা না বুইঝাই কইবো "ফ্রন্টরোল (পড়ুন চুমু) শুরু করেন,আজীবন চলতে থাকবে"

    ৬ আর ১৩ পইড়া হাসতে হাসতে পিরা গেলাম। :khekz: :goragori:

    জবাব দিন
  16. ফারাবী (২০০০-২০০৬)

    বহুদিন মৌন পাঠক হইয়া ছিলাম । কিন্তু '18+' দেইখা আর চুপ থাকতা পারলাম না... 😛 😛
    জিতু আপু, সিম্পলি জটিল টু দি পাওয়ার অসীম । :boss:
    এই চান্সে আমিও একটা শেয়ার করিঃ

    *মা ও ছেলের কথোপকথনঃ
    ছেলে- "মা, বাবা কি খুব লাজুক ?"
    মা- হ্যাঁ, সোনা ... উনি লাজুক না হলে তোমার বয়স আরো ছয় বছর বেশী হত ।
    মুরুব্বিরা সাহস দিলে আরো কয়েকটা শেয়ার করতাম... 😀 😀

    জবাব দিন
  17. শাওন (৯৫-০১)

    বেশি মজা পাইলাম.....এক কথায় অসাধারণ...


    ধন্যবাদান্তে,
    মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
    প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১

    ["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]

    জবাব দিন
  18. মুহিব (৯৬-০২)
    আমরা মোটেও খ্রাপ ছিলাম না, জ্ঞ্যান শেয়ার করতাম

    মেয়েরা এত জ্ঞানি !!!!!!!!! আমাগো লগে শেয়ার করে না ক্যান তাইলে???? জীতু আপু কত ভালো। অন্তত কিছুটা শেয়ার করেছেন।

    জবাব দিন
  19. পারভেজ (৭৮-৮৪)

    কি দিন ছিল, সিসিবিতে?
    ১০টা ৩৯-এ পোস্ট আসার পর ১০টা ৪০-এই কমেন্ট এসে যেতো।
    নেক্সট ১০ মিনিটে ২০-২৫টা।
    তারপর সারারাত খালি কমেন্ট আর কমেন্টের বন্যা।
    দুদিন যেতে না যেতেই শ-দেড়'শ কমেন্ট চালাচালি.........

    সেইসব দিন -
    "কোথায় হারালো?
    মাকাল লতার তলে, শিশিরের নীল জলে,
    কেউ তার পাবে না সন্ধান........." (সম্পাদিত)


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।