শিরোনাম: জীবনের মানে
সুর, সংগীত এবং ভোকাল: আইয়ুব বাচ্চু
কথা: বাপ্পী খান
এ্যালবাম: এল. আর. বি ২
সাল: ১১ই জুন ১৯৯২
স্টুডিও: সারগাম
লেবেল: সারগাম
সাউন্ড প্রকৌশলী: পান্না আজম এবং দুলাল
…………………………………………………………
জীবনের মানে আমি পাইনিতো খুঁজে
আমার এই দুচোখে তাই, অভিধান খোঁজে।
আমি সারাদিন যারে কাছে পাই
জানতে চেয়েও পাইনা জবাব
ফিরে চলে যাই ।।