আমি অবাক হয়ে যাই
শিল্পী: হাসান আবিদুর রেজা জুয়েল
সুর সংগীত:আইয়ুব বাচ্চু
কথা: বাপ্পী খান
অ্যালবাম: তুমিহীনা সারাবেলা
লেবেল: সাউন্ডটেক
আমি অবাক হয়ে যাই,
আমি সুরের দেশে হারাই,
আমি দুঁচোখ বুঁজে কাঁদি হাসি,
শিস দিয়ে গান গাই।
আমি অবাক হয়ে যাই আমাকে দেখে।।
আমি ভালোবাসা পাই অনেক,
আমি সুরের ভিড়ে পাগল,