নারী ও প্রকৃতি
নারী ও প্রকৃতি
একে অপরের প্রতিকৃতি,
শোভায়, স্বভাবে, মননে, মেজাজে
দেখি তাদের আমি একই সাযুজ্যে।
তারা উভয়ে প্রাণের ধারক ও বাহক,
ঝড় ঝঞ্ঝায়, ক্ষুধায় প্রতিপালক।
গর্ভে, ক্রোড়ে, বক্ষে, আঁচলে রেখে
লালন করে নবজাতককে সস্নেহে।
সকল সৌন্দর্যের উৎস প্রকৃতিমাতা
নারী তার থেকে আহরণ করে স্নিগ্ধতা।
ঋতুতে ঋতুতে প্রকৃতি যে রূপ বদলায়,
খেয়ালি নারীও বদলে যায় সে শোভায়।
অনাচারে প্রকৃতি করে তীব্র প্রতিবাদ,
রুদ্রমূর্তিতে বাজিয়ে যায় ধ্বংসনিনাদ।
সিংহীর ন্যায় হয়ে ওঠে নারীও ক্ষিপ্ত
সন্তান তার যদি হয় আঘাতে আহত।
ঢাকা
২৩ অক্টোবর ২০২০
সুন্দর
Ex Cadet: Mustafiz/SB330/7th Batch/BCC(SSC1988) Bappy Khan
অনেক ধন্যবাদ, প্রীত হ'লাম।
স্বাগতম
Ex Cadet: Mustafiz/SB330/7th Batch/BCC(SSC1988) Bappy Khan