১। এইচ এস সি পরীক্ষার আগে অথবা পরীক্ষার সময়। ক্লাস গেমস সব এক্সকিউজড। সকাল বেলা বাকি সব পোলাপাইন ব্রেকফাস্টের পরে ক্লাসে যায় আর আমরা হাউজে চলে আসি। মিল্ক ব্রেকের আগ পর্যন্ত পড়া ভালই হয়, কিন্তু তারপর মনে একটা ভাব চলে আসে যেন ম্যালা পড়ে ফেলেছি। কতিপয় অতি আঁতেল পোলাপাইন পারলে টয়লেটে বসেও পড়ে (আমি না কিন্তু), কিন্তু বাকি গুলা সুরু করে বদামি নয়ত রুমে রুমে ক্রিকেট খেলা। কিন্ত এসব করেও কেমন যেন একটা একঘেয়েমি চলে আসে। নতুন কিছু চাই। ক্যাডেট মাত্র সবারই জানা কলেজে নারী চরিত্রের কত অভাব, সমবয়সি তো আরও আকাল। কিন্তু গ্রীষ্মের সেই গরমে যেন ঠান্ডা হাওয়া নিয়ে এল জনৈক স্যারের সদ্য বয়ঃসন্ধি প্রাপ্ত কন্যা। হঠাৎ আমরা খেয়াল করলাম প্রতিদিন মিল্ক ব্রেকের পরে সেই মেয়ে বেনী দুলিয়ে হাইজের সামনে দিয়ে হেটে হেটে যায়। আহা, কি সৌন্দর্য। আমরা অপলক নয়নে চেয়ে চেয়ে দেখি আর দীর্ঘশ্বাস ফেলি। এই দেখতে দেখতেই আমাদের একজন তার প্রেমে পড়ে গেল। মানে সেই রকম কোন কিছু না। ফ্রয়েডিও প্রেম আর কি। কিন্তু কতিপয় বদ পোলাপাইন যখন একটু সীমা ছাড়িয়ে সেই কন্যার দৃস্টি আকর্ষনের চেষ্টা করতে শুরু করল তখন তার মৃদু প্রতিবাদ। “এই, তোরা এই রকম করিস ক্যান অর সাথে”? তা দৃস্টি আকর্ষনের প্রক্রিয়াটা আবার কিঞ্চিত আপত্তিজনকই ছিল বটে। প্রতিদিন সকালে মিল্ক ব্রেকের পর যখন কন্যার হাউজের সামনে দিয়ে গমন তখন রুমের জানালা খুলে জানালায় দাঁড়িয়ে সাথে আরো কিছু খুলে প্রদর্শন করলে যেকোন প্রেমিকেরই আপত্তি জানানোর কথা। তবে এত কিছুর পরও কন্যার প্রতিদিন হাউজের সামনে দিয়ে গমন বন্ধ হয়নি।
২। সেই টুয়েল্ভের ই ঘটনা। ঘটনা চক্রে কলেজ হাস্পাতাল থেকে কি উপায়ে যেন আমি একখানা জন্মনিরোধক গোলক হস্তগত করেছিলাম। হাউজে আনার পর তো মহা হিট। সবার চাই। সাবান ক্রিম তেলে আর কত! আসল দ্রব্যের স্বাদ নেবার এইত সুযোগ। আমিও সুযোগ বুঝে দশ টাকায় কোন এক অতিশয় বদ পোলার কাছে উহা বিক্রয় করিয়া দিলাম। আমার প্রথম ইনকাম। ঘন্টাখানেক পর জানা গেল উক্ত গোলকের সাইজ আমাদের বন্ধুমহোদয়ের ফিট করে নাই। ফলাফল দুম ফটাস। তাহাতে খুব একটা সমস্যা নাই। সাইজ না মিললে ফাটতেই পারে। কিন্তু সেইদিন হইতে কলেজের শিক্ষক মহোদয়দের সাইজ নিয়া আমরা কিঞ্চিত শংকিত হইয়া পড়িয়াছিলাম।
:goragori: :goragori: :goragori: :goragori:
আহ্! অনেকদিন পর মরতুজা ভাইয়ের এই বিখ্যাত সিরিজটা পাইলাম। 😀
=)) =)) =))
বস্, জটিল হইসে।
এইনা হইলে বড় ভাই ছোট ভাই আবদার করার সাথে সাথে লেখা হাজির 😀 😀 😀
কিন্তু ভাই আপনি এই কাহিনি কেমনে জানলেন???
