প্রিয় চন্দ্রমল্লিকা
তুমি কোন ফুল না।
ভুল করে ভুলে যাওয়া প্রেম না।
মাদকতায় হারানো কানের দুল না।
তুমি ছন্দ পতন না।
বেহিসেবি হিসাবের মূল না।
তুমি কাবেরী নদীর জল না।
তুমি হয়তবা লালসার খেলনা।
অন্যথা খুজে ফেরা পদ্মার কূল না।
প্রিয় চন্দ্রমল্লিকা!
তুমি বনলতা সেনের সুদীঘল চুল না।
ভালবাসা আজকাল আর অনুকূল না।

