পরাজয়
আমার যদি চকচকে বন্দুক থাকতো
তাহলে এক পৃথিবী মজা নিতে পারতাম
বুলেট ছুটিয়ে তাদের মাথার ভিতর
যারা কি না আমাকে কষ্ট দেয়!
কিংবা আমার যদি বিষাক্ত গ্যাস থাকতো
সময়গুলো কাটিয়ে দিতে পারতাম
যাদের ভালোবাসি না তাদের সাবাড় করে!
কিন্তু আমার কোনো মারাত্মক অস্ত্র নেই
তাই নিয়তি মাড়িয়ে যায় আনন্দের ক্ষণ
তাই তারা আজও ছোটে মহা আনন্দে
নরকবাস যাদের একচ্ছত্র অধিকার!
ভ্যালেন্টাইন দিবস
একবার কৈশরে এবং সত্যি
কেউ আমার ভঙ্গুর হৃদয়টা
দুই টুকরো করে চলে যায়
তা ছিল সত্যিই খারাপ।
দুর্ভাগাদের জন্য প্রয়োজন প্রেম
প্রেম কিন্তু একটি অভিশাপ
একবার আমি ভেঙ্গেছি এক হৃদয়
মনে হয় এটি আরও খারাপ।
জীবন বৃত্তান্ত
ক্ষুর তোমায় দেয় কষ্ট
ক্লেদ জমে মরমর নদী
এসিডে হয় চেহারা নষ্ট
মাদক বাড়ায় খিঁচুনী
বিষ কণায় বাতাস ঠাসা
নীতিতে আড়ষ্ট পিস্তল
বন্ধনের গাঁটছড়ায় আশা
বাঁচে জীবনের কোলাহল।
The poems are~ Frustration, Happy Valentines Day and Resume.
Didn't read actual poems. I'm very impressed of your কাব্যিক বঙ্গানুবাদ। নরকবাস যাদের একচ্ছত্র অধিকার.....দারুণ।
Ex Cadet: Mustafiz/SB330/7th Batch/BCC(SSC1988) Bappy Khan
অনেক ধন্যবাদ 🙂
মূল কবিতা জুড়ে দিব এক সময়।
পুরাদস্তুর বাঙ্গাল
স্বাগতম
Ex Cadet: Mustafiz/SB330/7th Batch/BCC(SSC1988) Bappy Khan
🙂 🙂
পুরাদস্তুর বাঙ্গাল
"তাই নিয়তি মাড়িয়ে যায় আনন্দের ক্ষণ" - চমৎকার!
"দুর্ভাগাদের জন্য প্রয়োজন প্রেম" - প্রেমের জন্যই যত হাহাকার, আবার প্রেমই করে ফেলে সবকিছু সাবাড়!
"বন্ধনের গাঁটছড়ায় আশা
বাঁচে জীবনের কোলাহল" - খুব সুন্দর কথা!
অনেক ধন্যবাদ খায়রুল ভাই।
পুরাদস্তুর বাঙ্গাল