কয়দিন আগে আমরা এইচ. এস. সি দিয়া বাইর হইছি। এক্কেরে same কাহিনি। প্রতিদিন মিল্ক ব্রেক টাইমে আমাগো ডাক্তার স্যারের মাইয়া জিন্স এর থ্রী কোয়ার্টার প্যান্ট এবং টাইট টি শার্ট পইরা হাউজের সামনে দিয়া স্কু্লে যাইত।
আর আমাগো পোলাপান ওই সময়ে মহা গুরুত্তপূর্ণ ক্রিকেট বাদ দিয়া ওই মাইয়ারে উদ্দেশ্য কইরা গান গাইতো। পরে স্যাররা এই কাহিনি জাইনা নিয়ম করছিল কোন মাইয়া ওই রোড দিয়া স্কুলে যাইব না। স্কুলে যাবার টাইম হইলে গার্ড আইসা হাউজের সামনে দারাইয়া থাকতো। আহারে কি যে কস্টো :(( :(( :((
ওই মাইয়ার কথা ভাইবা কতোজনের শরীরের কতো রক্ত যে পানি হইয়া গেছে একমাত্র আল্লাহ মাবুদই জানেন :(( :(( :((
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
জিন্সের প্যান্ট এবং লাল জামা পরা এই সে মেয়ে
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
ছবিটি সরিয়ে দেয়া হয়েছে।
অনুমতি ছাড়া কারো ব্যাক্তিগত ছবি ব্যবহার না করার জন্য অনুরোধ করা হলো।
sorry sir bhul hoia geche 🙂
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
হাহহাহাহ
আমি দেইখা ফালাইছিলাম ছবিটা। 😉 😉 😉 এডজুট্যান্ট স্যার বড় নির্দয়।
🙂 কাউরে কইও না, আমিও দেখছি :))
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আমি দেখি নাই :(( :(( :((
দুঃখ কইরেন না জ়োগাজ়োগ কইরেন দিমু নে 😉
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
আমিও দেতে চাই
ভাই দেতে চাই মানে কি? 😕
আপনিও ওই মাইয়ার কাছে যেতে চান? 🙁
ভাই আমিই এখনো সিরিয়াল পাই নাই ~x( ~x( ~x( আপনেরে কেমনে নিয়া জামু??? :-/ :-/ :-/
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
আমি দেখতে ফাহরলাম না। 🙁
দেখবার চাইলে এডু স্যারের বিরুদ্ধে জনমত গঠন করতে হইবো 😀 😀 😀
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
হরে ভাই আমার মতো ছোটো ছোটো নাদান বাচ্চাগুলার দুঃখ বুঝল না 😛 😛 😛
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
মুস্তাকিম তুই ওর ছবি ব্লগ এ দিসিস x-(
তরে না বলসি ওর নাম ও মুখে আনবিনা x-(
কি তোর এতবড় সাহস? x-(
এখনো সময় আছে সাবধান হইয়া যা। তুই এক মায়ের এক ছেলে তাই কিছু করার আগে সাবধান খুব সাবধান হইয়া চল। পরে আন্টি কিন্তু আমারে দোষ দিতে পারবো না। :grr: :grr: :grr:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
পয়লা ইনকাম তো খারাপ না দেখি।
কি করছিলা, দশ টাকা দিয়া, সিগারেট?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
খুব সম্ভবত বাংলা ফাইভ অথবা গোল্ড লিফ।
আবার invest করতেন :gulti:
হ বস্, আবার ইনভেস্ট করলে পরেরবার চল্লিশ ট্যাকা দিয়া বেচবার মতন জিনিস কিনলেও আপনের হাতে আরো নয় ট্যাকা থাকতো :-B
সংসারে প্রবল বৈরাগ্য!
হিসাবটা বুজলাম না। বুজায়ে দ্যাও
ইয়ে বস্ মানে কইতাছিলাম কি, জুনায়েদরে ডাক দেই? অয় বলে এখন হিসাব ভালাই পারে ;)) :-B
সংসারে প্রবল বৈরাগ্য!
ফৌজিয়ান ভাই, আপনে সিসিবির 'ফাঁসাইন্যা প্রিফেক্ট'...!!! 🙁
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কই তোরে একটু হিসাব শিখাইতে চাইছিলাম, উল্টা দিলি অপবাদ। 😕
নাহ, দুইন্না থেইকা ইনসাফ উইঠা গেছেগা :((
সংসারে প্রবল বৈরাগ্য!
