-
মেনকা কেমন আছে?
মো ও খা ও
রাতে জোছনাারা ঢুকে পরে আমার ঘরে
জানালার ফাঁক চুয়ে নিসংকোচে,
লুটোপুটি খায় মসৃন শুভ্রতায়
আছডে পড়ে মেঝে বালিশ বিছানায়
নির্মল শব্দহীন কোমল মায়ায়,
আদর আলোয় সোহাগ মেখে
প্রশ্ন শুধায় তোমার মেনকা কেমন আছে?
কি মাতাল মদিরা মেখে
উচ্ছন্ন করেছিলো বাগান ঘাস ফুল,
ভগবান চমকে উঠেছিল
যুবতীর উদ্ধত ভালোবাসায়,