ছোড ছোড পোলাপাইন গোনা শেখে সুর কইরা, ধারাপাত, নামতা পইড়া...উদাহরণ হিসাবে থাকে ফুল, পাখি, বিলাই, কুত্তা...!!! :-B
আর আপনে আমারে গোনা শেখান 'পা', রাবার/বেলুন বেচা টাকা...এইসব দিয়া!!! ~x(
আপনার লাস্ট কমেন্ট করার আগেই ইন্সাফ উইঠ্যা গেছে... 🙁
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
=)) =)) =))
ফুল পাখি কুত্তা বিলাই দিয়া গোনাগুনি শিখানির সেই দিন কি আর আছে? দিন বদলাইছে না! :grr:
=)) =))
দুম ফটাশ!! 😕
হাসতে হাসতে পড়ে গেলাম! 😀
আমি ভাবলাম আবার কিছু ফাইট্টা গেলো নাকি? 😮 😮 😮
=)) =)) =))
:khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
:khekz: :khekz: :gulli2: :gulli2: :gulli2:
:khekz: :khekz: :khekz: :khekz:
জটিল।
এই তাইলে কাহিনী। প্রথম জীবনে আপনে তাইলে রাবারের ব্যবসা করতেন। 😉 😉 😉
আরে রাবার না বেলুনের ব্যাবসা করতো :)) :)) :))
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
:khekz: :khekz: :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
একটা কিছু দিয়া তো শুরু করতে হইবো নাকি?
চিকন বেলুনের ব্যাবসা করতো আমাদের মুস্তাকিম এর মত :khekz: :khekz: :khekz:
x-( x-( x-(
আবার কইতাছি যা করবি তা খিয়াল কইরা খুব খিয়াল কইরা করবি :grr: :grr: :grr:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
কি এত্ত বড় সাহস-জুনিয়র পুলাপাইন নিজেগো মইদ্যে মারামারি করে? x-( দুইজন দুইজনের কান ধইরা উঠবস শুরু কইরা দে x-( কেয়ামত পর্যন্ত চলতে থাকবো x-(
ভাই কান ধইরা উঠবস করতে করতে তো কান ব্যাথা হইয়া গেল এইবার মাপ করন যাই না 🙁 🙁 🙁
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
ICL এর খেলা দেখতে দেখতে কান ধইরা উঠ বস করসি 🙁 🙁 🙁 🙁
😀 আইচ্ছা যা-এইবার থাম।আমার ভাউচার বইটা নিয়া যাইস-ক্যান্টিনে কুক খায়া নিস।অনেক পাঙ্গাইছি,আর নাহ।এইবার মিষ্টি কথা কই।
কারটা ভাল লাগছিল তা কিন্তু কন নাই 😛
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
অইটা সিক্রেট 😉
কে বলে সাইজ ডাজন্ট ম্যাটার, হাহ্????????
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:clap: :clap: :clap:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফুর ভাইয়ের কি কী-বোর্ড নষ্ট ? 😉
:)) :)) :)) :)) :))
যদি ভুল না হয় তাহলে ব্রান্ডটা ছিল "Moods" - made in India 😀 😀 😛 😛 ।
Life is Mad.
@সায়েদ ভাই, অভিজ্ঞতার দাম আছে :bash:
কিরে সায়েদ, তোরাও কি বস্ দের বিজনেস ট্র্যাডিশন বজায়া রাখছিলি নাকি :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
আমাদের ক্লাস এর মুস্তাকিম ঐতিহ্য বজায় রাখসে :boss:
মুস্তাকিম :salute:
আরে সবই বড় ভাইদের দোয়ায়। বড় ভাইদের :salute:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
@ ফৌজিয়ান,
আরে কেউ ঠেইকা (নাকি ঠ্যাকাইয়া!) শেখে আর দেইখা শেখে - আমি দেইখা শিখছি।
তয় কারে দেইখা শিখছি সেইটা তোরে চুপি চুপি কমুনে 😀 😀 😛 😛 ।
Life is Mad.
😉
সংসারে প্রবল বৈরাগ্য!
:(( আমিও দেইখা শিখপো :((
'ছবি' দেইখা শিখবি? 😛
ভাইজান জিটল কাহিনী শুনাইলেন। :boss: :boss: :boss:
দুম ফটাশ! :goragori: :goragori: :goragori:
হ কাহিনিটা "জিটল" ই হইছে। :)) এক্কেরে রবিন ভাইয়ের মত "পিরা" গেছি।
ওই মাস্ফু, নকল করস কেন?
এবার “জিটল”র একটা ইমো লাগবে মনে হইতাছে। :grr: :grr:
:goragori: :goragori:
সংসারে প্রবল বৈরাগ্য!
বস্ কাহিনিতো সেইরকম!! :salute:
মরতুজা ভাই, ইয়ে মানে কচিকাচা-০৫ টা কি লেটেস্টই পামু :dreamy: :dreamy:
সংসারে প্রবল বৈরাগ্য!
😀 😛
:grr: :grr: :grr:
অচলিল